Ajker Patrika

বিএসইসির মুখপাত্র ফারহানা, চেয়ারম্যানের পিএস তৌহিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০০: ৩০
বিএসইসির মুখপাত্র ফারহানা, চেয়ারম্যানের পিএস তৌহিদ

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন পরিচালক ফারহানা ফারুকী। আর সংস্থাটির চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন উপপরিচালক তৌহিদ হাসান। 

মঙ্গলবার (২৭ আগস্ট) বিএসইসির প্রশাসন ও অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এতে সই করেছেন প্রশাসন বিভাগের সহকারী পরিচালক নিজাম উদ্দিন। 

তথ্যমতে, বিএসইসির মুখপাত্রের দায়িত্ব ফারহানা ফারুকীর অতিরিক্ত দায়িত্ব হিসেবে গণ্য হবে। এ দায়িত্ব পালনের সময় তিনি বিধি মোতাবেক ভাতা পাবেন। 

ফারহানা ফারুকী দীর্ঘ ২৩ বছর ধরে বিএসইসিতে কাজ করছেন। ২০০১ সালের সেপ্টেম্বরে তিনি সহকারী পরিচালক হিসেবে যোগ দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের স্নাতক। 

এর আগে বিএসইসির মুখপাত্র ছিলেন নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম। এখন তিনি বিএসইসির ডেরিভেটিভস ও ইন্টারনাল নিরীক্ষা এবং ইনভেস্টমেন্ট ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বে রয়েছেন। 

আর চেয়ারম্যানের পিএস ছিলেন যুগ্ম–পরিচালক মো. রাশিদুল আলম। এখন থেকে তিনি মার্কেট অ্যান্ড ইন্টারমেডিয়ারিজ অ্যাফেয়ার্স, রেজিস্ট্রেশন এবং আদার ইন্টারমেডিয়ারিজ সেকশন বিভাগের দায়িত্ব পালন করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত