ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুরে অতিদরিদ্রদের জন্য গৃহীত কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের তদারকি (ট্যাগ) কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। কার্যাদেশ অনুযায়ী অধিকাংশ প্রকল্পের কাজ এখনো শুরু হয়নি। আবার যেগুলো শুরু হয়েছে সেখানে তদারকি কর্মকর্তারা দেখভাল করছেন না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তবে কর্মকর্তাদের দাবি, যথাসময়ে চিঠি না পাওয়ায় প্রকল্পের কাজের খোঁজখবর নিতে পারেননি তাঁরা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১২টি ইউনিয়নে ৫৫টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। ৪০ দিন চলবে এ কাজ। এতে ২ হাজার ৮১৪ জন সুবিধাভোগী শ্রমিকের বিপরীতে ৪ কোটি ৫৩ লাখ ২৪ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
সব প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে একজন করে তদারকি কর্মকর্তা নিয়োগ দিয়েছেন প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। কিন্তু এসব তদারকি কর্মকর্তা তাঁদের দায়িত্ব পালন করছেন না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
কুলকান্দী ইউনিয়নের চারটি প্রকল্প তদারকি কর্মকর্তার দায়িত্বে রয়েছেন উপজেলার সমবায় কর্মকর্তা মিলন কান্তি সাহা। কিন্তু কখনো তাঁকে প্রকল্পে আসতে দেখা যায়নি। এ বিষয়ে কুলকান্দী ইউনিয়নের বাসিন্দা উসমান গণি ও নাজমা বেগম বলেন, ‘তদারকি কর্মকর্তাকে প্রকল্পে আসতে দেখা যায় না কখনো।’ বেলগাছা ইউনিয়নের সিন্দুরতলী গ্রামের বাসিন্দা হাইবর আলী বলেন, ‘তদারকি কর্মকর্তা প্রকল্পে না আসায় আমরা তাঁকে চিনিও না।’ এমন অভিযোগ করেন বিভিন্ন এলাকার উপকারভোগীরা।
এ দিকে অভিযুক্ত তদারকি কর্মকর্তা মিলন কান্তি সাহা, আইয়ুব আলী, মনিরুল ইসলামসহ অনেকেই জানান, প্রকল্প দেখভালের চিঠি তাঁরা যথাসময়ে পাননি। এ কারণে কোনো প্রকল্পের কাজ দেখতে যেতে পারেননি।
অন্যদিকে প্রকল্প বাস্তবায়নে মাঠপর্যায়ে তদারকির দায়িত্বে থাকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. মামুনার রশিদ বলেন, প্রকল্পের কাজ দেখভাল করতে যথাসময়ে তদারকি কর্মকর্তাদের অবগত করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. তানভীর হাসান রুমান বলেন, তদারকি কর্মকর্তারা প্রকল্পের কাজ যেন যথাযথভাবে তদারকি করে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
উপজেলা চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল বলেন, ‘প্রকল্পের সংশ্লিষ্টরা দুর্বৃত্ত হওয়ায় তদারকি কর্মকর্তাদের তাঁরা পাত্তা দেয় না। এ কারণেই সম্ভবত প্রকল্পের কাজ যথাযথভাবে দেখভাল করতে পারছেন না তদারকি কর্মকর্তারা।’
জামালপুরের ইসলামপুরে অতিদরিদ্রদের জন্য গৃহীত কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের তদারকি (ট্যাগ) কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। কার্যাদেশ অনুযায়ী অধিকাংশ প্রকল্পের কাজ এখনো শুরু হয়নি। আবার যেগুলো শুরু হয়েছে সেখানে তদারকি কর্মকর্তারা দেখভাল করছেন না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তবে কর্মকর্তাদের দাবি, যথাসময়ে চিঠি না পাওয়ায় প্রকল্পের কাজের খোঁজখবর নিতে পারেননি তাঁরা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১২টি ইউনিয়নে ৫৫টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। ৪০ দিন চলবে এ কাজ। এতে ২ হাজার ৮১৪ জন সুবিধাভোগী শ্রমিকের বিপরীতে ৪ কোটি ৫৩ লাখ ২৪ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
সব প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে একজন করে তদারকি কর্মকর্তা নিয়োগ দিয়েছেন প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। কিন্তু এসব তদারকি কর্মকর্তা তাঁদের দায়িত্ব পালন করছেন না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
কুলকান্দী ইউনিয়নের চারটি প্রকল্প তদারকি কর্মকর্তার দায়িত্বে রয়েছেন উপজেলার সমবায় কর্মকর্তা মিলন কান্তি সাহা। কিন্তু কখনো তাঁকে প্রকল্পে আসতে দেখা যায়নি। এ বিষয়ে কুলকান্দী ইউনিয়নের বাসিন্দা উসমান গণি ও নাজমা বেগম বলেন, ‘তদারকি কর্মকর্তাকে প্রকল্পে আসতে দেখা যায় না কখনো।’ বেলগাছা ইউনিয়নের সিন্দুরতলী গ্রামের বাসিন্দা হাইবর আলী বলেন, ‘তদারকি কর্মকর্তা প্রকল্পে না আসায় আমরা তাঁকে চিনিও না।’ এমন অভিযোগ করেন বিভিন্ন এলাকার উপকারভোগীরা।
এ দিকে অভিযুক্ত তদারকি কর্মকর্তা মিলন কান্তি সাহা, আইয়ুব আলী, মনিরুল ইসলামসহ অনেকেই জানান, প্রকল্প দেখভালের চিঠি তাঁরা যথাসময়ে পাননি। এ কারণে কোনো প্রকল্পের কাজ দেখতে যেতে পারেননি।
অন্যদিকে প্রকল্প বাস্তবায়নে মাঠপর্যায়ে তদারকির দায়িত্বে থাকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. মামুনার রশিদ বলেন, প্রকল্পের কাজ দেখভাল করতে যথাসময়ে তদারকি কর্মকর্তাদের অবগত করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. তানভীর হাসান রুমান বলেন, তদারকি কর্মকর্তারা প্রকল্পের কাজ যেন যথাযথভাবে তদারকি করে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
উপজেলা চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল বলেন, ‘প্রকল্পের সংশ্লিষ্টরা দুর্বৃত্ত হওয়ায় তদারকি কর্মকর্তাদের তাঁরা পাত্তা দেয় না। এ কারণেই সম্ভবত প্রকল্পের কাজ যথাযথভাবে দেখভাল করতে পারছেন না তদারকি কর্মকর্তারা।’
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
২ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৫ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৬ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫