বিনোদন প্রতিবেদক
অবশেষে সকল জল্পনার অবসান ঘটলো। আগামী ২৪ ডিসেম্বর দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সিয়াম আহমেদ ও নোভা ফিরোজ জুটির প্রথম সিনেমা ‘মৃধা বনাম মৃধা’। রায়হান খানের সংলাপ ও চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন অসংখ্য বিজ্ঞাপন নির্মাণ করে হাত পাকানো রনি ভৌমিক।
এর আগে গত ১২ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড কতৃক বিনা কর্তনে ছাড়পত্র পায় ছবিটি। সেই সাথে সেন্সর বোর্ডের ভূয়সী প্রশংসাও কুড়ায়। এরপরই মুক্তির ঘোষণা দেন পরিচালক। এটি নির্মাতার প্রথম সিনেমা।
নির্মাতা রনি ভৌমিক বলেন, ‘আমি ভীষণ খুঁতখুঁতে মানুষ। যতক্ষণ না পর্যন্ত কোনো কাজ সূক্ষ্ম ও পরিপূর্ণভাবে শেষ না হয় ততক্ষণ আমি নিজেই সন্তষ্ট হতে পারি না। সেখানে এটা আমার প্রথম সিনেমা। কাজটিকে সুনিপুণভাবে দর্শকের সামনে উপস্থাপন করতে যা যা করা প্রয়োজন মনে হয়েছে, সেটা করেছি। পরিবার নিয়ে দেখার মত একটা গল্প, সিনেমা। দর্শকরা দেখার পরই তাদের মন্তব্য জানাক আমাদেরকে।’
‘মৃধা বনাম মৃধা’ রনি ভৌমিক পরিচালিত প্রথম সিনেমা হলেও এর আগে তিনি অসংখ্য বিজ্ঞাপন নির্মাণ করেছেন। প্রচারবিমুখ এই নির্মাতার বহু কাজ দর্শকমহলে প্রশংসিত হয়েছে। শুধু তাই নয়, তার কমার্শিয়াল কান লায়নসেও নমিনেশন পেয়েছে।
তিনি বিজ্ঞাপন ইন্ডাস্ট্রির সবচেয়ে তরুণ নির্মাতা। ২০১৫ সাল থেকে পরিচালনা শুরু করেন। এরপর নির্মাণ করেছেন দুই শতাধিকেরও বেশি বিজ্ঞাপন। এর আগে তিনি জনপ্রিয় প্রোডাকশন হাউজ হাফ স্টপ ডাউনে কাজ করতেন। ২০১৮ সালে তিনি নিজেই প্রোডাকশন হাউজ খুলেন, যার নাম ‘টোস্টার প্রোডাকশন’।
চলতি বছরে ফেব্রুয়ারিতে শুরু হয়ে আগস্টে শেষ হয় ছবির শুটিং। ছবির পোস্ট প্রোডাকশনের কাজ করা হয়েছে বাংলাদেশ, ভারত (কলকাতা ও চেন্নাই) ও যুক্তরাষ্ট্রে। ছবিটির অডিও ও গ্রাফিকসের কাজ করা হয়েছে ঢাকায়। সাউন্ড ও ফলির কাজ হয়েছে ভারতের চেন্নাইয়ে। ছবির কালার কারেকশনের কাজ করা হয়েছে কলকাতায়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ছবির আবহসংগীত করে পাঠিয়েছেন ইমন সাহা, সাউন্ড মিক্সিং করেছেন যুক্তরাষ্ট্রের জেরিমি হাওয়ার্ড।
টফি নিবেদিত এই ছবিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, সানজিদা প্রীতি, নিমা রহমান, মিলন ভট্টচার্য, তৌফিকুল ইসলাম ইমন,মাসুদুল আমিন রিন্টু প্রমুখ।
অবশেষে সকল জল্পনার অবসান ঘটলো। আগামী ২৪ ডিসেম্বর দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সিয়াম আহমেদ ও নোভা ফিরোজ জুটির প্রথম সিনেমা ‘মৃধা বনাম মৃধা’। রায়হান খানের সংলাপ ও চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন অসংখ্য বিজ্ঞাপন নির্মাণ করে হাত পাকানো রনি ভৌমিক।
এর আগে গত ১২ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড কতৃক বিনা কর্তনে ছাড়পত্র পায় ছবিটি। সেই সাথে সেন্সর বোর্ডের ভূয়সী প্রশংসাও কুড়ায়। এরপরই মুক্তির ঘোষণা দেন পরিচালক। এটি নির্মাতার প্রথম সিনেমা।
নির্মাতা রনি ভৌমিক বলেন, ‘আমি ভীষণ খুঁতখুঁতে মানুষ। যতক্ষণ না পর্যন্ত কোনো কাজ সূক্ষ্ম ও পরিপূর্ণভাবে শেষ না হয় ততক্ষণ আমি নিজেই সন্তষ্ট হতে পারি না। সেখানে এটা আমার প্রথম সিনেমা। কাজটিকে সুনিপুণভাবে দর্শকের সামনে উপস্থাপন করতে যা যা করা প্রয়োজন মনে হয়েছে, সেটা করেছি। পরিবার নিয়ে দেখার মত একটা গল্প, সিনেমা। দর্শকরা দেখার পরই তাদের মন্তব্য জানাক আমাদেরকে।’
‘মৃধা বনাম মৃধা’ রনি ভৌমিক পরিচালিত প্রথম সিনেমা হলেও এর আগে তিনি অসংখ্য বিজ্ঞাপন নির্মাণ করেছেন। প্রচারবিমুখ এই নির্মাতার বহু কাজ দর্শকমহলে প্রশংসিত হয়েছে। শুধু তাই নয়, তার কমার্শিয়াল কান লায়নসেও নমিনেশন পেয়েছে।
তিনি বিজ্ঞাপন ইন্ডাস্ট্রির সবচেয়ে তরুণ নির্মাতা। ২০১৫ সাল থেকে পরিচালনা শুরু করেন। এরপর নির্মাণ করেছেন দুই শতাধিকেরও বেশি বিজ্ঞাপন। এর আগে তিনি জনপ্রিয় প্রোডাকশন হাউজ হাফ স্টপ ডাউনে কাজ করতেন। ২০১৮ সালে তিনি নিজেই প্রোডাকশন হাউজ খুলেন, যার নাম ‘টোস্টার প্রোডাকশন’।
চলতি বছরে ফেব্রুয়ারিতে শুরু হয়ে আগস্টে শেষ হয় ছবির শুটিং। ছবির পোস্ট প্রোডাকশনের কাজ করা হয়েছে বাংলাদেশ, ভারত (কলকাতা ও চেন্নাই) ও যুক্তরাষ্ট্রে। ছবিটির অডিও ও গ্রাফিকসের কাজ করা হয়েছে ঢাকায়। সাউন্ড ও ফলির কাজ হয়েছে ভারতের চেন্নাইয়ে। ছবির কালার কারেকশনের কাজ করা হয়েছে কলকাতায়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ছবির আবহসংগীত করে পাঠিয়েছেন ইমন সাহা, সাউন্ড মিক্সিং করেছেন যুক্তরাষ্ট্রের জেরিমি হাওয়ার্ড।
টফি নিবেদিত এই ছবিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, সানজিদা প্রীতি, নিমা রহমান, মিলন ভট্টচার্য, তৌফিকুল ইসলাম ইমন,মাসুদুল আমিন রিন্টু প্রমুখ।
শাকিব খান অভিনীত তাণ্ডব একইসঙ্গে মুক্তি পাবে দেশের দুই ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও চরকিতে। আজ প্ল্যাটফর্ম দুটি এ ঘোষণা দিয়েছে। ওটিটিতে তাণ্ডব মুক্তির নির্দিষ্ট তারিখ না জানালেও প্ল্যাটফর্ম দুটি নিশ্চিত করেছে, আগস্ট মাসে ওটিটিতে আসবে সিনেমাটি।
১ ঘণ্টা আগেবাবার কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন সালমান খান। তাঁর বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খান। ক্যারিয়ারের শুরু থেকেই বাবার পরামর্শ মেনে কাজ করছেন বলিউড ভাইজান। তাঁর ব্যক্তিজীবনেও ছাপ ফেলেছে বাবার জীবনদর্শন। তবে সম্প্রতি বাবার মুখ থেকে একটি উপদেশ শুনে বেশ আফসোসই হলো সালমানের। ভক্তদের সঙ্গে সেটা
৩ ঘণ্টা আগেযুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা।
৫ ঘণ্টা আগেওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৯ ঘণ্টা আগে