বদরুল ইসলাম মাসুদ, বান্দরবান
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা যেন মাদক চোরাকারবারিদের স্বর্গরাজ্য। বিদেশি মদের বোতল, বিদেশি সিগারেট এমনকি দেশীয় (চোলাই) মদও নিয়মিত পাচার হচ্ছে। এসব মাদক পাচারের জন্য সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা এবং মাইক্রোবাস পর্যন্ত ব্যবহার করছে চোরাকারবারিরা।
বান্দরবান জেলা পুলিশের তথ্য মতে, গত ১৪ সেপ্টেম্বর থেকে চলতি মাসের ১৩ অক্টোবর পর্যন্ত এক মাসে শুধু নাইক্ষ্যংছড়ি উপজেলায় পুলিশ ১০টি অভিযান চালিয়ে চার হাজার ৪১০ প্যাকেট সিগারেট, ১৯৪ বোতল বিদেশি মদ এবং ১৪০ লিটার দেশীয় চোলাই মদ জব্দ করেছে। এ পাচারের সঙ্গে জড়িত থাকার দায়ে মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া পাচারের কাজে ব্যবহৃত একটি মাইক্রো, তিনটি সিএনজিচালিত এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করে পুলিশ।
বান্দরবানের পুলিশ সুপার (এসপি) মো. তারিকুল ইসলাম বলেন, নাইক্ষ্যংছড়িতে গত এক মাসে পুলিশ ঘুমধুমে সাতটি, সোনাইছড়িতে দুটি এবং বাইশারী ইউনিয়নে একটিসহ মোট ১০টি অভিযান চালায়। এসব অভিযানে মাদক পাচারে জড়িত থাকার দায়ে মোট ১২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া আরও দুজন পালিয়ে যায়। প্রত্যেকটি অভিযানে জব্দ মাদকদ্রব্য, ব্যবহৃত গাড়িসহ গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
তবে এসব অভিযানের বেশির ভাগই নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ঘুমধুম-উখিয়া সড়কের টিভি টাওয়ার এলাকার ইয়াহিয়া গার্ডেনসংলগ্ন প্রবেশমুখে চালানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্র মতে, ইয়াহিয়া গার্ডেন এলাকাটি মাদকদ্রব্য পাচারকারীদের ‘নিরাপদ রুট’-এ পরিণত হয়েছে।
পুলিশ সুপারের দপ্তর ও নাইক্ষ্যংছড়ি থানা সূত্রে জানা যায়, সবশেষ গত ১৩ অক্টোবর ঘুমধুম ও সোনাইছড়ি পুলিশ ফাঁড়ি পৃথক দুটি অভিযানে ১১০ বোতল বিদেশি মদ ও ৪১০ প্যাকেট বিদেশি সিগারেট জব্দ করে। এ সময় দুই পাচারকারীকে গ্রেপ্তার করা গেলেও আরও দুজন পালিয়ে যায়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা আটক করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানা সূত্র মতে, ১৩ অক্টোবর দুপুরে সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনির হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা সোনাইছড়ির রেজু হেডম্যান চাকমাপাড়া এলাকায় অভিযান চালিয়ে নুর হোসেন (৩৪) ও আবদুল্লাহ (২৬) নামে দুই পাচারকারীকে গ্রেপ্তার করেন। তাঁদের কাছ থেকে ৪১০ প্যাকেট বিদেশি সিগারেট জব্দ করা হয়। একই দিন রাতে ঘুমধুম পুলিশ ফাঁড়ির এসআই মো. পাভেল মল্লিকের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে টিভি টাওয়ার এলাকার ইয়াহিয়া গার্ডেন প্রবেশমুখ থেকে একটি সিএনজি অটোরিকশা আটক করে। এ সময় চালক ও এক পাচারকারী পালিয়ে গেলেও পুলিশ সিএনজি থেকে ১১০টি বিদেশি মদের বোতল জব্দ ও সিএনজিটি আটক করে থানায় নিয়ে যায়।
এর আগে ১২ অক্টোবর রাতে ঘুমধুম পুলিশ তদন্তকেন্দ্রের এসআই মো. বাবুলের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুমের আমগাছতলা এলাকায় অভিযান চালিয়ে একটি মাইক্রো থামিয়ে তল্লাশি করে ইমাম হোসেন (২১) ও জসিম উদ্দিন (৩২) নামে দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে তিন হাজার ৫০০ প্যাকেট বিদেশি সিগারেটসহ মাইক্রোটি জব্দ করা হয়।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা যেন মাদক চোরাকারবারিদের স্বর্গরাজ্য। বিদেশি মদের বোতল, বিদেশি সিগারেট এমনকি দেশীয় (চোলাই) মদও নিয়মিত পাচার হচ্ছে। এসব মাদক পাচারের জন্য সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা এবং মাইক্রোবাস পর্যন্ত ব্যবহার করছে চোরাকারবারিরা।
বান্দরবান জেলা পুলিশের তথ্য মতে, গত ১৪ সেপ্টেম্বর থেকে চলতি মাসের ১৩ অক্টোবর পর্যন্ত এক মাসে শুধু নাইক্ষ্যংছড়ি উপজেলায় পুলিশ ১০টি অভিযান চালিয়ে চার হাজার ৪১০ প্যাকেট সিগারেট, ১৯৪ বোতল বিদেশি মদ এবং ১৪০ লিটার দেশীয় চোলাই মদ জব্দ করেছে। এ পাচারের সঙ্গে জড়িত থাকার দায়ে মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া পাচারের কাজে ব্যবহৃত একটি মাইক্রো, তিনটি সিএনজিচালিত এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করে পুলিশ।
বান্দরবানের পুলিশ সুপার (এসপি) মো. তারিকুল ইসলাম বলেন, নাইক্ষ্যংছড়িতে গত এক মাসে পুলিশ ঘুমধুমে সাতটি, সোনাইছড়িতে দুটি এবং বাইশারী ইউনিয়নে একটিসহ মোট ১০টি অভিযান চালায়। এসব অভিযানে মাদক পাচারে জড়িত থাকার দায়ে মোট ১২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া আরও দুজন পালিয়ে যায়। প্রত্যেকটি অভিযানে জব্দ মাদকদ্রব্য, ব্যবহৃত গাড়িসহ গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
তবে এসব অভিযানের বেশির ভাগই নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ঘুমধুম-উখিয়া সড়কের টিভি টাওয়ার এলাকার ইয়াহিয়া গার্ডেনসংলগ্ন প্রবেশমুখে চালানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্র মতে, ইয়াহিয়া গার্ডেন এলাকাটি মাদকদ্রব্য পাচারকারীদের ‘নিরাপদ রুট’-এ পরিণত হয়েছে।
পুলিশ সুপারের দপ্তর ও নাইক্ষ্যংছড়ি থানা সূত্রে জানা যায়, সবশেষ গত ১৩ অক্টোবর ঘুমধুম ও সোনাইছড়ি পুলিশ ফাঁড়ি পৃথক দুটি অভিযানে ১১০ বোতল বিদেশি মদ ও ৪১০ প্যাকেট বিদেশি সিগারেট জব্দ করে। এ সময় দুই পাচারকারীকে গ্রেপ্তার করা গেলেও আরও দুজন পালিয়ে যায়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা আটক করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানা সূত্র মতে, ১৩ অক্টোবর দুপুরে সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনির হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা সোনাইছড়ির রেজু হেডম্যান চাকমাপাড়া এলাকায় অভিযান চালিয়ে নুর হোসেন (৩৪) ও আবদুল্লাহ (২৬) নামে দুই পাচারকারীকে গ্রেপ্তার করেন। তাঁদের কাছ থেকে ৪১০ প্যাকেট বিদেশি সিগারেট জব্দ করা হয়। একই দিন রাতে ঘুমধুম পুলিশ ফাঁড়ির এসআই মো. পাভেল মল্লিকের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে টিভি টাওয়ার এলাকার ইয়াহিয়া গার্ডেন প্রবেশমুখ থেকে একটি সিএনজি অটোরিকশা আটক করে। এ সময় চালক ও এক পাচারকারী পালিয়ে গেলেও পুলিশ সিএনজি থেকে ১১০টি বিদেশি মদের বোতল জব্দ ও সিএনজিটি আটক করে থানায় নিয়ে যায়।
এর আগে ১২ অক্টোবর রাতে ঘুমধুম পুলিশ তদন্তকেন্দ্রের এসআই মো. বাবুলের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুমের আমগাছতলা এলাকায় অভিযান চালিয়ে একটি মাইক্রো থামিয়ে তল্লাশি করে ইমাম হোসেন (২১) ও জসিম উদ্দিন (৩২) নামে দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে তিন হাজার ৫০০ প্যাকেট বিদেশি সিগারেটসহ মাইক্রোটি জব্দ করা হয়।
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
১ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪