Ajker Patrika

উনিশ বছর পর অপহরণ মামলায় দুই ভাইকে ১৪ বছর কারাদণ্ড

প্রতিনিধি, মহেশখালী (চট্টগ্রাম)
উনিশ বছর পর অপহরণ মামলায় দুই ভাইকে ১৪ বছর কারাদণ্ড

উনিশ বছর আগে এক কিশোরীকে অপহরণের মামলায় দুই ভাইকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল বুধবার বিকেলে এ রায় ঘোষণা করেন কক্সবাজার নারী নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোসলেহ উদ্দিন। এ মামলায় অভিযুক্ত আরও ৫ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্তরা হলেন, মহেশখালীর সিকদারপাড়া এলাকার মৃত সিরাজুল ইসলাম সওদাগরের ছেলে আবদুর রাজ্জাক (৪২) ও ডা. নুরুল আমিনের ছেলে আতা উল্লাহ (৪৩)। তাঁরা সম্পর্কে চাচাতো ভাই। 

এ বিষয়ে নারী নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বদিউল আলম সিকদার আজকের পত্রিকাকে বলেন, ২০০২ সালে কক্সবাজার সদর উপজেলার ধাওনখালী এলাকার এক কিশোরীকে অপহরণ করে ঢাকায় নিয়ে যান ওই দুজন। সেখানে কয়েক দিন রাখার পর আবার কক্সবাজার ফিরে আনেন। এর মধ্যে একদিন অপহৃত কিশোরীর চিৎকার শুনে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ এসে ওই কিশোরীকে উদ্ধার করে।

পরে কিশোরীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় সাজাপ্রাপ্ত দুই জনসহ আরও ৬-৭ জনের নাম উল্লেখ করা হয়। 

বদিউল আলম সিকদার আরও বলেন, তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। বিচারকার্য শেষে গতকাল রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণাকালে সাজাপ্রাপ্তরা আদালতে হাজির ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চায়, রহস্য কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত