ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারীর বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন বাসিন্দারা। অতিরিক্ত সচিব মো. আবদুল আলীম ইউপি কার্যালয় পরিদর্শনে গেলে তাঁরা এই অভিযোগ করেন। গত সোমবার বিকেলে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার পরিচালক মো. আবদুল আলীম ওই ইউপি কার্যালয় পরিদর্শনে যান।
অভিযোগকারীদের কাছ থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে ইউপি ভবন খোলা হয় না। এ ছাড়া এখান থেকে সরকারি বরাদ্দের চাল-গমও বিতরণ করা হয় না। অন্যদিকে ইউপি সচিবের স্বাক্ষর নেওয়াসহ যে কোনো সেবা নিতে গেলে হয়রানির শিকার হতে হয়। তাই বিভিন্ন গ্রামের মানুষ অতিরিক্ত সচিব মো. আবদুল আলীমকে কাছে পেয়ে চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারীর বিরুদ্ধে অভিযোগ করেন।
ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি স্বপন সরদার জানান, অতিরিক্ত সচিব মো. আবদুল আলীম স্যারের কাছে ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারীর বিরুদ্ধে নানাবিধ অভিযোগ করেছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা অফেল সরদার বলেন, ‘আমরা সচিব মহোদয়কে জানিয়েছি, চেয়ারম্যান ইউপি কার্যালয়ে আসেন না। ভিজিএফ, ভিজিডির বরাদ্দকৃত মালামাল ইউপি ভবন থেকে বিতরণ করা হয় না। পরিচয়পত্র নিতেও হয়রানির শিকার হতে হয়।’
ইউনিয়ন যুবলীগের সভাপতি বজলুর রশিদ মির্জা সরদার বলেন, ‘দরিদ্র ও দুস্থ মানুষের জন্য বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীসহ বিভিন্ন ভাতার কার্ড টাকার বিনিময়ে বিক্রি করছেন মাকছুদুর রহমান। সরকারি উন্নয়ন প্রকল্পগুলোর কাজ না করে সিংহভাগ অর্থ পকেটে পুরছেন তিনি।’
ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল মোতালেব বলেন, ‘সরকারি বরাদ্দ ও উন্নয়ন প্রকল্পের অর্থ লুটপাট করায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। আগামী ইউপি নির্বাচনে মাকছুদুর রহমানকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়া ঠিক হবে না।’
অভিযুক্ত মাকছুদুর রহমান আনছারী বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। অভিযোগ মোটেই সত্যি না। আমি সঠিকভাবে ইউনিয়নবাসীর সেবা করে যাচ্ছি।’
ইউএনও মো. গোলাম মোরশেদ বলেন, ‘মো. আবদুল আলীম স্যার ইউপি কার্যালয় পরিদর্শনকালে চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারীর বিরুদ্ধে এলাকাবাসী বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন।’
জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারীর বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন বাসিন্দারা। অতিরিক্ত সচিব মো. আবদুল আলীম ইউপি কার্যালয় পরিদর্শনে গেলে তাঁরা এই অভিযোগ করেন। গত সোমবার বিকেলে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার পরিচালক মো. আবদুল আলীম ওই ইউপি কার্যালয় পরিদর্শনে যান।
অভিযোগকারীদের কাছ থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে ইউপি ভবন খোলা হয় না। এ ছাড়া এখান থেকে সরকারি বরাদ্দের চাল-গমও বিতরণ করা হয় না। অন্যদিকে ইউপি সচিবের স্বাক্ষর নেওয়াসহ যে কোনো সেবা নিতে গেলে হয়রানির শিকার হতে হয়। তাই বিভিন্ন গ্রামের মানুষ অতিরিক্ত সচিব মো. আবদুল আলীমকে কাছে পেয়ে চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারীর বিরুদ্ধে অভিযোগ করেন।
ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি স্বপন সরদার জানান, অতিরিক্ত সচিব মো. আবদুল আলীম স্যারের কাছে ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারীর বিরুদ্ধে নানাবিধ অভিযোগ করেছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা অফেল সরদার বলেন, ‘আমরা সচিব মহোদয়কে জানিয়েছি, চেয়ারম্যান ইউপি কার্যালয়ে আসেন না। ভিজিএফ, ভিজিডির বরাদ্দকৃত মালামাল ইউপি ভবন থেকে বিতরণ করা হয় না। পরিচয়পত্র নিতেও হয়রানির শিকার হতে হয়।’
ইউনিয়ন যুবলীগের সভাপতি বজলুর রশিদ মির্জা সরদার বলেন, ‘দরিদ্র ও দুস্থ মানুষের জন্য বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীসহ বিভিন্ন ভাতার কার্ড টাকার বিনিময়ে বিক্রি করছেন মাকছুদুর রহমান। সরকারি উন্নয়ন প্রকল্পগুলোর কাজ না করে সিংহভাগ অর্থ পকেটে পুরছেন তিনি।’
ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল মোতালেব বলেন, ‘সরকারি বরাদ্দ ও উন্নয়ন প্রকল্পের অর্থ লুটপাট করায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। আগামী ইউপি নির্বাচনে মাকছুদুর রহমানকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়া ঠিক হবে না।’
অভিযুক্ত মাকছুদুর রহমান আনছারী বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। অভিযোগ মোটেই সত্যি না। আমি সঠিকভাবে ইউনিয়নবাসীর সেবা করে যাচ্ছি।’
ইউএনও মো. গোলাম মোরশেদ বলেন, ‘মো. আবদুল আলীম স্যার ইউপি কার্যালয় পরিদর্শনকালে চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারীর বিরুদ্ধে এলাকাবাসী বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন।’
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭২ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৯৩ জন। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
৫ দিন আগেরাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৮ এপ্রিল ২০২৫রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫