Ajker Patrika

পুলিশের হেফাজত থেকে পালানো বাচ্চু ফের ইয়াবাসহ ধরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ২২: ২৫
পুলিশের হেফাজত থেকে পালানো বাচ্চু ফের ইয়াবাসহ ধরা

চট্টগ্রাম আদালত থেকে জেলহাজতে নেওয়ার পথে হাতকড়াসহ পালানো মাদক মামলার আসামি শামসুল হক বাচ্চু (৬০) আবারও ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন। আজ রোববার সকালে সীতাকুণ্ড উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) অতিরিক্ত সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, ‘সীতাকুণ্ডে আমাদের একটি চেকপোস্ট বসানো হয়েছিল। ওই চেকপোস্টে তল্লাশি কার্যক্রম চলাকালে আসামি শামসুল হক বাচ্চু ৩৭টি ইয়াবাসহ গ্রেপ্তার হন।’

এর আগে ৫ জানুয়ারি সন্ধ্যায় চট্টগ্রাম আদালতের জেলা সদর কোর্ট হাজতখানার পুলিশের হেফাজত থেকে পালিয়ে যান বাচ্চু। তিনি কুমিল্লার কোতোয়ালি মডেল থানার কালীরবাজার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এরপর ৪ জানুয়ারি যাত্রীবাহী বাসে তল্লাশি চলাকালে এক হাজার ইয়াবাসহ তিনি গ্রেপ্তার হয়েছিলেন চন্দনাইশ থানা-পুলিশের হাতে। গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ওই দিন সন্ধ্যা ৭টায় অন্য আসামিদের সঙ্গে বাচ্চুকেও প্রিজন ভ্যানে করে চট্টগ্রাম কারাগারে নিয়ে যাওয়ার সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াসহ পালিয়ে যান তিনি। ওই ঘটনায় চট্টগ্রাম জেলা পুলিশের সাত সদস্যকে প্রত্যাহার করা হয়।

এ ছাড়া জেলা সদর কোর্ট পুলিশ পরিদর্শক জাকের হোসাইন মাহমুদ বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় পলাতক বাচ্চুকে আসামি করে মামলা করেন। পাশাপাশি চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত