Ajker Patrika

চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১১: ০৭
চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারীর বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন বাসিন্দারা। অতিরিক্ত সচিব মো. আবদুল আলীম ইউপি কার্যালয় পরিদর্শনে গেলে তাঁরা এই অভিযোগ করেন। গত সোমবার বিকেলে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার পরিচালক মো. আবদুল আলীম ওই ইউপি কার্যালয় পরিদর্শনে যান।

অভিযোগকারীদের কাছ থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে ইউপি ভবন খোলা হয় না। এ ছাড়া এখান থেকে সরকারি বরাদ্দের চাল-গমও বিতরণ করা হয় না। অন্যদিকে ইউপি সচিবের স্বাক্ষর নেওয়াসহ যে কোনো সেবা নিতে গেলে হয়রানির শিকার হতে হয়। তাই বিভিন্ন গ্রামের মানুষ অতিরিক্ত সচিব মো. আবদুল আলীমকে কাছে পেয়ে চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারীর বিরুদ্ধে অভিযোগ করেন।

ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি স্বপন সরদার জানান, অতিরিক্ত সচিব মো. আবদুল আলীম স্যারের কাছে ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারীর বিরুদ্ধে নানাবিধ অভিযোগ করেছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা অফেল সরদার বলেন, ‘আমরা সচিব মহোদয়কে জানিয়েছি, চেয়ারম্যান ইউপি কার্যালয়ে আসেন না। ভিজিএফ, ভিজিডির বরাদ্দকৃত মালামাল ইউপি ভবন থেকে বিতরণ করা হয় না। পরিচয়পত্র নিতেও হয়রানির শিকার হতে হয়।’

ইউনিয়ন যুবলীগের সভাপতি বজলুর রশিদ মির্জা সরদার বলেন, ‘দরিদ্র ও দুস্থ মানুষের জন্য বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীসহ বিভিন্ন ভাতার কার্ড টাকার বিনিময়ে বিক্রি করছেন মাকছুদুর রহমান। সরকারি উন্নয়ন প্রকল্পগুলোর কাজ না করে সিংহভাগ অর্থ পকেটে পুরছেন তিনি।’

ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল মোতালেব বলেন, ‘সরকারি বরাদ্দ ও উন্নয়ন প্রকল্পের অর্থ লুটপাট করায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। আগামী ইউপি নির্বাচনে মাকছুদুর রহমানকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়া ঠিক হবে না।’

অভিযুক্ত মাকছুদুর রহমান আনছারী বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। অভিযোগ মোটেই সত্যি না। আমি সঠিকভাবে ইউনিয়নবাসীর সেবা করে যাচ্ছি।’

ইউএনও মো. গোলাম মোরশেদ বলেন, ‘মো. আবদুল আলীম স্যার ইউপি কার্যালয় পরিদর্শনকালে চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারীর বিরুদ্ধে এলাকাবাসী বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত