Ajker Patrika

শিশুকন্যাকে 'ধর্ষণচেষ্টা'র অভিযোগে পিতা আটক

প্রতিনিধি, মহেশখালী (কক্সবাজার) 
শিশুকন্যাকে 'ধর্ষণচেষ্টা'র অভিযোগে পিতা আটক

কক্সবাজারের মহেশখালীতে ১৩ বছর বয়সী শিশুকন্যাকে 'ধর্ষণচেষ্টা'র অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জুলাই) বেলা ১২টার দিকে শফি আলম (৪৫) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই বিষয়টি নিশ্চিত করেছেন। 

ওসি মো. আবদুল হাই জানান, ''মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে জাতীয় জরুরি সেবা '৯৯৯' নম্বরে ফোন করে একজন জানায়, মহেশখালীতে পিতা কর্তৃক ১৩ বছর বয়সী শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। অভিযোগটি জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার তাৎক্ষণিক মহেশখালী থানাকে অবহিত করে। এরই ধারাবাহিকতায় উপপরিদর্শক (এসআই) সেলিম রেজার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে।''

জানা যায়, ভুক্তভোগী শিশুটির মা বেঁচে নেই। যৌন নিপীড়নের বিষয়টি সে প্রথমে ভাইকে জানায়। পরে ভাই প্রতিবেশীদের জানালে আইনি সহায়তার জন্য এক প্রতিবেশী ৯৯৯ এ ফোন করেন। শিশুর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে, বাড়িতেই আছে। 

ওসি আবদুল হাই আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগীর ভাই গিয়াস উদ্দিন বাদী হয়ে পিতার বিরুদ্ধে 'ধর্ষণচেষ্টা'র অভিযোগে মামলা দায়ের করেছেন। বুধবার আদালতের মাধ্যমে অভিযুক্তকে কারাগারে পাঠানো হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চায়, রহস্য কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত