Ajker Patrika

রোববার থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ জুলাই ২০২১, ১৫: ৫২
রোববার থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু

চলমান লকডাউনে ব্যাংকের সময়সূচির সঙ্গে সমন্বয় করে পাঁচ দিন পর রোববার থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু হচ্ছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রোববার সকাল ১০টায় লেনদেন শুরু হয়ে চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। লেনদেন শুরুর আগের ১৫ মিনিট, অর্থাৎ সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১০টা পর্যন্ত থাকবে প্রি-ওপেনিং সেশন।

আর লেনদেন শেষ হওয়ার পরবর্তী ১৫ মিনিট, অর্থাৎ দুপুর সাড়ে ১২টা থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত থাকবে পোস্ট ক্লোজিং সেশন।

বিএসইসি এরই মধ্যে দেশের দুই পুঁজিবাজার—ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) লেনদেনের এ সময়সূচি জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত