Ajker Patrika

থাইল্যান্ডে বৌদ্ধভিক্ষুর বেশধারী সাত বাংলাদেশি গ্রেপ্তার

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৪: ৫৮
থাইল্যান্ডে বৌদ্ধভিক্ষুর বেশধারী সাত বাংলাদেশি গ্রেপ্তার

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় সোংখলা প্রদেশে বৌদ্ধভিক্ষুর বেশধারী সাত বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাংলাদেশি নাগরিকেরা ইমিগ্রেশন-সংক্রান্ত যাচাই-বাছাই এড়াতে বৌদ্ধভিক্ষুর বেশ ধরেছিলেন। থাইল্যান্ডের গণমাধ্যম দ্য থাইগার গতকাল রোববার এ তথ্য জানায়।

দ্য থাইগারের প্রতিবেদনে বলা হয়, বেনামি সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে থাইল্যান্ডের সোংখলা ইমিগ্রেশন ও হাট ইয়াই ট্যুরিস্ট পুলিশ যৌথ অভিযান চালিয়ে এই সাত ব্যক্তিকে গ্রেপ্তার করে। 

থাই কর্তৃপক্ষ বলছে, গ্রেপ্তার সাত ব্যক্তির সবাই পুরুষ। তাঁরা মালয়েশিয়া যেতে চেয়েছিলেন। তাঁদের সবার মাথা কামানো। পরনে ছিল বৌদ্ধভিক্ষুর পোশাক। স্থানীয় লোকজনের সঙ্গে মিশে যাওয়া ও কর্তৃপক্ষের চোখ এড়াতে তাঁরা এই কৌশল নিয়েছিলেন। এই দলের নেতৃত্বে ছিলেন ৪৬ বছর বয়সী রুপদাহ। তিনি তাঁর অপরাধের কথা স্বীকার করেছেন।  

প্রতিবেদনে বলা হয় কর্তৃপক্ষ জানতে পেরেছে, দলটি বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে থাইল্যান্ডে প্রবেশ করে। 

এই সাতজনের বিরুদ্ধে অবৈধভাবে থাইল্যান্ডে প্রবেশের অভিযোগ আনা হয়েছে। তাঁদেরকে বর্তমানে হাত ইয়াই থানায় নিয়ে রাখা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে প্রক্রিয়া শুরু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত