Ajker Patrika

কর্মীদের বিমা সুবিধা দিতে মেটলাইফের সঙ্গে পারফেটি ভ্যান মেলের চুক্তি

কর্মীদের বিমা সুবিধা দিতে মেটলাইফের সঙ্গে পারফেটি ভ্যান মেলের চুক্তি

বাংলাদেশ অফিসের কর্মীদের বিমা সুবিধা দেবে ক্যানডি ও চুইংগাম উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান পারফেটি ভ্যান মেলে। এ উপলক্ষে সম্প্রতি প্রতিষ্ঠানটি মেটলাইফের সঙ্গে চুক্তি সই করেছে। 

চুক্তির অংশ হিসেবে পারফেটি ভ্যান মেলের ৫৬০ জন কর্মী এবং তাঁদের ওপর নির্ভরশীলরা (পরিবার) চিকিৎসা ও জীবনহানির ক্ষেত্রে আর্থিক সুরক্ষা পাবেন। কাস্টমাইজড সল্যুশন, অনলাইন বিমা নিষ্পত্তি সেবা, বিমা দাবির দ্রুত পেমেন্ট ও আর্থিক সক্ষমতার কারণে নিজেদের কর্মীদের বিমা সেবা দেওয়ার ক্ষেত্রে মেটলাইফকে নির্বাচন করে প্রতিষ্ঠানটি। 

পারফেটি ভ্যান মেলের পণ্য বিশ্বের ১৫০ টিরও বেশি দেশে পাওয়া যায়। এশিয়া প্যাসিফিক অঞ্চল, ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও আমেরিকায় বেশ জনপ্রিয় এই প্রতিষ্ঠানটি। 

বাংলাদেশে মেটলাইফ ৮০০ বেশি প্রতিষ্ঠানে কর্মরত ২ লাখ ৭০ হাজারের বেশি কর্মী এবং তাঁদের ওপর নির্ভরশীলদের বিমা সেবা দিচ্ছে। ২০২২ সালে মেটলাইফের পলিসি হোল্ডারদের প্রায় ২ হাজার ৫৪৮ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে। 

পারফেটি ভ্যান মেলের ব্যবস্থাপনা পরিচালক আশিস কাপুর বলেন, ‘পারফেটি ভ্যান মেলে-তে আমরা একটি কর্মপরিবেশ গড়ে তুলতে চাই যেখানে আমাদের সহকর্মীরা নিরাপদ ও আত্মবিশ্বাসী হবেন। আমি বিশ্বাস করি, কর্মীরা এই অংশীদারিত্ব ও মেটলাইফের সেবা থেকে উপকৃত হবেন।’ 

মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘জীবনবিমা সেবা দেওয়ার ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতা আমাদেরকে পারফেটি ভ্যান মেলের কর্মীদের জন্য প্রয়োজন অনুযায়ী সেবার সক্ষমতা দিয়েছে বলে আমি মনে করি।’ 

পারফেটি ভ্যান মেলের পক্ষ থেকে এর ব্যবস্থাপনা পরিচালক আশিস কাপুর, মানবসম্পদ বিভাগের পরিচালক সাইয়েদা তাহিয়া হোসেন, কোম্পানি বেনিফিট অ্যান্ড এইচআর সার্ভিসেসের সিনিয়র ম্যানেজার মো. জায়েদ বিন আতাউর এবং এইচআর সার্ভিসেসের সিনিয়র এক্সিকিউটিভ আকতারুল হাসান চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

মেটলাইফ বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ, ডিএমডি ও চিফ কর্পোরেট বিজনেস অফিসার নাফিস আখতার আহমেদ, ডিরেক্টর অ্যান্ড হেড অব এমপ্লয়ি বেনিফিট মোহাম্মদ কামরুজ্জামান, ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব নিউ সেলস (এমপ্লয়ি বেনিফিটস) মো. মনিরুল ইসলাম এবং এমপ্লয়ি বেনিফিটসের ডেপুটি ম্যানেজার রায়হান চৌধুরী ও শাফায়েত ভূঁইয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত