Ajker Patrika

মিতু হত্যা মামলায় চার্জ গঠনের শুনানি পেছাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
মিতু হত্যা মামলায় চার্জ গঠনের শুনানি পেছাল

চট্টগ্রামে মাহমুদা খানম মিতু হত্যা মামলায় নির্ধারিত তারিখে চার্জগঠন শুনানি হয়নি। আজ সোমবার পূর্ব নির্ধারিত তারিখে চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে মামলাটির চার্জ গঠন শুনানির দিন ধার্য ছিল। এ সময় আদালতে অন্য আসামিরা উপস্থিত থাকলেও বাবুল আক্তারকে নির্দিষ্ট সময়ের মধ্যে হাজির করা যায়নি। তাই চার্জ গঠন শুনানি পেছানো হয়। 

চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট প্রবীর কুমার ভট্টাচার্য্য আজকের পত্রিকাকে বলেন, নির্ধারিত দিনে আজ সোমবার দুপুর ১২টার পর আদালতে মিতু হত্যা মামলার কার্যক্রম শুরু হয়। এ সময় বিচারক আসামি বাবুল আক্তারের বিষয়ে জানতে চাইলে-পুলিশ হেফাজতে থাকা আসামিকে এখনো হাজির করা যায়নি বলে জানানো হয়। তিনি আরও বলেন, আমরা যোগাযোগ করে জানতে পেরেছি, আসামি বাবুল আক্তারকে নিয়ে পুলিশ এখনো পথে আছে। আমরা অনেকক্ষণ আসামি বাবুলের জন্য অপেক্ষা করি। পরে আসামিপক্ষের আইনজীবীরা চার্জ শুনানির সময় চেয়ে একটি আবেদন করেন। পরে আসামি বাবুল আক্তারের উপস্থিত না হওয়া এবং আসামিপক্ষের আইনজীবীদের সময়ের আবেদন সবকিছু বিবেচনায় নিয়ে পরে আদালত চার্জ গঠন শুনানি পিছিয়েছেন। 

আদালত ও মামলার নথি থেকে জানা গেছে, ২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে নগরীর জিইসি এলাকায় মাহমুদাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। পরদিন ৬ জুন মাহমুদার স্বামী বাবুল আক্তার বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। ডিবির হাত ঘুরে মামলাটি পরে পিবিআই এর হাতে আসে। ২০২১ সালে ১১ মে মামলার বাদী বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে এনে তাঁকে নিজেদের হেফাজতে নেয় পিবিআই চট্টগ্রাম কার্যালয়। পরদিন ১২ মে বুধবার পিবিআই প্রধান সংবাদ সম্মেলন করে বলেন, বাবুল নিজেই তাঁর স্ত্রী হত্যার সঙ্গে ‘জড়িত’। বাবুলের করা মামলাটিতে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলাটির তৎকালীন তদন্ত কর্মকর্তা পরিদর্শক সন্তোষ কুমার চাকমা। একইদিন বাবুলের শ্বশুর মোশাররফ হোসেন পাঁচলাইশ থানায় বাবুলকে প্রধান আসামি করে ৮ জনের নামে নতুন একটি হত্যা মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখানোর পর বাবুল বর্তমানে ফেনী কারাগারে রয়েছেন। 

২০২২ সালে ১০ অক্টোবর পিবিআই বাবুলকে প্রধান আসামি করে ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। এই অভিযোগপত্রের চার্জ গঠনের শুনানি ছিল আজ সোমবার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত