Ajker Patrika

অনলাইনে রমরমা অফারে চোরাই মোটরসাইকেল বিক্রি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
অনলাইনে রমরমা অফারে চোরাই মোটরসাইকেল বিক্রি

মো. জাবেদকে (২৭) এলাকার সবাই চেনেন বাস চালক হিসাবে। নগরীর পতেঙ্গার মাইজপাড়া এলাকায় সপরিবারে বসবাস করেন তিনি। চট্টগ্রাম নগরীর বিভিন্ন রুটে সিটি বাস চালান তিনি। কিন্তু এটিই তাঁর একমাত্র পরিচয় নয়, চালকের পেশার আড়ালে তিনি মোটরসাইকেল চুরি করেন। তবে তিনি একা নন, তাঁদের সংঘবদ্ধ চক্রে আছে বেশ কয়েকজন। 

এ চক্রে জাবেদের কাজ মোটরসাইকেল মালিকের তথ্য সংগ্রহ, মোটরসাইকেলটি কোথায়, কি অবস্থায় থাকে, কীভাবে চুরি করতে হবে তা ঠিক করা। প্রতিদিন গাড়ি চালানো শেষে জাবেদ ঘুরে বেড়ান নগরীর বিভিন্ন মার্কেট, বাসা-বাড়ি, শপিংমল। কথা বলেন মোটরসাইকেল মালিক বা আশপাশের লোকজনের সঙ্গে। সে তথ্য পৌঁছে দেন চক্রের কাছে। তারপর পরিকল্পনা অনুযায়ী, বাসার বা মার্কেটের গ্রিল কেটে, মোটরসাইকেলের তালা ভেঙে মুহূর্তেই চুরি করে সেটি। 

যাত্রা পথে বা চুরির স্থানে কোন সিসিটিভি ক্যামেরা থাকলে সেটিকে পাশ কাটানো বা উল্টে দেওয়ার জন্য রাখা হয় বিশেষ একজনকে। চোরাই মোটরসাইকেল এনে রাখা হয় নির্দিষ্ট গ্যারেজে। এরপর সেখানে ইঞ্জিন, চেসিস নম্বর পরিবর্তন, রং পরিবর্তন, ভুয়া কাগজপত্র তৈরি সব করেন চক্রের আরেক সদস্য ইসমাইল। পরে বিক্রয় ডট কমসহ বিভিন্ন অনলাইন মার্কেটে কম দামে লোভনীয় অফারে এসব চোরাই মোটরসাইকেল বিক্রি করেন তারা। 

সবশেষ গত মাসে নগরীর পতেঙ্গা থেকে একটি মোটরসাইকেল চুরির পর সিসিটিভির ফুটেজের সাহায্যে ধরা পড়ে যান জাবেদ। 

পতেঙ্গা থানার পরিদর্শক তদন্ত মিজানুর রহমান বলেন, এরা অত্যন্ত শক্তিশালী একটি চক্র। দীর্ঘদিন ধরেই এভাবে মোটরসাইকেল চুরি করেছে। এ ঘটনায় জাবেদের হেফাজত থেকে মোটরসাইকেলটি উদ্ধার করেছি। এ ছাড়া আনোয়ারার একটি গ্যারেজ থেকে তাঁদের চুরি করা আরেকটি মোটরসাইকেলও আমরা থানায় এনেছি। এরা মূলত অনলাইনে দুই লাখ টাকার মোটরসাইকেল ২৫ থেকে ৩০ হাজার টাকায় অফার করত। ছাত্র, যুবকদের টার্গেট করে বিক্রি করত। 

মিজানুর রহমান আরও বলেন, আমরা এ চক্রের বাকিদের ধরার চেষ্টা করছি। তাই সবাইকে অনলাইনে গাড়ি কেনায় সতর্ক হওয়া প্রয়োজন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত