চাকরিটা ছাড়তে চেয়েছিলাম, কিন্তু ছাড়তে দিল না।… এখানকার কোম্পানি বলল, ওদের একটা সিস্টার কনসার্ন আছে কলকাতায়। ওখানে জয়েন করতে। বলল, কলকাতা যেতে চাইছ, যাও কলকাতা। কিন্তু চাকরি ছাড়তে পারবে না।
সংলাপটি কি চেনা চেনা লাগে? বাসু চ্যাটার্জির ‘হঠাৎ বৃষ্টি’ ছবিতে ফেরদৌসের সংলাপ এটি। রাজস্থানের জয়সালমেরে পোস্টিং ছিল তাঁর। ওখানে কোম্পানির মালিক ও স্থানীয়দের গন্ডগোলের মধ্যে পড়ে চাকরিটা ছেড়ে দিতে চেয়েছিলেন ফেরদৌস, মানে ‘হঠাৎ বৃষ্টি’র অজিত। কিন্তু কোম্পানি তাঁকে চাকরিতে বহাল রেখে কলকাতায় পাঠায়।
কলকাতার নতুন অফিসে গিয়েই শ্রীলেখা মিত্রের সঙ্গে দেখা হয় ফেরদৌসের। বাবার অবর্তমানে শ্রীলেখাই তখন ওই অফিসের এমডি। শ্রীলেখার তত্ত্বাবধানে নতুন অফিসে কাজ শুরু হয় ফেরদৌসের। গল্পের একপর্যায়ে ফেরদৌস, মানে অজিতের প্রেমে পড়েন শ্রীলেখা, অর্থাৎ ছবির ‘প্রীতি’ চরিত্র।
‘হঠাৎ বৃষ্টি’ ছবিতে অজিত-দীপার গল্পের সঙ্গে সঙ্গে ফেরদৌস-শ্রীলেখার গল্পটিও দাগ কেটে আছে দর্শকের মনে। ছবিতে এই জুটির বিখ্যাত একটি গানও আছে ‘আমি জানতাম জানতাম আসবে/ হাসি হয়ে আকাশে ভাসবে’। এই গানে ফেরদৌস-শ্রীলেখার যে রসায়ন, তা এখনো দর্শককে টানে।
২৩ বছর পর আবার এই গানেই ফেরদৌসের সঙ্গে পারফর্ম করবেন শ্রীলেখা মিত্র। তা-ও সুদূর দুবাইয়ে!
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে দুবাইয়ে আয়োজিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ওই অনুষ্ঠানে আগামীকাল দেখা হবে ফেরদৌস-শ্রীলেখার। অনুষ্ঠানে তাঁরা একসঙ্গে পারফর্ম করবেন।
শ্রীলেখার ইচ্ছে, ২৩ বছর আগে মুক্তি পাওয়া ‘হঠাৎ বৃষ্টি’ ছবির ‘আমি জানতাম জানতাম আসবে’ গানটিতেই ফেরদৌসের সঙ্গে নাচবেন তিনি। শুক্রবার সকালে ফেসবুকে শ্রীলেখা লেখেন, ‘দেখা যাক আমরা এই ম্যাজিক রিক্রিয়েট করতে পারি কি না দুবাইয়ে। বেশি না, মোটে ২৩ বছর পর।’
১৮ ডিসেম্বরের এই ‘বিজয় উৎসবে’ কলকাতা থেকে শ্রীলেখা ছাড়াও থাকবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বাংলাদেশ থেকে থাকবেন ফেরদৌস, সাদিয়া ইসলাম মৌ, মমতাজ, পূর্ণিমা, সাকিব আল হাসান প্রমুখ।
‘বিজয় উৎসব’ আয়োজন করেছে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। আর আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়। ১৮ ডিসেম্বর স্থানীয় সময় বিকেল ৪টা থেকে শুরু হবে অনুষ্ঠান।
শুনুন ‘হঠাৎ বৃষ্টি’ ছবির জনপ্রিয় গান ‘আমি জানতাম জানতাম আসবে’:
চাকরিটা ছাড়তে চেয়েছিলাম, কিন্তু ছাড়তে দিল না।… এখানকার কোম্পানি বলল, ওদের একটা সিস্টার কনসার্ন আছে কলকাতায়। ওখানে জয়েন করতে। বলল, কলকাতা যেতে চাইছ, যাও কলকাতা। কিন্তু চাকরি ছাড়তে পারবে না।
সংলাপটি কি চেনা চেনা লাগে? বাসু চ্যাটার্জির ‘হঠাৎ বৃষ্টি’ ছবিতে ফেরদৌসের সংলাপ এটি। রাজস্থানের জয়সালমেরে পোস্টিং ছিল তাঁর। ওখানে কোম্পানির মালিক ও স্থানীয়দের গন্ডগোলের মধ্যে পড়ে চাকরিটা ছেড়ে দিতে চেয়েছিলেন ফেরদৌস, মানে ‘হঠাৎ বৃষ্টি’র অজিত। কিন্তু কোম্পানি তাঁকে চাকরিতে বহাল রেখে কলকাতায় পাঠায়।
কলকাতার নতুন অফিসে গিয়েই শ্রীলেখা মিত্রের সঙ্গে দেখা হয় ফেরদৌসের। বাবার অবর্তমানে শ্রীলেখাই তখন ওই অফিসের এমডি। শ্রীলেখার তত্ত্বাবধানে নতুন অফিসে কাজ শুরু হয় ফেরদৌসের। গল্পের একপর্যায়ে ফেরদৌস, মানে অজিতের প্রেমে পড়েন শ্রীলেখা, অর্থাৎ ছবির ‘প্রীতি’ চরিত্র।
‘হঠাৎ বৃষ্টি’ ছবিতে অজিত-দীপার গল্পের সঙ্গে সঙ্গে ফেরদৌস-শ্রীলেখার গল্পটিও দাগ কেটে আছে দর্শকের মনে। ছবিতে এই জুটির বিখ্যাত একটি গানও আছে ‘আমি জানতাম জানতাম আসবে/ হাসি হয়ে আকাশে ভাসবে’। এই গানে ফেরদৌস-শ্রীলেখার যে রসায়ন, তা এখনো দর্শককে টানে।
২৩ বছর পর আবার এই গানেই ফেরদৌসের সঙ্গে পারফর্ম করবেন শ্রীলেখা মিত্র। তা-ও সুদূর দুবাইয়ে!
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে দুবাইয়ে আয়োজিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ওই অনুষ্ঠানে আগামীকাল দেখা হবে ফেরদৌস-শ্রীলেখার। অনুষ্ঠানে তাঁরা একসঙ্গে পারফর্ম করবেন।
শ্রীলেখার ইচ্ছে, ২৩ বছর আগে মুক্তি পাওয়া ‘হঠাৎ বৃষ্টি’ ছবির ‘আমি জানতাম জানতাম আসবে’ গানটিতেই ফেরদৌসের সঙ্গে নাচবেন তিনি। শুক্রবার সকালে ফেসবুকে শ্রীলেখা লেখেন, ‘দেখা যাক আমরা এই ম্যাজিক রিক্রিয়েট করতে পারি কি না দুবাইয়ে। বেশি না, মোটে ২৩ বছর পর।’
১৮ ডিসেম্বরের এই ‘বিজয় উৎসবে’ কলকাতা থেকে শ্রীলেখা ছাড়াও থাকবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বাংলাদেশ থেকে থাকবেন ফেরদৌস, সাদিয়া ইসলাম মৌ, মমতাজ, পূর্ণিমা, সাকিব আল হাসান প্রমুখ।
‘বিজয় উৎসব’ আয়োজন করেছে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। আর আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়। ১৮ ডিসেম্বর স্থানীয় সময় বিকেল ৪টা থেকে শুরু হবে অনুষ্ঠান।
শুনুন ‘হঠাৎ বৃষ্টি’ ছবির জনপ্রিয় গান ‘আমি জানতাম জানতাম আসবে’:
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
৫ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১২ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১২ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১২ ঘণ্টা আগে