Ajker Patrika

সৌদি আরবের ভবিষ্যতের বন্দরনগরী: কিং আবদুল্লাহ ইকোনমিক সিটি

নিজস্ব প্রতিবেদক
কিং আবদুল্লাহ ইকোনমিক সিটি। ছবি: সংগৃহীত।
কিং আবদুল্লাহ ইকোনমিক সিটি। ছবি: সংগৃহীত।

লোহিত সাগরের তীরঘেঁষে গড়ে উঠেছে সৌদি আরবের এক আধুনিক স্বপ্ননগরী— কিং আবদুল্লাহ ইকোনমিক সিটি (কেএইসি)। তেলের ওপর নির্ভরতা কমিয়ে প্রযুক্তি, পর্যটন এবং বাণিজ্যনির্ভর এক নতুন অর্থনীতির ভিত্তি গড়ে তুলতে এই প্রকল্প হাতে নিয়েছে দেশটি। ১০০ বিলিয়ন মার্কিন ডলারের এই বিশাল প্রকল্পটি দেশটির ভিশন ২০৩০-এর অন্যতম মাইলফলক।

বিশ্বসেরা বন্দর, আধুনিক স্মার্ট সিটি পরিকল্পনা, বিলাসবহুল পর্যটন কেন্দ্র এবং প্রযুক্তিনির্ভর শিল্পাঞ্চল নিয়ে গঠিত এই মেগা-প্রকল্প ইতিমধ্যেই বৈশ্বিক নজর কাড়ছে।

কেএইসির অবস্থানগত গুরুত্ব অপরিসীম। ৭০ কিলোমিটার দীর্ঘ উপকূলরেখা ঘিরে গড়ে তোলা এই শহরটি শুধু সৌদি আরব নয়, গোটা মধ্যপ্রাচ্যের অর্থনীতিকে প্রভাবিত করতে পারে। এখানেই গড়ে উঠেছে কিং আবদুল্লাহ বন্দর, যা ২০২২ সালে বিশ্বব্যাংকের র‍্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সবচেয়ে দক্ষ বন্দর হিসেবে স্বীকৃতি পায়। বিশাল কনটেইনার জাহাজ চলাচলের উপযোগী এই বন্দর বিশ্ব বাণিজ্যে সৌদি অংশগ্রহণকে আরও জোরদার করেছে।

এটি শুধু একটি বাণিজ্যিক হাব নয়, বরং একেবারে ভিন্নমাত্রার স্মার্ট সিটি। আধুনিক নগর পরিকল্পনার আওতায় এখানে রয়েছে ফ্রি ইকোনমিক জোন, টেকনোলজি হাব এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার। শহরটির নকশা তৈরি করা হয়েছে পরিবেশবান্ধব ও দীর্ঘমেয়াদী স্থায়িত্ব বিবেচনায় রেখে।

কেএইসিতে দর্শনার্থীদের জন্য রয়েছে নানান আকর্ষণ। ‘বেই লা সান মেরিনা ও ইয়ট ক্লাব’ বিলাসবহুল খাবার ও নৌভ্রমণের এক অসাধারণ অভিজ্ঞতা দেয়। পাশাপাশি রয়েছে আন্তর্জাতিক মানের গলফ কোর্স, যেখানে লাল সাগরের দৃশ্যপটে খেলোয়াড়েরা উপভোগ করতে পারেন চ্যাম্পিয়নশিপ-গ্রেডের গেম। দ্য বিচ কর্নিশ-এর মতো উপকূলীয় রিসোর্ট এলাকাগুলো পর্যটকদের জন্য স্বর্গতুল্য—সূর্যস্নান, জেট স্কি কিংবা ডাইভিং— সবই এখানে সম্ভব।

শুধু ভ্রমণ বা বাণিজ্য নয়, কেএইসি একটি শিল্প ও প্রযুক্তির কেন্দ্র হিসেবেও গড়ে উঠছে। ইন্ডাস্ট্রিয়াল ভ্যালি ইতোমধ্যেই সরবরাহ চেইন, ম্যানুফ্যাকচারিং এবং লজিস্টিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একইসঙ্গে এখানে অবস্থিত কিং আবদুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কেএইউএসটি) গবেষণা ও উদ্ভাবনে একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।

কেএইসি ভবিষ্যতের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হতে যাচ্ছে নিওম (এনইওএম) প্রকল্পের মাধ্যমে, যা সৌদির আরেক উচ্চাভিলাষী প্রযুক্তি-নগর। এই সংযুক্তির ফলে কেএইসি হবে একটি বৈশ্বিক সংযোগস্থল—যেখানে শিক্ষা, প্রযুক্তি, বাণিজ্য এবং জীবনযাত্রা মিলেমিশে এক অনন্য রূপ লাভ করবে।

এই প্রকল্প শুধু সৌদি আরব নয়, গোটা অঞ্চলের অর্থনীতি ও জীবনধারায় ইতিবাচক পরিবর্তন আনার সম্ভাবনা তৈরি করছে। কেএইসি-এর উন্নয়ন নিঃসন্দেহে এক নজিরবিহীন মাইলফলক, যা আধুনিক নগরায়ণের নতুন সংজ্ঞা দিচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ড. ইউনূসের পদত্যাগের গুঞ্জন, পরিস্থিতি নিয়ে যা বলছে রাজনৈতিক দল ও উপদেষ্টারা

‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না’ লেখা পোস্টটি সরিয়ে ফেললেন ফয়েজ তৈয়্যব

ইসলামী ব্যাংকে লুটপাট: শুধু খাতুনগঞ্জ শাখার ক্ষতি পোষাতেই লাগবে ১৩ বছর

পার্লামেন্টে জুতায় বিয়ার ঢেলে পান করে রাজনীতিকে বিদায় জানালেন এমপি

মুক্তিযোদ্ধা কোটায় চাকরি: অর্ধেক সনদ যাচাই শেষ, গরমিল ৪ শতাংশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত