Ajker Patrika

বাংলাদেশি রোগীদের জন্য অ্যাপোলো হসপিটালস হায়দরাবাদের সরাসরি ফ্লাইট 

আপডেট : ১১ মে ২০২২, ২১: ১১
বাংলাদেশি রোগীদের জন্য অ্যাপোলো হসপিটালস হায়দরাবাদের সরাসরি ফ্লাইট 

বাংলাদেশি রোগীদের জন্য ঢাকা থেকে ইন্ডিগো এয়ারলাইনসের সরাসরি ফ্লাইটের ব্যবস্থা করেছে ভারতের অ্যাপোলো হসপিটালস, হায়দরাবাদ। চিকিৎসার জন্য ভারতে যাওয়া আরও সুবিধাজনক করতে ইন্ডিগো এয়ারলাইনস প্রতি সপ্তাহের শনি ও সোমবার, ঢাকা থেকে সরাসরি হায়দরাবাদে ফ্লাইট চালু করেছে। ফলে বাংলাদেশি রোগীদের জন্য হায়দরাবাদের অ্যাপোলো হসপিটালে পৌঁছানো এখন সহজ ও আরামদায়ক। 

এই ঘোষণার অনুষ্ঠানে অ্যাপোলো হসপিটালস, হায়দরাবাদের ইন্টারন্যাশনাল ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট মি. রাধে মোহন বলেন, ‘বাংলাদেশ থেকে আসা আমাদের রোগীরা বহু বছর ধরে এই সুবিধাজনক সরাসরি ফ্লাইট সংযোগ চেয়েছিলেন, এবং সেই চাওয়া এখন পূরণ হয়েছে। বাংলাদেশ থেকে এই সার্ভিসটি ব্যবহার করে রোগীদের অ্যাপোলো হসপিটালস, হায়দরাবাদে পৌঁছে সবার সেরা ক্লিনিক্যাল সেবা নেওয়ার জন্য অনুরোধ করছি।’ 

এ ছাড়াও, হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে অ্যাপোলো হসপিটালস-এর একটি এয়ারপোর্ট মেডিকেল সেন্টার রয়েছে। সেখানে বাংলাদেশ থেকে যাওয়া রোগীদের স্বাগত জানানোর জন্য আলাদা রিসেপশন ডেস্ক রয়েছে। বিমানের মধ্যে যেকোনো জরুরি সার্ভিস প্রদান এবং কোনো ঝামেলা ছাড়াই হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার জন্য বিশেষ অ্যাম্বুলেন্সসহ হায়দরাবাদে অ্যাপোলো হসপিটালস-এর ডাক্তার এবং প্যারামেডিক স্টাফদের বিমানের মধ্যে জরুরি প্রবেশাধিকার রয়েছে। 

অ্যাপোলো হসপিটালস, হায়দরাবাদ বাংলাদেশ থেকে যাওয়া সব রোগীকে বিনা খরচে বিমানবন্দর থেকে গেস্টহাউস কিংবা হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করে দেয়। এ ছাড়া আলাদা আন্তর্জাতিক লাউঞ্জে রোগীদের বাংলা ভাষা জানা একজন দোভাষীর মাধ্যমে স্বাগত জানানো হয়। অ্যাপোলো হসপিটালস-এর সার্ভিসের মধ্যে রয়েছে ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট, ওপি ইনভেস্টিগেশন, তৃতীয় পক্ষ ভেন্ডরের মাধ্যমে অগ্রাধিকারমূলকভাবে সিমকার্ড এবং বৈদেশিক মুদ্রার ব্যবস্থা করে দেওয়া, ভিসা এক্সটেনশন লেটার, টিকিটিং, সিক লিভ লেটার দেওয়া ইত্যাদি। 

বাংলাদেশি রোগীদের জন্য একটি সূচনামূলক বিশেষ অফার হিসেবে হেলথ চেক-আপে ১০% ছাড় দিচ্ছে অ্যাপোলো হসপিটালস, হায়দরাবাদ। 

উল্লেখ্য, অ্যাপোলো চেন্নাই-এর পরে অ্যাপোলো গ্রুপের দ্বিতীয় হাসপাতাল অ্যাপোলো হসপিটালস হায়দরাবাদ, যা ১৯৮৮ সালে যাত্রা শুরু করে। আজ প্রায় তিন দশক পরে অ্যাপোলো হসপিটালস, হায়দরাবাদ এশিয়ার সবচেয়ে বিখ্যাত এবং বিশ্বস্ত সমন্বিত হেলথ সিটিতে পরিণত হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত