Ajker Patrika

খালে বাঁধ দিয়ে ইউপি চেয়ারম্যানের মাছ চাষ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ২১ জুলাই ২০২২, ১১: ৪৮
Thumbnail image

বরগুনার বেতাগীতে বাড়ির পাশের সরকারি খালে বাঁধ দিয়ে অবৈধভাবে মাছ চাষের অভিযোগ উঠেছে সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হুমায়ুন কবির খলিফার বিরুদ্ধে।

বাঁধ দেওয়ার কারণে খালের স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। ফলে বৃষ্টির পানিতে খালের একপাড়ের ফসলি জমিতে পানি জমে আছে। এতে আমনের বীজতলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষক।

কৃষক ও স্থানীয় বাসিন্দাদের দাবি খালটি দখলমুক্ত ও পুনর্খনন করে পানির স্রোতধারা স্বাভাবিক করার। ইউপি চেয়ারম্যান জানিয়েছেন, মাছ চাষে যদি কৃষকের ক্ষতি হয়, তাহলে বাঁধ কেটে দেবেন।

জানা যায়, বরগুনার বেতাগী উপজেলার সদর ইউনিয়নের ঝোপখালী ও লক্ষ্মীপুরা এলাকায় গ্রেদ লক্ষ্মীপুরা গ্রামের মধ্য দিয়ে খালটি প্রবাহিত। স্থানীয়ভাবে এটি লক্ষ্মীপুরা খাল হিসেবে পরিচিত। গত মঙ্গলবার বিকেলে ওই এলাকায় গিয়ে দেখা গেছে, লক্ষ্মীপুরা খালের মূল শাখা ও উপশাখার চারটি স্থানে বাঁধ দিয়ে পানিপ্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে এটি বড় ঘেরে পরিণত হয়েছে। সেখানে রুই, কাতল, মৃগেলসহ দেশি প্রজাতির মাছ চাষ করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, একসময় এলাকার জেলেরা এই খালে মাছ ধরে বিক্রি করতেন এবং এলাকাবাসীও মাছ ধরতেন। কিন্তু মো. হুমায়ুন কবির খলিফা গত বছর ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরপরই খালটি দখলে নিয়ে নেন। সরকারি খালে বাঁধ দিয়ে ছেলেকে দিয়ে মাছ চাষ করছেন। এখন মানুষ এ খালে মাছ ধরতে পারে না।

তাদের অভিযোগ, মো. হুমায়ুন কবির খলিফা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং তাঁর ছেলে গোলাম শাহরিয়ার মনির সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হওয়ায় ক্ষমতার দাপটে তোয়াক্কা করেন না।

বেতাগী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির খলিফা বলেন, ‘আমি সদর ইউপি থেকে রেজ্যুলেশন করে সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষ করছি। খালের বাঁধের অংশের সঙ্গে কৃষিজমির সংযোগ নেই। তাই কৃষিকাজের ক্ষতি হয় না।’

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন বলেন, ‘এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত