রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার তদন্ত দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টার ন্যাশনাল। সংস্থাটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ (৫০) নিহত হন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে ক্যাম্প-১ এ এই ঘটনা ঘটে। এরপরই অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে এ বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গা সম্প্রদায়ের নেতৃস্থানীয় প্রতিনিধি ছিলেন মুহিবুল্লাহ, যিনি রোহিঙ্গা ক্যাম্পে সহিংসতার বিরুদ্ধে ও শরণার্থীদের মানবাধিকার প্রশ্নে সোচ্চার ছিলেন। তাঁকে হত্যার ঘটনায় পুরো সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এখন এই হত্যার তদন্ত ও এর সঙ্গে জড়িত সব সন্দেহভাজনকে বিচারের আওতায় নিয়ে আসার দায়ভার বাংলাদেশ কর্তৃপক্ষের ওপর বর্তায়।
বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প ও এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতিতে বলা হয়, ‘শরণার্থীসহ ক্যাম্পে থাকা সব মানুষ, রোহিঙ্গা ও বাংলাদেশি উভয় অংশের নাগরিক অধিকার আন্দোলনকর্মী, মানবাধিকারকর্মীদের অনেকেই নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন। তাঁদের সবার নিরাপত্তা নিশ্চিতের জন্য বাংলাদেশের কর্তৃপক্ষ ও জাতিসংঘের শরণার্থী সংস্থাকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি আমরা।’ এতে আরও বলা হয়, ‘কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে সহিংসতা এক ক্রমবর্ধমান সংকটে পরিণত হয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত চক্রের সশস্ত্র সদস্যরা হত্যা ও অপহরণের মতো অপরাধ করছে। ভবিষ্যতে এমন রক্তপাত বন্ধে কর্তৃপক্ষের অবশ্যই দ্রুত ব্যবস্থা নিতে হবে।’
রোহিঙ্গাদের অধিকার আদায়ে সোচ্চার মুহিবুল্লাহ আন্তর্জাতিক পরিসরে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। নির্যাতিত একটি জনগোষ্ঠীর নেতা হিসেবে তিনি বরাবরই নিজ সম্প্রদায়ের মানুষের অধিকারের প্রশ্নে সোচ্চার ছিলেন। ২০১৯ সালে জাতিসংঘের মানবাধিকার পরিষদে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিত্বও করেন তিনি। রোহিঙ্গা শরণার্থীশিবিরকে কেন্দ্র করে বাড়তে থাকা মাদকের কারবারের বিরোধিতার জন্যও তিনি আলোচিত ছিলেন। কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে এই মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে সুস্পষ্ট দুটি পক্ষ দাঁড়িয়ে গিয়েছিল। তাদের বিরোধের জেরে ২০২০ সালের ৭ অক্টোবর কুতুপালং রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ড হয়। পুড়ে ছাই হয়ে যায় শিবিরের বড় একটি অংশ। এই দুই পক্ষের একটি হলো মাদক কারবারের সঙ্গে সরাসরি যুক্ত একটি অংশ। অন্য অংশে রয়েছে সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা), যারা শিবিরগুলোর নিয়ন্ত্রণ নিতে চায়। মুহিবুল্লাহ এই দুই পক্ষের বাইরে দাঁড়িয়ে রোহিঙ্গাদের অধিকার নিয়ে কাজ করছিলেন।
মুহিবুল্লাহ পেশায় শিক্ষক এবং রোহিঙ্গাদের সংগঠন আরকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান ছিলেন। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন এই নেতা। ২০১৯ সালের ২৫ আগস্ট উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গাদের নিয়ে সমাবেশ করে আলোচনায় আসেন তিনি।
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার তদন্ত দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টার ন্যাশনাল। সংস্থাটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ (৫০) নিহত হন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে ক্যাম্প-১ এ এই ঘটনা ঘটে। এরপরই অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে এ বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গা সম্প্রদায়ের নেতৃস্থানীয় প্রতিনিধি ছিলেন মুহিবুল্লাহ, যিনি রোহিঙ্গা ক্যাম্পে সহিংসতার বিরুদ্ধে ও শরণার্থীদের মানবাধিকার প্রশ্নে সোচ্চার ছিলেন। তাঁকে হত্যার ঘটনায় পুরো সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এখন এই হত্যার তদন্ত ও এর সঙ্গে জড়িত সব সন্দেহভাজনকে বিচারের আওতায় নিয়ে আসার দায়ভার বাংলাদেশ কর্তৃপক্ষের ওপর বর্তায়।
বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প ও এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতিতে বলা হয়, ‘শরণার্থীসহ ক্যাম্পে থাকা সব মানুষ, রোহিঙ্গা ও বাংলাদেশি উভয় অংশের নাগরিক অধিকার আন্দোলনকর্মী, মানবাধিকারকর্মীদের অনেকেই নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন। তাঁদের সবার নিরাপত্তা নিশ্চিতের জন্য বাংলাদেশের কর্তৃপক্ষ ও জাতিসংঘের শরণার্থী সংস্থাকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি আমরা।’ এতে আরও বলা হয়, ‘কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে সহিংসতা এক ক্রমবর্ধমান সংকটে পরিণত হয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত চক্রের সশস্ত্র সদস্যরা হত্যা ও অপহরণের মতো অপরাধ করছে। ভবিষ্যতে এমন রক্তপাত বন্ধে কর্তৃপক্ষের অবশ্যই দ্রুত ব্যবস্থা নিতে হবে।’
রোহিঙ্গাদের অধিকার আদায়ে সোচ্চার মুহিবুল্লাহ আন্তর্জাতিক পরিসরে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। নির্যাতিত একটি জনগোষ্ঠীর নেতা হিসেবে তিনি বরাবরই নিজ সম্প্রদায়ের মানুষের অধিকারের প্রশ্নে সোচ্চার ছিলেন। ২০১৯ সালে জাতিসংঘের মানবাধিকার পরিষদে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিত্বও করেন তিনি। রোহিঙ্গা শরণার্থীশিবিরকে কেন্দ্র করে বাড়তে থাকা মাদকের কারবারের বিরোধিতার জন্যও তিনি আলোচিত ছিলেন। কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে এই মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে সুস্পষ্ট দুটি পক্ষ দাঁড়িয়ে গিয়েছিল। তাদের বিরোধের জেরে ২০২০ সালের ৭ অক্টোবর কুতুপালং রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ড হয়। পুড়ে ছাই হয়ে যায় শিবিরের বড় একটি অংশ। এই দুই পক্ষের একটি হলো মাদক কারবারের সঙ্গে সরাসরি যুক্ত একটি অংশ। অন্য অংশে রয়েছে সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা), যারা শিবিরগুলোর নিয়ন্ত্রণ নিতে চায়। মুহিবুল্লাহ এই দুই পক্ষের বাইরে দাঁড়িয়ে রোহিঙ্গাদের অধিকার নিয়ে কাজ করছিলেন।
মুহিবুল্লাহ পেশায় শিক্ষক এবং রোহিঙ্গাদের সংগঠন আরকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান ছিলেন। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন এই নেতা। ২০১৯ সালের ২৫ আগস্ট উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গাদের নিয়ে সমাবেশ করে আলোচনায় আসেন তিনি।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৪ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৫ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫