বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে বাড়ির পাশের সরকারি খালে বাঁধ দিয়ে অবৈধভাবে মাছ চাষের অভিযোগ উঠেছে সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হুমায়ুন কবির খলিফার বিরুদ্ধে।
বাঁধ দেওয়ার কারণে খালের স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। ফলে বৃষ্টির পানিতে খালের একপাড়ের ফসলি জমিতে পানি জমে আছে। এতে আমনের বীজতলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষক।
কৃষক ও স্থানীয় বাসিন্দাদের দাবি খালটি দখলমুক্ত ও পুনর্খনন করে পানির স্রোতধারা স্বাভাবিক করার। ইউপি চেয়ারম্যান জানিয়েছেন, মাছ চাষে যদি কৃষকের ক্ষতি হয়, তাহলে বাঁধ কেটে দেবেন।
জানা যায়, বরগুনার বেতাগী উপজেলার সদর ইউনিয়নের ঝোপখালী ও লক্ষ্মীপুরা এলাকায় গ্রেদ লক্ষ্মীপুরা গ্রামের মধ্য দিয়ে খালটি প্রবাহিত। স্থানীয়ভাবে এটি লক্ষ্মীপুরা খাল হিসেবে পরিচিত। গত মঙ্গলবার বিকেলে ওই এলাকায় গিয়ে দেখা গেছে, লক্ষ্মীপুরা খালের মূল শাখা ও উপশাখার চারটি স্থানে বাঁধ দিয়ে পানিপ্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে এটি বড় ঘেরে পরিণত হয়েছে। সেখানে রুই, কাতল, মৃগেলসহ দেশি প্রজাতির মাছ চাষ করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, একসময় এলাকার জেলেরা এই খালে মাছ ধরে বিক্রি করতেন এবং এলাকাবাসীও মাছ ধরতেন। কিন্তু মো. হুমায়ুন কবির খলিফা গত বছর ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরপরই খালটি দখলে নিয়ে নেন। সরকারি খালে বাঁধ দিয়ে ছেলেকে দিয়ে মাছ চাষ করছেন। এখন মানুষ এ খালে মাছ ধরতে পারে না।
তাদের অভিযোগ, মো. হুমায়ুন কবির খলিফা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং তাঁর ছেলে গোলাম শাহরিয়ার মনির সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হওয়ায় ক্ষমতার দাপটে তোয়াক্কা করেন না।
বেতাগী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির খলিফা বলেন, ‘আমি সদর ইউপি থেকে রেজ্যুলেশন করে সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষ করছি। খালের বাঁধের অংশের সঙ্গে কৃষিজমির সংযোগ নেই। তাই কৃষিকাজের ক্ষতি হয় না।’
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন বলেন, ‘এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বরগুনার বেতাগীতে বাড়ির পাশের সরকারি খালে বাঁধ দিয়ে অবৈধভাবে মাছ চাষের অভিযোগ উঠেছে সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হুমায়ুন কবির খলিফার বিরুদ্ধে।
বাঁধ দেওয়ার কারণে খালের স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। ফলে বৃষ্টির পানিতে খালের একপাড়ের ফসলি জমিতে পানি জমে আছে। এতে আমনের বীজতলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষক।
কৃষক ও স্থানীয় বাসিন্দাদের দাবি খালটি দখলমুক্ত ও পুনর্খনন করে পানির স্রোতধারা স্বাভাবিক করার। ইউপি চেয়ারম্যান জানিয়েছেন, মাছ চাষে যদি কৃষকের ক্ষতি হয়, তাহলে বাঁধ কেটে দেবেন।
জানা যায়, বরগুনার বেতাগী উপজেলার সদর ইউনিয়নের ঝোপখালী ও লক্ষ্মীপুরা এলাকায় গ্রেদ লক্ষ্মীপুরা গ্রামের মধ্য দিয়ে খালটি প্রবাহিত। স্থানীয়ভাবে এটি লক্ষ্মীপুরা খাল হিসেবে পরিচিত। গত মঙ্গলবার বিকেলে ওই এলাকায় গিয়ে দেখা গেছে, লক্ষ্মীপুরা খালের মূল শাখা ও উপশাখার চারটি স্থানে বাঁধ দিয়ে পানিপ্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে এটি বড় ঘেরে পরিণত হয়েছে। সেখানে রুই, কাতল, মৃগেলসহ দেশি প্রজাতির মাছ চাষ করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, একসময় এলাকার জেলেরা এই খালে মাছ ধরে বিক্রি করতেন এবং এলাকাবাসীও মাছ ধরতেন। কিন্তু মো. হুমায়ুন কবির খলিফা গত বছর ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরপরই খালটি দখলে নিয়ে নেন। সরকারি খালে বাঁধ দিয়ে ছেলেকে দিয়ে মাছ চাষ করছেন। এখন মানুষ এ খালে মাছ ধরতে পারে না।
তাদের অভিযোগ, মো. হুমায়ুন কবির খলিফা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং তাঁর ছেলে গোলাম শাহরিয়ার মনির সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হওয়ায় ক্ষমতার দাপটে তোয়াক্কা করেন না।
বেতাগী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির খলিফা বলেন, ‘আমি সদর ইউপি থেকে রেজ্যুলেশন করে সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষ করছি। খালের বাঁধের অংশের সঙ্গে কৃষিজমির সংযোগ নেই। তাই কৃষিকাজের ক্ষতি হয় না।’
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন বলেন, ‘এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
২ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪