Ajker Patrika

বেতন দিতে গিয়ে খুন হলেন বাড়ির মালিক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৩: ১৭
Thumbnail image

নগরের খুলশী থানার জালালাবাদে নির্মাণাধীন একটি ভবনের নিচতলা থেকে গতকাল সোমবার মালিকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন ভবনটির নিরাপত্তাকর্মী মো. হাসান পলাতক রয়েছেন।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম নেজাম পাশা (৬৫)। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাদির বাপের বাড়ির বাসিন্দা। গত রোববার বিকেলে কর্মচারীদের বেতন দেওয়ার জন্য তিনি নির্মাণাধীন ওই ভবনে গিয়েছিলেন।

এ ঘটনায় খুলশী থানায় মামলা করেছে নিহতের পরিবার। মামলার তদন্ত কর্মকর্তা খুলশী থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, ভোর ৫টায় ওই ব্যক্তিকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর মাথা ও পিঠে আঘাতের চিহ্ন আছে। ভবনটির নিরাপত্তারক্ষীকে পাওয়া যাচ্ছে না। তাঁকে ধরতে অভিযান চলছে।

নিহতের ভাতিজা মো. মুরাদ বলেন, মো. হাসান নামের এক যুবককে নির্মাণাধীন ভবনটির নিরাপত্তার দায়িত্ব দিয়েছিলেন তাঁর চাচা। রোববার বেতন দিতে গিয়ে সম্ভবত কোনো অনিয়ম দেখে ক্ষুব্ধ হন তিনি। এই কারণে হয়তো পানির সঙ্গে চেতনানাশক কিছু খাইয়ে অচেতন করে হাত-পা বেঁধে আঘাত করে হত্যা করা হয় তাঁকে।

খুলশী থানার পরিদর্শক (তদন্ত) আফতাব হোসাইন বলেন, নিরাপত্তাকর্মী হাসান ভবনটির কিছু নির্মাণকাজের ঠিকাদারি নিতে চেয়েছিলেন বলে জানা গেছে। এতে মালিক রাজি হননি। এ কারণে মালিকের ওপর ক্ষুব্ধ ছিলেন হাসান। পরে এ নিয়ে হাসান বাড়াবাড়ি করলে তাঁকে চাকরিচ্যুত করারও হুমকি দেন মালিক নেজাম পাশা। হত্যার পেছনে এর কোনো যোগসূত্র থাকতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত