Ajker Patrika

শুরু হলো ঢাকা এক্সপো পেইন্ট অ্যান্ড কোটিংস

বিজ্ঞপ্তি
গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ পেইন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিপিএমএ) ও বার্জার পেইন্টস (বিডি) লিমিটেডের পরিচালক মো. মহসিন হাবিব চৌধুরী। ছবি: সংগৃহীত
গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ পেইন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিপিএমএ) ও বার্জার পেইন্টস (বিডি) লিমিটেডের পরিচালক মো. মহসিন হাবিব চৌধুরী। ছবি: সংগৃহীত

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি হল-০১) শুরু হয়েছে রং শিল্পের বিভিন্ন ধরনের কাঁচামাল ও কোটিংসের প্রদর্শনী ‘এক্সপো পেইন্ট অ্যান্ড কোটিংস ঢাকা-২০২৫’। তিন দিনের এ প্রদর্শনী শেষ হবে আগামী ২৩ জানুয়ারি।

গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ পেইন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিপিএমএ) ও বার্জার পেইন্টস (বিডি) লিমিটেডের পরিচালক মো. মহসিন হাবিব চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পেইন্টস, ডাইস অ্যান্ড কেমিক্যালস মার্চেন্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কামাল আহমেদসহ দেশের রং ও কোটিংস শিল্পের উদ্যোক্তা এবং বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এটা বাংলাদেশের একমাত্র কোটিংসের প্রদর্শনী। বাংলাদেশ, ভারত, চীন, থাইল্যান্ড ও তাইওয়ানের ৩১ কোম্পানি অংশ নিয়েছে। এই প্রদর্শনীতে রং উৎপাদনের কাঁচামাল, রাসায়নিক ও মেশিনারিজ উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশের রং শিল্পের সঙ্গে যুক্তদের লক্ষ্য করে এর আয়োজন করা হয়েছে।

শিল্পের শীর্ষস্থানীয় এই ইভেন্টে পেইন্ট ম্যানুফ্যাকচারিং ও অ্যাপ্লিকেশনের সর্বাধুনিক সমাধান উপস্থাপন করা হয়, যেখানে সকল প্রধান প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা কিশোরগঞ্জের আইনজীবীর, ফেসবুকে ঝড়

মার্কিন নিষেধাজ্ঞার পর রাশিয়ার তেল কেনা স্থগিত করল চীন

‘বিএনপি করি, শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’: সেই ইউপি সদস্য গ্রেপ্তার

অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট

চীনের সহায়তায় বিদ্রোহীদের কাছে হারানো অঞ্চল আবার দখলে নিচ্ছে মিয়ানমার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ