Ajker Patrika

বেড়াতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী

পঞ্চগড় ও গাজীপুর প্রতিনিধি
বেড়াতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী

টাঙ্গাইল ও গাজীপুরে বাসে দুই নারীকে ধর্ষণের পর এবার পঞ্চগড়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। মোবাইল ফোনে পরিচয়সূত্রে এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে গত শনিবার রাতে আটোয়ারী থানার ধামোড় ইউনিয়নের বন্দরপাড়া এলাকায় ধর্ষণের শিকার হয় সে। এ ঘটনায় ওই কিশোরীর পিতা বাদী হয়ে সাত ধর্ষকের বিরুদ্ধে আটোয়ারী থানায় একটি মামলা করেছেন। অভিযুক্ত আসামিদের মধ্যে আছেন হাসান আলী, মো. সবুজ, আমিনুল ইসলাম ওরফে ডিপজল, নজরুল ইসলাম ও আবদুর রহমান। তাঁদের সবার ঠিকানা পুরাতন আটোয়ারী।  

ভুক্তভোগী কিশোরী বলে, ‘অভিযুক্ত হাসান আলীর সঙ্গে তিন মাস আগে মোবাইল ফোনে আমার পরিচয় হয়। ঘটনার দিন হাসান দেখা করতে বললে আমি পঞ্চগড়ে এসে তার সঙ্গে দেখা করি। এরপর বেড়াতে যাওয়ার নাম করে হাসান আমাকে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে এক বন্ধুসহ জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে আরও পাঁচজন সেখানে এসে আমাকে ধর্ষণ করে।’

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, ইতিমধ্যে সাতজনের বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি চলছে। অপরাধীদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

যাত্রীবেশে বাসে ওঠে ধর্ষকের দল
গাজীপুরে তাকওয়া পরিবহনের চলন্ত বাসে স্বামীকে গাড়ি থেকে ফেলে দিয়ে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার পাঁচ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গতকাল রোববার বিকেলে গাজীপুরের ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের জবানবন্দি রেকর্ড করা হয়। জবানবন্দিতে আসামিরা তাদের অপরাধ স্বীকার করেছে বলে জানিয়েছেন গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সানোয়ার হোসেন।

একই দিন বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক রিফাত আরা সুলতানা ২২ ধারায় ভুক্তভোগী নারীর জবানবন্দি রেকর্ড করেন। ভুক্তভোগী নারী ধর্ষণের ঘটনার লোমহর্ষক বর্ণনা তুলে ধরেন। ওই গৃহবধূ বলেন, তিনি তাঁর স্বামীকে নিয়ে নওগাঁর এক আত্মীয়ের বাড়ি থেকে ময়মনসিংহের ভালুকা উপজেলার মাস্টারবাড়ি এলাকায় ভাড়া বাসায় ফিরছিলেন। পথে তাঁরা গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় নামেন।

সেখান থেকে গন্তব্যে যাওয়ার জন্য তাকওয়া পরিবহনের একটি বাসে ওঠেন। বাসটি চান্দনা চৌরাস্তা এলাকায় পৌঁছালে সেখান থেকে যাত্রীবেশে আরও তিনজন পরিবহনশ্রমিক ওঠে। পথে বিভিন্ন স্থানে বাসের অন্য যাত্রীরা নেমে যান। বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে শ্রীপুরের মাওনা ফ্লাইওভারের কাছে পৌঁছালে বাসে থাকা লোকজন তাঁর স্বামীকে মারধর করে বাস থেকে ফেলে দেয়। পরে গাড়িটি ঘুরিয়ে আবার গাজীপুরের দিকে আসার পথে বাসে থাকা পাঁচজন তাঁর হাত-মুখ বেঁধে বাসের মেঝেতে ফেলে তাঁকে পালাক্রমে ধর্ষণ করে। পরে বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় এলে নির্জন স্থানে তাঁকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত