Ajker Patrika

ব্যভিচার-সমকামিতার দায়ে আফগানিস্তানে ১২ জনকে প্রকাশ্যে দোররা

ব্যভিচার-সমকামিতার দায়ে আফগানিস্তানে ১২ জনকে প্রকাশ্যে দোররা

আফগানিস্তানে শরিয়াহ আইনে ১২ জনকে প্রকাশ্যে দোররা মারা হয়েছে। তাদের মধ্যে ৩ নারীও রয়েছেন। বুধবার (২৩ নভেম্বর) দেশটির লোগার প্রদেশে এ ঘটনা ঘটে। 

বিবিসির খবরে বলা হয়, বিভিন্ন অপরাধের শাস্তি হিসেবে ১২ জনকে একটি ফুটবল স্টেডিয়ামে দোররা মারা হয়। ওই সময় স্টেডিয়ামটিতে কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। 

তালেবানের এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, অভিযুক্তরা ‘নৈতিক অপরাধ’ করেছেন। ১২ জনের মধ্যে কেউ ব্যভিচার, কেউ ডাকাতি ও কেউ সমকামিতার অভিযোগে অভিযুক্ত হওয়ার পর শাস্তি দেওয়া হয়েছে। 

তালেবান মুখপাত্র মানসুর মুজাহিদ বলেন, ‘দোররা মারার পর তিন নারীর সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। পুরুষদের মধ্যে কয়েকজনকে কারাগারে নেওয়া হয়েছে।’ তবে কতজনকে কারাগারে নেওয়া হয়েছে তা নিশ্চিত করেননি তিনি। 

তালেবানের আরেক কর্মকর্তা জানান, ‘অভিযুক্তদের সর্বনিম্ন ২১ থেকে সর্বোচ্চ ৩৯ বার দোররা মারা হয়েছে।’ 

এ নিয়ে চলতি মাসে দেশটিতে দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে দোররা মারার ঘটনা ঘটল। এর আগে গত সপ্তাহে উত্তরাঞ্চলীয় তাখার প্রদেশে ১৯ জনকে একইভাবে শাস্তি দেওয়া হয়। 

তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা সম্প্রতি দেশটির বিচার বিভাগে পূর্ণ শরিয়া আইন জারির নির্দেশ দেন। তাঁর এ নির্দেশের পরিপ্রেক্ষিতেই শরিয়াহ আইনে বিচার কার্যক্রম চলার ইঙ্গিত মিলেছে। 

শরিয়াহ আইনে প্রকাশ্যে মৃত্যুদণ্ড, অঙ্গছেদ এবং পাথর নিক্ষেপের বিধান রয়েছে। ১৯৯৬ থেকে ২০০১ সালে আফগানিস্তানে তালেবান শাসন ছিল। তখন দেশটিতে দোররা মারা, পাথর ছুড়ে মারা, অঙ্গচ্ছেদের শাস্তি দেওয়া হতো। ২০২১ সালে আবারও আফগানিস্তানে ক্ষমতায় এসেছে তালেবান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত