Ajker Patrika

মহিষ চুরির মামলায় ৫৮ বছর পর ভিনরাজ্য থেকে বৃদ্ধ গ্রেপ্তার

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৭: ৪৮
মহিষ চুরির মামলায় ৫৮ বছর পর ভিনরাজ্য থেকে বৃদ্ধ গ্রেপ্তার

ভারতের দক্ষিণাঞ্চলের কর্ণাটক রাজ্যে ১৯৬৫ সালে দুটি মহিষ ও একটি বাছুর চুরির অভিযোগে ৭৮ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিবিসির প্রতিবেদন অনুসারে, মহিষ চুরিতে অভিযুক্ত গণপতি ভিত্তাল ওয়াগোরকে ৫৮ বছর আগে সহযোগী কৃষ্ণ চন্দরসহ প্রথম গ্রেপ্তার করা হয়েছিল। তখন তাঁর বয়স ছিল ২০ বছর।

পুলিশ বলছে, জামিনে মুক্তি পাওয়ার পর তাঁদের আর খুঁজে পাওয়া যায়নি। তাঁর সঙ্গে অভিযুক্ত কৃষ্ণ ২০০৬ সালে মারা গেছেন। 

গত সপ্তাহে গণপতিকে আবার গ্রেপ্তারের পর আদালত বয়স বিবেচনায় জামিন দিয়েছে। 

এ মামলা বহু বছর আগেই ফাইল চাপা পড়ে ছিল। কিন্তু কয়েক সপ্তাহ আগে পুলিশ অসম্পূর্ণ তদন্তের পুরোনো সব ফাইল বের করে তদন্ত শেষ করার সিদ্ধান্ত নিলে গণপতির মামলাটি উঠে আসে। পুলিশ তখন অভিযুক্তকে খুঁজে বের করার শেষ চেষ্টা করার সিদ্ধান্ত নেয়।

ভারতের কর্ণাটক রাজ্যের বিদার জেলায় এ চুরির ঘটনা ঘটেছিল। দুবারই গণপতিকে পার্শ্ববর্তী রাজ্য মহারাষ্ট্রের গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলে, গণপতি ও অপর অভিযুক্ত ব্যক্তি কৃষ্ণ চন্দর ১৯৬৫ সালে পশুগুলো চুরি করার কথা স্বীকার করেন। তাঁদের স্থানীয় আদালতে হাজির করা হলে, আদালত তাঁদের শর্তসাপেক্ষে জামিন দেন।

তবে, মুক্তির পর তাঁরা হাজিরা দেওয়া বন্ধ করে দেন। বিদার থেকে পুলিশ কর্ণাটক ও মহারাষ্ট্রের গ্রামে গ্রামে তাঁদের খোঁজে গেলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। তাঁরা মহারাষ্ট্রে কৃষিশ্রমিক হিসেবে কাজ করতেন। 

গত মাসে এ মামলা নিয়ে আবার তদন্ত শুরু হয়। বিদার জেলার পুলিশ প্রধান চেন্নাবাসাভান্না লাঙ্গোটি বলেন, ‘আমার সহকর্মীরা তাঁর গ্রামে খোঁজ নেওয়া শুরু করেন। সেখানে এক নারী জানান, গণপতি বেঁচে আছেন।’ ওই নারী তাঁদের মহারাষ্ট্রের থাকালাগাঁও নামের এক গ্রামের কথা বলেন। 

পুলিশ সে গ্রামে গিয়ে খোঁজ নিলে গ্রামের বাসিন্দারা জানায়, স্থানীয় মন্দিরে গণপতি নামের এক ব্যক্তি থাকেন। মন্দিরে গিয়েই পাওয়া যায় তাঁকে।

পুলিশের কাছে ধরা দিয়ে গণপতি বলেন, ‘তিনি আদালতে যেতে খুব ভয় পেয়েছিলেন।’ পরে তাঁকে কর্ণাটকে ফিরিয়ে এনে আদালতে হাজির করা হলে আদালত জামিন দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত