ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতি কী হবে
নিউইয়র্কের রাস্তাঘাটে চলতে গিয়ে মনেই হচ্ছে না এখানে একটা বিশাল ঘটনা ঘটে গেছে। নির্বাচনে ডেমোক্র্যাটদের এ রকম ভরাডুবি হবে, সে কথা কেউ ভাবতে পারেনি, কিন্তু তার কোনো প্রকাশ চলতি পথে দেখা যাচ্ছে না। জীবনযাপনে যেন তার কোনো রেখাপাত নেই। তবে, নিবিড় গণ্ডিতে এ নিয়ে আলোচনা হচ্ছে না, তা নয়।