Ajker Patrika

মহেশখালীতে সৎছেলের কোদালের আঘাতে নারীর মৃত্যু

প্রতিনিধি
আপডেট : ০২ মে ২০২১, ২২: ১৭
মহেশখালীতে সৎছেলের কোদালের আঘাতে নারীর মৃত্যু

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে সৎছেলের কোদালের আঘাতে আহত মুর্শিদা বেগম (৪০) এক নারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সাতদিন চিকিৎসাধীন থাকার পর গতকাল শনিবার তাঁর মৃত্যু হয়।

মুর্শিদা বেগম কালারমারছড়ার পূর্ব গোদারপাড়া এলাকার বাসিন্দা আক্তার হোসেনের দ্বিতীয় স্ত্রী। হামলাকারী আব্দুল হান্নান আক্তার হোসেনের প্রথম স্ত্রীর সন্তান। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন হান্নান।

এ ঘটনায় আজ রোববার নিহতের ভাই জহির আলম বাদী হয়ে স্থানীয় ইউপি সদস্য আমির হোসেনসহ আটজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল রাত ২টার দিকে আক্তার হোসেনের দ্বিতীয় স্ত্রী মুর্শিদা বেগমের সঙ্গে প্রথম স্ত্রীর ছেলে আব্দুল হান্নানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কোদাল দিয়ে সৎমাকে আঘাত করেন হান্নান। গুরুতর আহত অবস্থায় মুর্শিদাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে সাতদিন চিকিৎসাধীন থাকার পর গতকাল শনিবার তিনি মারা যান।

এ ঘটনায় দায়ের করা মামলার আসামি ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আমির হোসেন বলেন, আমার ওয়ার্ডটি খুব বড়। এখানে সাড়ে ৬ হাজার ভোটার ও বেশকিছু পাহাড়ি এলাকা রয়েছে। যেখানে ঘটনা সংঘটিত হয়েছে সেখান থেকে আমার বাড়ির দূরত্ব দুই কিলোমিটার। এ মামলায় আমার রাজনৈতিক প্রতিপক্ষরা মিথ্যা তথ্য দিয়ে আমাকে আসামি করেছে। আমি এর সঠিক তদন্ত চাই।

মহেশখালী থানার ওসি আবদুল হাই জানান, এ ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। ঘাতক হান্নানকে ধরতে পুলিশের অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চায়, রহস্য কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত