চরকিতে ‘জীবন থেকে নেয়া’ আটকে দেওয়ার গল্প
জুলাই মাসে যাত্রা শুরুর পর থেকে প্রতি মাসে অরিজিনাল কনটেন্ট মুক্তি দিয়ে যাচ্ছে চরকি। সেই ধারাবাহিকতায় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে এবারের গল্প হবে বাঙালির জেগে ওঠার, দ্রোহের, বিপ্লবের, প্রতিরোধের আর বিজয়ের।