Ajker Patrika

কক্সবাজারে যাত্রীবাহী বাস থেকে সাড়ে ৩ কেজি কোকেন জব্দ 

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে যাত্রীবাহী বাস থেকে সাড়ে ৩ কেজি কোকেন জব্দ 

পর্যটন নগরী কক্সবাজারে আসা একটি যাত্রীবাহী বাস থেকে এবার তিন কেজি ৪৮৫ গ্রাম কোকেন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। 

আজ শনিবার সকালে কক্সবাজার সদরের বাংলাবাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের অভিযান চালিয়ে এসব কোকেন উদ্ধার করা হয়। 

এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ‘কুষ্টিয়া থেকে যাত্রীবাহী বাসযোগে মাদকের বড় একটি চালান পাচারের খবর পায় বিজিবি। এ খবরে বিজিবির একটি দল কক্সবাজার সদরের বাংলাবাজার এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে কক্সবাজার শহরমুখী একটি বাস আসতে দেখে সন্দেহজনক মনে হলে বিজিবির সদস্যরা বাসটি থামার নির্দেশ দেয়। এ সময় সন্দেহজনক এক ব্যক্তি বাস থেকে লাফ দিয়ে কৌশলে পালিয়ে যায়।’ 

তিনি আরও বলেন, ‘পরে বাসটিতে তল্লাশি চালিয়ে একটি ব্যাগের ভেতর থেকে ৩ কেজি ৪৮৫ গ্রাম কোকেন উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা কোকেনগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে।’ 

এর আগে গত ৩ ও ১৭ নভেম্বর কুষ্টিয়া থেকে আসা দুইটি বাসে তল্লাশি করে ১০ কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত