অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্র আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কয়েকটি বাণিজ্যিক ঘোষণা দেবে বলে জানিয়েছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। আজ সোমবার তিনি বলেছেন, ৯ জুলাইয়ের আগেই শুল্ক চুক্তি চূড়ান্ত করতে মরিয়া অনেক দেশ নতুন প্রস্তাব পাঠিয়েছে।
তবে বেসেন্ট জানাননি কোন কোন দেশ এই চুক্তির সুযোগ পাবে বা চুক্তিতে কী থাকতে পারে। ট্রাম্প মাসের পর মাস ধরে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করলেও ঠিক কী সিদ্ধান্ত নিচ্ছেন, তা নিয়ে বিশ্বজুড়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিশ্বব্যাপী দেশগুলোর জন্য সময়সীমা দ্রুত ঘনিয়ে আসছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে বিশ্বজুড়ে বাণিজ্যযুদ্ধ শুরুর পর থেকে অর্থনৈতিক বাজারগুলো অস্থির হয়ে উঠেছে। নীতিনির্ধারকেরা নিজ নিজ অর্থনীতি রক্ষায় ব্যস্ত হয়ে পড়েছেন।
বেসেন্ট সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘অনেক দেশ তাদের আলোচনার অবস্থান বদলেছে। তাই আমার মেইলবক্স গতকাল রাতে পূর্ণ ছিল নতুন প্রস্তাব ও অফারে। সুতরাং সামনের দুই দিন ব্যস্ত থাকতে হবে।’
এর আগে ট্রাম্প ঘোষণা দেন, আজ দুপুর ১২টা (ইস্টার্ন টাইম ১৬০০ জিএমটি) থেকে যুক্তরাষ্ট্র শুল্ক চিঠি পাঠানো শুরু করবে। তবে বেসেন্ট জানান, এসব চিঠি ‘চূড়ান্ত হুমকি’ নয়।
তিনি বলেন, ‘এসব কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করতে আগ্রহী হওয়ার জন্য ধন্যবাদ বার্তা। আমরা আপনাকে বাণিজ্যিক অংশীদার হিসেবে স্বাগত জানাই এবং এটি আমাদের শুল্কহার। আপনি চাইলে ফিরে এসে আলোচনা করতে পারেন।’
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পক্ষ থেকে জানানো হয়, তারা ৯ জুলাইয়ের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করতে চায়। কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন ও ট্রাম্পের মধ্যে ‘ভালো আলোচনা’ হয়েছে বলে জানান এক মুখপাত্র।
তবে শুল্কবৃদ্ধি ঠেকাতে চলমান আলোচনায় বাস্তবিক কোনো অগ্রগতি হয়েছে কি না, তা স্পষ্ট নয়।
এদিকে গত সপ্তাহে জানা যায়, ট্রাম্প ইইউয়ের খাদ্য ও কৃষিপণ্যে ১৭ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন, যা ইউরোপের ওপর চাপ আরও বাড়িয়েছে।
ট্রাম্প গতকাল রোববার বলেন, যুক্তরাষ্ট্র কয়েকটি বাণিজ্য চুক্তির কাছাকাছি পৌঁছেছে এবং জুলাই ৯-এর মধ্যে অন্য দেশগুলোকে নতুন শুল্কহার জানিয়ে দেওয়া হবে। তবে এগুলো কার্যকর হবে আগস্ট ১ থেকে, অর্থাৎ তিন সপ্তাহের সময় থাকবে।
ট্রাম্প আরও বলেন, যেসব দেশ ‘অ্যান্টি-আমেরিকান’ নীতির সঙ্গে সংযুক্ত, বিশেষ করে, ব্রিকস জোটভুক্ত রাষ্ট্রগুলো, তাদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক বসানোর হুমকিও দিয়েছেন।
ব্রিকস গোষ্ঠীতে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছে মিসর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাত। এই মন্তব্যের প্রভাবে দক্ষিণ আফ্রিকার মুদ্রা র্যান্ডের মান কমে গেছে।
গভীরভাবে দেখলে, যুক্তরাষ্ট্রের ঘোষিত শুল্ক মওকুফ ও অস্পষ্টতার কারণে বিশ্ববাজারে শেয়ারদর স্থবির হয়ে পড়েছে। শুধু তাই নয়, ডলারের দাম বহু বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।
ইউরোপীয় ইউনিয়নের মধ্যেও দ্বিধা রয়েছে। তারা দ্রুত ও সহজ একটি চুক্তিতে যাবে নাকি নিজেদের অর্থনৈতিক শক্তি কাজে লাগিয়ে আরও ভালো শর্ত আদায় করবে। এরই মধ্যে তারা পুরোপুরি একটি সামগ্রিক বাণিজ্য চুক্তির আশা ছেড়ে দিয়েছে।
ইইউ মুখপাত্র উরসুলা ভন বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চাই। আমরা শুল্ক এড়াতে চাই। আমরা শুল্কহার বনাম শুল্কহার পরিস্থিতি নয়, জয়-জয় ফলাফল চাই।’
কোনো প্রাথমিক চুক্তি না হলে ২ এপ্রিল ট্রাম্পের নির্ধারিত শুল্কের সঙ্গে আরও ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে। ইইউয়ের ক্ষেত্রে তা হবে ২০ শতাংশ।
উরসুলা ভন ডার গত সপ্তাহে জার্মানি, ফ্রান্স ও ইতালির নেতাদের সঙ্গে আলোচনায় বসেন। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বারবার জোর দিয়েছেন, গাড়ি ও ফার্মাসিউটিক্যালের মতো শিল্প খাত রক্ষায় দ্রুত চুক্তি প্রয়োজন।
জার্মান সরকারের মুখপাত্র জানান, সব পক্ষের উচিত আরও ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় নিয়ে সিদ্ধান্তে পৌঁছানো।
জার্মান গাড়ি নির্মাতা মার্সিডিজ-বেঞ্জ আজ জানায়, দ্বিতীয় প্রান্তিকে তাদের গাড়ি ও ভ্যানের বিক্রি ৯ শতাংশ কমে গেছে, যার জন্য তারা শুল্ককে দায়ী করেছে।
রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ব্রিকস হচ্ছে একটি জোট, যারা নিজেদের স্বার্থের ভিত্তিতে সহযোগিতা করে এবং তাদের দৃষ্টিভঙ্গি ও পন্থা অভিন্ন।
ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এই সহযোগিতা কখনোই কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে ছিল না এবং ভবিষ্যতেও হবে না।
যুক্তরাষ্ট্র আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কয়েকটি বাণিজ্যিক ঘোষণা দেবে বলে জানিয়েছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। আজ সোমবার তিনি বলেছেন, ৯ জুলাইয়ের আগেই শুল্ক চুক্তি চূড়ান্ত করতে মরিয়া অনেক দেশ নতুন প্রস্তাব পাঠিয়েছে।
তবে বেসেন্ট জানাননি কোন কোন দেশ এই চুক্তির সুযোগ পাবে বা চুক্তিতে কী থাকতে পারে। ট্রাম্প মাসের পর মাস ধরে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করলেও ঠিক কী সিদ্ধান্ত নিচ্ছেন, তা নিয়ে বিশ্বজুড়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিশ্বব্যাপী দেশগুলোর জন্য সময়সীমা দ্রুত ঘনিয়ে আসছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে বিশ্বজুড়ে বাণিজ্যযুদ্ধ শুরুর পর থেকে অর্থনৈতিক বাজারগুলো অস্থির হয়ে উঠেছে। নীতিনির্ধারকেরা নিজ নিজ অর্থনীতি রক্ষায় ব্যস্ত হয়ে পড়েছেন।
বেসেন্ট সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘অনেক দেশ তাদের আলোচনার অবস্থান বদলেছে। তাই আমার মেইলবক্স গতকাল রাতে পূর্ণ ছিল নতুন প্রস্তাব ও অফারে। সুতরাং সামনের দুই দিন ব্যস্ত থাকতে হবে।’
এর আগে ট্রাম্প ঘোষণা দেন, আজ দুপুর ১২টা (ইস্টার্ন টাইম ১৬০০ জিএমটি) থেকে যুক্তরাষ্ট্র শুল্ক চিঠি পাঠানো শুরু করবে। তবে বেসেন্ট জানান, এসব চিঠি ‘চূড়ান্ত হুমকি’ নয়।
তিনি বলেন, ‘এসব কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করতে আগ্রহী হওয়ার জন্য ধন্যবাদ বার্তা। আমরা আপনাকে বাণিজ্যিক অংশীদার হিসেবে স্বাগত জানাই এবং এটি আমাদের শুল্কহার। আপনি চাইলে ফিরে এসে আলোচনা করতে পারেন।’
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পক্ষ থেকে জানানো হয়, তারা ৯ জুলাইয়ের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করতে চায়। কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন ও ট্রাম্পের মধ্যে ‘ভালো আলোচনা’ হয়েছে বলে জানান এক মুখপাত্র।
তবে শুল্কবৃদ্ধি ঠেকাতে চলমান আলোচনায় বাস্তবিক কোনো অগ্রগতি হয়েছে কি না, তা স্পষ্ট নয়।
এদিকে গত সপ্তাহে জানা যায়, ট্রাম্প ইইউয়ের খাদ্য ও কৃষিপণ্যে ১৭ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন, যা ইউরোপের ওপর চাপ আরও বাড়িয়েছে।
ট্রাম্প গতকাল রোববার বলেন, যুক্তরাষ্ট্র কয়েকটি বাণিজ্য চুক্তির কাছাকাছি পৌঁছেছে এবং জুলাই ৯-এর মধ্যে অন্য দেশগুলোকে নতুন শুল্কহার জানিয়ে দেওয়া হবে। তবে এগুলো কার্যকর হবে আগস্ট ১ থেকে, অর্থাৎ তিন সপ্তাহের সময় থাকবে।
ট্রাম্প আরও বলেন, যেসব দেশ ‘অ্যান্টি-আমেরিকান’ নীতির সঙ্গে সংযুক্ত, বিশেষ করে, ব্রিকস জোটভুক্ত রাষ্ট্রগুলো, তাদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক বসানোর হুমকিও দিয়েছেন।
ব্রিকস গোষ্ঠীতে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছে মিসর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাত। এই মন্তব্যের প্রভাবে দক্ষিণ আফ্রিকার মুদ্রা র্যান্ডের মান কমে গেছে।
গভীরভাবে দেখলে, যুক্তরাষ্ট্রের ঘোষিত শুল্ক মওকুফ ও অস্পষ্টতার কারণে বিশ্ববাজারে শেয়ারদর স্থবির হয়ে পড়েছে। শুধু তাই নয়, ডলারের দাম বহু বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।
ইউরোপীয় ইউনিয়নের মধ্যেও দ্বিধা রয়েছে। তারা দ্রুত ও সহজ একটি চুক্তিতে যাবে নাকি নিজেদের অর্থনৈতিক শক্তি কাজে লাগিয়ে আরও ভালো শর্ত আদায় করবে। এরই মধ্যে তারা পুরোপুরি একটি সামগ্রিক বাণিজ্য চুক্তির আশা ছেড়ে দিয়েছে।
ইইউ মুখপাত্র উরসুলা ভন বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চাই। আমরা শুল্ক এড়াতে চাই। আমরা শুল্কহার বনাম শুল্কহার পরিস্থিতি নয়, জয়-জয় ফলাফল চাই।’
কোনো প্রাথমিক চুক্তি না হলে ২ এপ্রিল ট্রাম্পের নির্ধারিত শুল্কের সঙ্গে আরও ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে। ইইউয়ের ক্ষেত্রে তা হবে ২০ শতাংশ।
উরসুলা ভন ডার গত সপ্তাহে জার্মানি, ফ্রান্স ও ইতালির নেতাদের সঙ্গে আলোচনায় বসেন। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বারবার জোর দিয়েছেন, গাড়ি ও ফার্মাসিউটিক্যালের মতো শিল্প খাত রক্ষায় দ্রুত চুক্তি প্রয়োজন।
জার্মান সরকারের মুখপাত্র জানান, সব পক্ষের উচিত আরও ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় নিয়ে সিদ্ধান্তে পৌঁছানো।
জার্মান গাড়ি নির্মাতা মার্সিডিজ-বেঞ্জ আজ জানায়, দ্বিতীয় প্রান্তিকে তাদের গাড়ি ও ভ্যানের বিক্রি ৯ শতাংশ কমে গেছে, যার জন্য তারা শুল্ককে দায়ী করেছে।
রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ব্রিকস হচ্ছে একটি জোট, যারা নিজেদের স্বার্থের ভিত্তিতে সহযোগিতা করে এবং তাদের দৃষ্টিভঙ্গি ও পন্থা অভিন্ন।
ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এই সহযোগিতা কখনোই কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে ছিল না এবং ভবিষ্যতেও হবে না।
১৭টি বিরল খনিজের বাজারে প্রতিযোগিতা করতে পশ্চিমা বিশ্বের খনিজ খননকারী প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে একটি আলাদা মূল্য নির্ধারণ ব্যবস্থার দাবি জানিয়ে আসছে। এই ১৭ বিরল খনিজ ড্রোন, যুদ্ধবিমান, বৈদ্যুতিক যানবাহনের মোটর ও উইন্ড টারবাইনে ব্যবহৃত হয়।
২ ঘণ্টা আগেকার্টআপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফুয়াদ আরেফিন বলেন, ‘আমরা সব সময়ই চেষ্টা করি আমাদের গ্রাহকদের সর্বোচ্চ সেবা ও অভিজ্ঞতা দেওয়ার। “জুলাই জ্যাকপট” ক্যাম্পেইনের মাধ্যমে আমরা সেই অভিজ্ঞতাকে আরও উৎসবমুখর এবং উপভোগ্য করে তুলতে চাচ্ছি, যাতে প্রতিটি কেনাকাটায় থাকে বাড়তি এক খুশির অনুভব।’
৩ ঘণ্টা আগেউড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৯৩ টাকা ৫৭ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯৮ টাকা ২ পয়সায়। আন্তর্জাতিক রুটে প্রতি লিটারের দাম ৬০ মার্কিন সেন্ট থেকে বাড়িয়ে ৬৪ সেন্ট...
৪ ঘণ্টা আগেমার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ভারতের মুম্বাইয়ে আজ মঙ্গলবার প্রথম শোরুম উদ্বোধন করেছে। আজ ভারতের ক্রেতাদের জন্য বহুল আলোচিত মডেল ‘ওয়াই’ উন্মোচন করা হয়েছে। এই মডেলের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় ৭০ হাজার মার্কিন ডলার বা ৬০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৮৪ লাখ ৫৭ হাজার ৬৪৮ টাকা...
৫ ঘণ্টা আগে