Ajker Patrika

বাংলাদেশে ব্যবসা বিক্রি করে দিচ্ছে পাকিস্তানি ব্যাংক আল-ফালাহ

অনলাইন ডেস্ক
পাকিস্তানের অন্যতম বৃহৎ ব্যাংক আল-ফালাহ। ছবি: সংগৃহীত
পাকিস্তানের অন্যতম বৃহৎ ব্যাংক আল-ফালাহ। ছবি: সংগৃহীত

বাংলাদেশে ব্যবসা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক আল-ফালাহ লিমিটেডের পরিচালনা পর্ষদ। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার শেয়ারবাজারে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ব্যাংকটি বাংলাদেশের ব্যাংক এশিয়া লিমিটেডের কাছে তাদের বাংলাদেশি কার্যক্রম বিক্রির অনুমোদন দিয়েছে। তবে এটি কার্যকর হতে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংক— স্টেট ব্যাংক অব পাকিস্তান, বাংলাদেশ ব্যাংক এবং/অথবা অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন হবে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ও প্রক্রিয়াগত শর্ত পূরণ এবং চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করতে হবে।’

ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ব্যাংক আল-ফালাহ পাকিস্তানের অন্যতম বৃহৎ ব্যাংক। দেশজুড়ে তাদের ১১০০টির বেশি শাখা রয়েছে, যা ২০০টির বেশি শহরে বিস্তৃত।

পাকিস্তানের বাইরে আফগানিস্তান, বাংলাদেশ, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে ব্যাংকটির কার্যক্রম রয়েছে। এছাড়া আবুধাবিতে একটি প্রতিনিধি কার্যালয় রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে কুৎসা, বরখাস্ত নিরাপত্তাপ্রহরী

এত শিক্ষার্থীর জীবন হুমকিতে ফেললেন, সন্তানদের মুখ মনে পড়ল না—বাশারকে আদালত

অবৈধ অভিবাসী বিষয়ে কঠোর মালয়েশিয়া, ফেরত পাঠাচ্ছে বিমানবন্দর থেকেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত