Ajker Patrika

মুহিবুল্লাহ হত্যার ঘটনায় সন্দেহভাজন আরও ২ জন আটক 

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১৫: ৫০
মুহিবুল্লাহ হত্যার ঘটনায় সন্দেহভাজন আরও ২ জন আটক 

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে আততায়ীদের গুলিতে নিহত রোহিঙ্গাদের শীর্ষ নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরও দুই রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি দল উপজেলার কুতুপালং রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে তাঁদের আটক করে। 

আটক রোহিঙ্গারা হলেন জিয়াউর রহমান ও আব্দুস সালাম। তাঁদের উখিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

১৪ এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে এ ঘটনায় তিন সন্দেহভাজন রোহিঙ্গাকে আটক করা হলো। এর আগে শুক্রবার দুপুর ১২ টার দিকে এপিবিএনের সদস্যরা মোহাম্মদ সলিম প্রকাশ লম্বা সলিমকে আটক করেছিল। 

১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক আজকের পত্রিকাকে বলেন, হত্যাকাণ্ডের পর রোহিঙ্গা শিবিরে পুলিশের অতিরিক্ত টহল বাড়ানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। 

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার রাতে রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই মৌলভি মোহাম্মদ হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা ২৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। 

বুধবার রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া শিবিরে নিজ অফিসে আততায়ীর গুলিতে খুন হন মুহিবুল্লাহ। এ হত্যাকাণ্ডের ঘটনায় মুহিবুল্লাহর ভাই প্রত্যাবাসন বিরোধীরাই এ ঘটনায় জড়িত বলে দাবি করেন। তিনি এ ঘটনায় তিন আরসা সদস্যের নামও বলেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

ইরানে সরকার উৎখাতের পরিকল্পনা জানত রাশিয়া, তেহরানে বিতর্ক তুঙ্গে

রেস্তোরাঁয় পিস্তল হাতে যুগলের খুনসুটি, ভিডিও ভাইরাল

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত