কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে আততায়ীদের গুলিতে নিহত রোহিঙ্গাদের শীর্ষ নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরও দুই রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি দল উপজেলার কুতুপালং রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
আটক রোহিঙ্গারা হলেন জিয়াউর রহমান ও আব্দুস সালাম। তাঁদের উখিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
১৪ এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে এ ঘটনায় তিন সন্দেহভাজন রোহিঙ্গাকে আটক করা হলো। এর আগে শুক্রবার দুপুর ১২ টার দিকে এপিবিএনের সদস্যরা মোহাম্মদ সলিম প্রকাশ লম্বা সলিমকে আটক করেছিল।
১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক আজকের পত্রিকাকে বলেন, হত্যাকাণ্ডের পর রোহিঙ্গা শিবিরে পুলিশের অতিরিক্ত টহল বাড়ানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার রাতে রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই মৌলভি মোহাম্মদ হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা ২৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া শিবিরে নিজ অফিসে আততায়ীর গুলিতে খুন হন মুহিবুল্লাহ। এ হত্যাকাণ্ডের ঘটনায় মুহিবুল্লাহর ভাই প্রত্যাবাসন বিরোধীরাই এ ঘটনায় জড়িত বলে দাবি করেন। তিনি এ ঘটনায় তিন আরসা সদস্যের নামও বলেছেন।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে আততায়ীদের গুলিতে নিহত রোহিঙ্গাদের শীর্ষ নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরও দুই রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি দল উপজেলার কুতুপালং রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
আটক রোহিঙ্গারা হলেন জিয়াউর রহমান ও আব্দুস সালাম। তাঁদের উখিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
১৪ এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে এ ঘটনায় তিন সন্দেহভাজন রোহিঙ্গাকে আটক করা হলো। এর আগে শুক্রবার দুপুর ১২ টার দিকে এপিবিএনের সদস্যরা মোহাম্মদ সলিম প্রকাশ লম্বা সলিমকে আটক করেছিল।
১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক আজকের পত্রিকাকে বলেন, হত্যাকাণ্ডের পর রোহিঙ্গা শিবিরে পুলিশের অতিরিক্ত টহল বাড়ানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার রাতে রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই মৌলভি মোহাম্মদ হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা ২৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া শিবিরে নিজ অফিসে আততায়ীর গুলিতে খুন হন মুহিবুল্লাহ। এ হত্যাকাণ্ডের ঘটনায় মুহিবুল্লাহর ভাই প্রত্যাবাসন বিরোধীরাই এ ঘটনায় জড়িত বলে দাবি করেন। তিনি এ ঘটনায় তিন আরসা সদস্যের নামও বলেছেন।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
১৫ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫