Ajker Patrika

দুজন গ্রেপ্তার, বাকিদের ধরতে চিঠি যাবে ইন্টারপোলে

সুনামগঞ্জ প্রতিনিধি
Thumbnail image

মানব পাচারকারী চক্রের খপ্পরে পড়ে ইতালি যাওয়ার পথে লিবিয়ায় এক তরুণের মৃত্যুর ঘটনার মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে সুনামগঞ্জের জগন্নাথপুর থানা-পুলিশ।

গতকাল সোমবার পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সাইদ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, জগন্নাথপুর উপজেলার আবুল মিয়ার লিবিয়াপ্রবাসী ছেলে আলী হোসেনের মাধ্যমে প্রলুব্ধ হয়ে ১৯ লাখ টাকার চুক্তিতে শ্রীধরপাশা গ্রামের তরিকুল ইসলাম তাঁর ছেলে একুয়ান ইসলামকে (১৯) বিদেশে পাঠান। তিন মাস পর গত শুক্রবার লাশ হয়ে বাড়ি ফেরেন একুয়ান ইসলাম। অথচ তাঁর যাওয়ার কথা ছিল ইতালি। এ ঘটনায় তরিকুল ইসলাম বাদী হয়ে চারজনের নাম জগন্নাথপুর থানায় মানব পাচার ও হত্যা মামলা করেন। মামলার আসামিরা হলেন জগন্নাথপুর উপজেলার শ্রীদরপাশা গ্রামের আবুল মিয়া (৫০), আছমা বেগম (৪০), আলী হোসেন (২৫) ও সালেহ আহমদ (৪৫)। আবুল মিয়া ও আছমা বেগমকে হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে একটি ভ্যানিটি ব্যাগ, ব্যাগে রাখা ৪ লাখ ১৫ হাজার ৫০০ টাকা, সাতটি মোবাইল ফোনসেট, একটি এটিএম কার্ড, দুটি চেক ও একটি পাসপোর্ট জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ বলেন, ‘এই মানবপাচারকারী চক্রের সঙ্গে আন্তর্জাতিক একটি চক্র জড়িত রয়েছে ঘটনার সঙ্গে আরও যাঁরা বিদেশে অবস্থান করছে তাদের গ্রেপ্তারের বিষয়ে আমরা পুলিশ সদর দপ্তরের মাধ্যমে ইন্টারপোলের কাছে পত্র লিখব।’

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আহমদ, জগন্নাথপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুভাশিষ ধর ও জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত