Ajker Patrika

কক্সবাজারে যাত্রীবাহী বাস থেকে সাড়ে ৩ কেজি কোকেন জব্দ 

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে যাত্রীবাহী বাস থেকে সাড়ে ৩ কেজি কোকেন জব্দ 

পর্যটন নগরী কক্সবাজারে আসা একটি যাত্রীবাহী বাস থেকে এবার তিন কেজি ৪৮৫ গ্রাম কোকেন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। 

আজ শনিবার সকালে কক্সবাজার সদরের বাংলাবাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের অভিযান চালিয়ে এসব কোকেন উদ্ধার করা হয়। 

এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ‘কুষ্টিয়া থেকে যাত্রীবাহী বাসযোগে মাদকের বড় একটি চালান পাচারের খবর পায় বিজিবি। এ খবরে বিজিবির একটি দল কক্সবাজার সদরের বাংলাবাজার এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে কক্সবাজার শহরমুখী একটি বাস আসতে দেখে সন্দেহজনক মনে হলে বিজিবির সদস্যরা বাসটি থামার নির্দেশ দেয়। এ সময় সন্দেহজনক এক ব্যক্তি বাস থেকে লাফ দিয়ে কৌশলে পালিয়ে যায়।’ 

তিনি আরও বলেন, ‘পরে বাসটিতে তল্লাশি চালিয়ে একটি ব্যাগের ভেতর থেকে ৩ কেজি ৪৮৫ গ্রাম কোকেন উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা কোকেনগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে।’ 

এর আগে গত ৩ ও ১৭ নভেম্বর কুষ্টিয়া থেকে আসা দুইটি বাসে তল্লাশি করে ১০ কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত