Ajker Patrika

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ছবির কপিরাইট শুধু রাষ্ট্রের: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৫: ৪৫
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ছবির কপিরাইট শুধু রাষ্ট্রের: হাইকোর্ট

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবার এবং মুক্তিযুদ্ধকালীন ঐতিহাসিক সব ছবির স্বত্ব একমাত্র রাষ্ট্রের বলে রায় দিয়েছেন হাইকোর্ট। 

বঙ্গবন্ধুর নামে বইয়ের মেধাস্বত্ব চুরি ও গ্রন্থস্বত্ব জালিয়াতির ঘটনায় একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক নাজমুল হোসেনের বিরুদ্ধে জারি করা রুল নিষ্পত্তি করে এ রায় দেন আদালত। 

বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ আজ মঙ্গলবার এ রায় দেন। 

রায়ের পর সাংবাদিক নাজমুল হোসেনের আইনজীবী শাহ মঞ্জুরুল হক বলেন, ‘বঙ্গবন্ধু এবং স্বাধীনতার ঐতিহাসিক ছবিগুলো কীভাবে ব্যবহৃত হবে, তা নিয়ে স্পষ্ট কোনো আইন বা বিধান ছিল না। শুধু এ দুটি বই নয়, আরও বিভিন্ন বইয়ে ছবিগুলো ব্যবহার করা হয়েছে এবং বইয়ের কপিরাইট পাবলিশারদের নামে রাখা হয়েছে। ছবিগুলো সংগ্রহ করা হয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর ও মুক্তিযুদ্ধ মেমোরিয়াল ট্রাস্ট থেকে। এখন আমরা সেই ছবিগুলোর কপিরাইট দাবি করব না, তবে বইয়ের কপিরাইট আমাদেরই থাকবে। এটাই আদালতের পর্যবেক্ষণ।’ 

উল্লেখ্য, মুজিববর্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’-এর জন্য আটটি বই কেনার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তিনটি বই নিয়ে জালিয়াতির অভিযোগ ওঠে। ‘বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা’, ‘৩০৫৩ দিন’ এবং অধ্যাপক নাসরিন আহমদ সম্পাদিত ‘অমর শেখ রাসেল’ বই তিনটির মেধাস্বত্ব চুরি করে মোটা অঙ্কের টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে সাংবাদিক নাজমুল হোসেনের বিরুদ্ধে। তিনি ‘জার্নি মাল্টিমিডিয়া লিমিটেড’ ও ‘স্বাধীকা পাবলিশার্স’ নামে দুটি প্রকাশনা সংস্থার মালিক। 

এ নিয়ে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে গত বছরের আগস্টে হাইকোর্টে রিট করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত