থাইল্যান্ডে দুই বছর বয়সী মেয়ে ও দুই শিশুপুত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তি মোট পাঁচ শিশুসন্তানকে হত্যা করেছেন বলে তথ্য পেয়েছে পুলিশ।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে রান্নাঘরের মেঝে খুঁড়ে দুই বছর বয়সী মেয়ের মৃতদেহ উদ্ধারের পর পুলিশ সন্দেহ করছে, অভিযুক্ত সঙসাক সঙস্যাঙ তাঁর আগের সংসারের দুই শিশুপুত্রকেও হত্যা করেছেন। সঙসাকের এক স্ত্রী জানিয়েছেন, তিনি এর আগে আরও দুই শিশুপুত্রকে হত্যা করেছেন।
সঙসাকের বরাত দিয়ে পুলিশ বলেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ এবং শিশুর কান্নার শব্দ সহ্য করতে পারেন না। এ কারণেই সন্তানদের হত্যা করেছেন।
দুই বছর বয়সী মেয়েকে হত্যার দায়ে সঙসাকের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আগের সংসারের দুটি ছেলেকে হত্যা করার দায়ে তাঁর সাবেক স্ত্রীর বিরুদ্ধেও অভিযোগ গঠন করা হয়েছে। তাঁদের তিনজনকেই গ্রেপ্তার করা হয়েছে। সঙসাক চার বিয়ে করেছেন।
চলতি মাসের শুরুতে পুলিশ ব্যাংককের বাং খেন এলাকায় গৃহ নির্যাতন সংঘটিত হচ্ছে বলে সন্দেহ করছিল। সঙসাকের প্রতিবেশীরা অভিযোগ করেন, তাঁর ১২ ও ৪ বছরের দুই মেয়ে শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে। অভিযোগ পেয়ে পুলিশ মা–বাবার অনুপস্থিতিতে দুই মেয়েকে বাড়ি থেকে উদ্ধার করে।
১২ বছর বয়সী মেয়ে পুলিশকে জানায়, তাঁদের মা–বাবা তাঁর দুই বছর বয়সী বোনকে পিটিয়ে হত্যা করেছেন। গত সপ্তাহে তাঁর সাহায্যে পুলিশ থাইল্যান্ডের উত্তর–পশ্চিম অঞ্চলে তাঁদের বাড়ির রান্নাঘরের মেঝেতে পুঁতে রাখা লাশ উদ্ধার করে।
১০ বছর আগে পুলিশ সঙসাকের তৃতীয় সংসারের আরও দুই সন্তানের মৃতদেহ উদ্ধার করে। থাইল্যান্ডের পুলিশ সে দুই সন্তানকে হত্যার জন্যও সঙসাককে অভিযুক্ত করেছে।
সঙসাক মোট চার শিশুপুত্রকে হত্যা করেছেন বলে তাঁর তৃতীয় স্ত্রী দাবি করেছেন। এক কন্যা ও দুই শিশুপুত্রের লাশ পাওয়া গেছে। বাকি দুই শিশুর লাশ সমাহিত করার স্থান পুলিশকে জানিয়েছেন সঙসাকের তৃতীয় স্ত্রী।
পুলিশের ধারণা, অন্য দুই শিশুকে যেখানে সমাহিত করা হয়েছে সেখানে এখন পেট্রল স্টেশন রয়েছে।
থাইল্যান্ডে দুই বছর বয়সী মেয়ে ও দুই শিশুপুত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তি মোট পাঁচ শিশুসন্তানকে হত্যা করেছেন বলে তথ্য পেয়েছে পুলিশ।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে রান্নাঘরের মেঝে খুঁড়ে দুই বছর বয়সী মেয়ের মৃতদেহ উদ্ধারের পর পুলিশ সন্দেহ করছে, অভিযুক্ত সঙসাক সঙস্যাঙ তাঁর আগের সংসারের দুই শিশুপুত্রকেও হত্যা করেছেন। সঙসাকের এক স্ত্রী জানিয়েছেন, তিনি এর আগে আরও দুই শিশুপুত্রকে হত্যা করেছেন।
সঙসাকের বরাত দিয়ে পুলিশ বলেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ এবং শিশুর কান্নার শব্দ সহ্য করতে পারেন না। এ কারণেই সন্তানদের হত্যা করেছেন।
দুই বছর বয়সী মেয়েকে হত্যার দায়ে সঙসাকের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আগের সংসারের দুটি ছেলেকে হত্যা করার দায়ে তাঁর সাবেক স্ত্রীর বিরুদ্ধেও অভিযোগ গঠন করা হয়েছে। তাঁদের তিনজনকেই গ্রেপ্তার করা হয়েছে। সঙসাক চার বিয়ে করেছেন।
চলতি মাসের শুরুতে পুলিশ ব্যাংককের বাং খেন এলাকায় গৃহ নির্যাতন সংঘটিত হচ্ছে বলে সন্দেহ করছিল। সঙসাকের প্রতিবেশীরা অভিযোগ করেন, তাঁর ১২ ও ৪ বছরের দুই মেয়ে শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে। অভিযোগ পেয়ে পুলিশ মা–বাবার অনুপস্থিতিতে দুই মেয়েকে বাড়ি থেকে উদ্ধার করে।
১২ বছর বয়সী মেয়ে পুলিশকে জানায়, তাঁদের মা–বাবা তাঁর দুই বছর বয়সী বোনকে পিটিয়ে হত্যা করেছেন। গত সপ্তাহে তাঁর সাহায্যে পুলিশ থাইল্যান্ডের উত্তর–পশ্চিম অঞ্চলে তাঁদের বাড়ির রান্নাঘরের মেঝেতে পুঁতে রাখা লাশ উদ্ধার করে।
১০ বছর আগে পুলিশ সঙসাকের তৃতীয় সংসারের আরও দুই সন্তানের মৃতদেহ উদ্ধার করে। থাইল্যান্ডের পুলিশ সে দুই সন্তানকে হত্যার জন্যও সঙসাককে অভিযুক্ত করেছে।
সঙসাক মোট চার শিশুপুত্রকে হত্যা করেছেন বলে তাঁর তৃতীয় স্ত্রী দাবি করেছেন। এক কন্যা ও দুই শিশুপুত্রের লাশ পাওয়া গেছে। বাকি দুই শিশুর লাশ সমাহিত করার স্থান পুলিশকে জানিয়েছেন সঙসাকের তৃতীয় স্ত্রী।
পুলিশের ধারণা, অন্য দুই শিশুকে যেখানে সমাহিত করা হয়েছে সেখানে এখন পেট্রল স্টেশন রয়েছে।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৩ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৬ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৭ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫