Ajker Patrika

নায়কের সঙ্গে সেলফি তোলা নিয়ে মঞ্চে হট্টগোল

খায়রুল বাসার নির্ঝর, ঢাকা
নায়কের সঙ্গে সেলফি তোলা নিয়ে মঞ্চে হট্টগোল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন সিয়াম আহমেদ। প্রতিষ্ঠানটির শত বছর পূর্ণ হলো এবার। তারই উদ্‌যাপনে মুখর ক্যাম্পাস। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়টির প্রাক্তন ছাত্র সিয়াম নিজের পরবর্তী ছবির ট্রেলার উন্মোচন করলেন নিজের ক্যাম্পাসেই। গতকাল শুক্রবার সন্ধ্যায় টিএসসিতে বসেছিল সেই ট্রেলার উন্মোচন অনুষ্ঠান। কিন্তু পুরো অনুষ্ঠান শেষ হওয়ার আগেই সিয়ামের সঙ্গে সেলফি তোলার জন্য মঞ্চে উঠে পড়েন ভক্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। কিছুক্ষণ ভক্তদের সময় দিয়ে, বাধ্য হয়ে একপর্যায়ে মঞ্চ ত্যাগ করেন সিয়াম। অবস্থান নেন নিকটবর্তী পরমাণু শক্তি কেন্দ্রে। 

সেখানেও গেটের বাইরে ভিড় করে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলেন অনেকে। তাঁরা অপেক্ষা করছিলেন সিয়াম কখন বের হবেন। কখন তোলা যাবে প্রিয় নায়কের সঙ্গে একটি ছবি! 

মঞ্চে হট্টগোলের জেরে একপর্যায়ে অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়এত হাঙ্গামা করে শুক্রবার সন্ধ্যায় রিলিজ হলো ‘শান’ ছবির ট্রেলার। ‘শান’ সিয়াম অভিনীত সিনেমা। ছবিতে পূজা চেরি আছেন সিয়ামের সঙ্গে। বানিয়েছেন তরুণ নির্মাতা এম রাহিম। অ্যাকশন থ্রিলার ধাঁচের ছবি। ঢাকাই সিনেমা মার্কেটের এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি ‘শান’। তবে এসব ছাপিয়ে ‘শান’ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নতুন বছরের প্রথম ছবি হওয়ার কারণে। 

২০২২ সালের ঢাকাই ছবির খাতা খুলছে ‘শান’কে দিয়ে। ৭ জানুয়ারি আসবে সিনেমা হলে। ছবির নায়ক সিয়ামের হলে কোনো ছবি নেই অনেক দিন হলো। সেই ২০১৯ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল ‘ফাগুন হাওয়ায়’। তারপর অনেক দিন কেটে গেল। আসি আসি বলেও অনেক ছবির মুক্তি পিছিয়ে গেল। ‘শান’-এর মুক্তিও কয়েকবার পিছিয়ে অবশেষে ৭ জানুয়ারি ফিক্সড হয়েছে। হলে অনেক দিন পর নতুন ছবি আসছে, সিয়ামের তাই এক্সাইটমেন্টের শেষ নেই। ট্রেলার লঞ্চিং অনুষ্ঠানে মাকে নিয়ে এসেছিলেন। 

‘শান’ ছবির পোস্টারে সিয়াম আহমেদ ও পূজা‘শান’ এর টিজার সবাইকে দেখানোর পর মঞ্চে ওঠেন সিয়াম। কিছুক্ষণ কথা বলেন। একপর্যায়ে ছবিটির ‘চলো পাখি হই’ গানে সিয়ামের সঙ্গে পারফর্ম করার জন্য দর্শক সারি থেকে একজনকে ডেকে নেন উপস্থাপিকা। সিয়ামকে পেয়ে অন্যপ্রান্তে কয়েকজন তাঁর সঙ্গে সেলফি তুলতে শুরু করেন। একে একে করে আরও অনেকেই। কয়েকজন মঞ্চেও উঠে আসেন। 

প্রথম দফার ভিড় সামলে ট্রেলার দেখানো হয়। এরপর আবারও একই পরিস্থিতি তৈরি হলে একপর্যায়ে মঞ্চ ত্যাগ করে সিয়াম। অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে রাজধানীর সেগুনবাগিচা এলাকায় গিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন সিয়াম। 

সিয়াম বলেন, ‘প্রিয় ক্যাম্পাসে আমার সিনেমার ট্রেলার দেখাতে পারলাম, ভীষণ আনন্দ পেয়েছি। যদিও একটু ক্রাউড হয়েছে, কিন্তু ভক্তরা তো এমন করবেই! আশা করি নতুন বছরে সিনেমা হলেও দর্শকদের এমন উন্মাদনা থাকবে।’

দেখুন ‘শান’ ছবির ট্রেলার:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত