Ajker Patrika

জাপানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় ছুরি হামলা, আহত ৩

আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৩: ৪০
জাপানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় ছুরি হামলা, আহত ৩

জাপানের রাজধানী টোকিওতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলাকালীন ছুরি হামলার ঘটনার তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন। আজ শনিবার এই হামলার ঘটনা ঘটে। 

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের প্রতিবেদনে বলা হয়, শিক্ষার্থীরা তাদের ভর্তি পরীক্ষা দিতে জড়ো হওয়ার পর একজন শিক্ষার্থী ছুরি হামলা চালান।  

জাপানি সংবাদমাধ্যম আসাহির প্রতিবেদনে বলা হয়, ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।  

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চলতি বছর প্রায় পাঁচ লাখ শিক্ষার্থী জাপানের বিভিন্ন শহরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন। 

টোকিও মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়, তারা তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার ও হামলা সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারবে না। 

ছুরি হামলার ঘটনা জাপানে খুবই সাধারণ। গত অক্টোবরে জোকার সেজে টোকিওতে সাবওয়ে ট্রেনে হামলা চালানো হয়। ওই হামলায় ১৭ জন আহত হন। এর কয়েক মাস আগে টোকিওর একটি কমিউটার ট্রেনে ছুরি হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত