Ajker Patrika

নদীর ধারে মিলল স্বাভাবিক জীবনে ফেরা জলদস্যুর ক্ষতবিক্ষত মরদেহ

প্রতিনিধি, মহেশখালী (কক্সবাজার) 
আপডেট : ০১ জুলাই ২০২১, ১৩: ৩১
নদীর ধারে মিলল স্বাভাবিক জীবনে ফেরা জলদস্যুর ক্ষতবিক্ষত মরদেহ

মহেশখালীর মাতারবাড়ীর কোহেলিয়া নদী থেকে একরামুল হক (৩০) নামের এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার মধ্যরাতে স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। একরামুল কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন মহেশখালী থানার ওসি মো. আবদুল হাই।

স্থানীয় আবু বক্কর নামের এক যুবক বলেন, একরামুল আত্মস্বীকৃত একজন জলদস্যু ছিলেন। স্বাভাবিক জীবনে ফিরতে ২০১৯ সালের ২৩ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে ৯৬ জন জলদস্যু অস্ত্রসহ নিজেদের সমর্পণ করেন। একরামুল তাঁদেরই একজন। তিন মাস আগে জেল থেকে বেরিয়ে শণের ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছিলেন।

নিহতের মামা ও ইউপি সদস্য লিয়াকত আলীর দাবি, একরামুল আত্মসমর্পণ করায় এলাকার অনেক ডাকাত ক্ষিপ্ত ছিল। কিছুদিন আগে কবির ডাকাতকে ধরিয়ে দিয়েছিলেন একরাম। সেই রেশ ধরে সহযোগীরা তাকে হত্যা করে মরদেহ নদীতে ভাসিয়ে দিয়েছে।

মহেশখালী থানার ওসি মো. আবদুল হাই বলেন, `মাতারবাড়ীর কোহেলিয়া নদীর বেড়িবাঁধের পাশে স্থানীয়রা ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করি। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। চোখ দুটি উপড়ে ফেলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চায়, রহস্য কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত