Ajker Patrika

ট্রাম্পের ঘোষণায় বাড়ল পরমাণু বিদ্যুৎ কোম্পানির শেয়ারদর

অনলাইন ডেস্ক
আপডেট : ২৫ মে ২০২৫, ১৫: ১৬
বেড়ে গিয়েছে পরমাণু বিদ্যুৎ উৎপাদক কোম্পানিগুলোর শেয়ারের দাম। ছবি: এএফপি
বেড়ে গিয়েছে পরমাণু বিদ্যুৎ উৎপাদক কোম্পানিগুলোর শেয়ারের দাম। ছবি: এএফপি

পারমাণবিক শক্তি উৎপাদন খাতকে পুনর্জীবিত করতে নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নির্বাহী আদেশ সইয়ের পর বেড়ে গিয়েছে পরমাণু বিদ্যুৎ উৎপাদক কোম্পানিগুলোর শেয়ারের দাম।

এই নির্বাহী আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীন পারমাণবিক নিয়ন্ত্রক কমিশনকে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন খাতের নিয়মকানুন কমাতে এবং নতুন রিঅ্যাক্টর ও বিদ্যুৎকেন্দ্রের লাইসেন্স দ্রুত অনুমোদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ ২০২৫ ও ২০২৬ সালে রেকর্ড ছাড়াবে। গত প্রায় দুই দশক ধরে এই ব্যবহার প্রায় স্থবির ছিল। কিন্তু এখন এআইভিত্তিক ডেটা সেন্টার এবং ক্রিপ্টো মাইনিংয়ের চাহিদা বেড়েছে। এগুলো বড় মাত্রায় বিদ্যুৎ গ্রিডে যুক্ত হচ্ছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি আর্থিক সেবা ও বিনিয়োগ গবেষণা প্রতিষ্ঠান ওয়েডবুশের বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্প প্রশাসনের অধীনে এআই বিপ্লব ও ডেটা সেন্টার নির্মাণ নিয়ে আস্থা বাড়ছে। এ ক্ষেত্রে পারমাণবিক জ্বালানি বড় ভূমিকা রাখবে বলেও বিশ্লেষকেরা মনে করেন।

এই আদেশে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ইউরেনিয়াম উৎপাদন ও সমৃদ্ধকরণ কার্যক্রমকে পুনরুজ্জীবিত করতে হবে, যাতে বাড়তে থাকা বিদ্যুৎ চাহিদা পূরণে সহায়তা করা যায়।

এ ঘোষণার পর ইউরেনিয়াম খনন কোম্পানিগুলোর শেয়ারের দাম উল্লম্ফন দেখা গেছে। ইউরেনিয়াম এনার্জি, এনার্জি ফুয়েলস ও সেন্ট্রাস এনার্জির শেয়ার মূল্য বেড়েছে ১৯ দশমিক ৬ শতাংশ থেকে ২৪ দশমিক ২ শতাংশ পর্যন্ত। অন্যদিকে প্রতিবেশী কানাডার খনন কোম্পানি ক্যামেকোর শেয়ারও বেড়েছে প্রায় ১০ শতাংশ।

ইউরেনিয়ামভিত্তিক কোম্পানিগুলোর ওপর বিনিয়োগ করা গ্লোবাল এক্স ইউরেনিয়াম ইটিএফের মূল্য ১১ দশমিক ৬ শতাংশের বেশি বেড়েছে।

ঊর্ধ্বগতি দেখা গেছে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দামেও। কনস্টেলেশন এনার্জি, ভিসট্রা ও জিই ভারনোভার শেয়ার বেড়েছে ১ দশমিক ২ শতাংশেরও বেশি।

নির্বাহী আদেশের পর পারমাণবিক জ্বালানির প্রতি নতুন করে বিনিয়োগকারী ও কোম্পানিগুলোর মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। কারণ, এটি তুলনামূলকভাবে ক্লিন এনার্জির উৎস এবং বাতাস কিংবা সৌরবিদ্যুতের চেয়ে বেশি নির্ভরযোগ্য বলে বিবেচিত। শিল্পটি ট্রাম্পের নতুন ট্যাক্স ও ব্যয়ের বিল থেকেও লাভবান হবে বলে মনে করা হচ্ছে। এই বিলের মাধ্যমে অনেক গ্রিন এনার্জি ভর্তুকি বাতিল করা হলেও পারমাণবিক জ্বালানির জন্য ট্যাক্স ক্রেডিট বহাল রাখা হয়েছে।

এই প্রসঙ্গে এইচ. সি. ওয়েইনরাইটের বিশ্লেষকেরা বলেন, ‘আমরা স্পষ্টভাবে পারমাণবিক শিল্পের পেছনে শক্তিশালী অনুকূল হাওয়ার জোয়ার দেখতে পাচ্ছি।’

নতুন পারমাণবিক প্রযুক্তি উন্নয়নকারী কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লাভ করেছে ন্যানো পারমাণবিক এনার্জি। কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৩০ শতাংশেরও বেশি।

স্যাম অল্টম্যান-সমর্থিত পারমাণবিক স্টার্টআপ অকলোর শেয়ার মূল্য বেড়েছে ২৩ দশমিক ১ শতাংশ। আর নিউস্কেল পাওয়ারের শেয়ার বেড়েছে ১৯ দশমিক ৬ শতাংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ভিসায় ছয় দেশ

এর জবাব দেশে দিইনি, জাপানে দিলে বিপদ হবে: পদত্যাগ প্রশ্নে ড. ইউনূস

চট্টগ্রামে নারীকে লাথি মেরে ফেলে দেওয়া ‘শিবিরের লোক’ আকাশ চৌধুরীকে ধরছে না পুলিশ

‘বাংলাদেশের বিপক্ষে জিতলেও পাকিস্তানের কোনো লাভ হবে না’

চারটি গুলির পর নিরস্ত্র মেজর সিনহার গলায় পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়: অ্যাটর্নি জেনারেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত