Ajker Patrika

প্রথম প্রান্তিকে আইডিএলসির ৪৪ শতাংশ একত্রিত নিট মুনাফা বৃদ্ধি

বিজ্ঞপ্তি
প্রথম প্রান্তিকে আইডিএলসির ৪৪ শতাংশ একত্রিত নিট মুনাফা বৃদ্ধি

আইডিএলসি ফাইন্যান্স পিএলসি ২০২৫ সালের প্রথম প্রান্তিকে গত বছরের একই প্রান্তিকের তুলনায় এককভাবে (স্ট্যান্ড্যালোন) কর পরবর্তী নিট মুনাফায় ২৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এককভাবে কর পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ৩৬ কোটি ৮০ লাখ টাকা। একত্রিত (কনসোলিডেটেড) কর পরবর্তী নিট মুনাফা ছিল ৫০ কোটি ৯০ লাখ টাকা, যা গত বছরের একই প্রান্তিকের তুলনায় ৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আইডিএলসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, গত বছরের একই প্রান্তিকের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ২২ টাকা, যা ২০২৪ সালের প্রথম প্রান্তিকে ছিল ০ দশমিক ৮৫ টাকা। গ্রাহকের আমানত বৃদ্ধি পেয়ে মোট ৯ হাজার ২৬৬ কোটি টাকায় দাঁড়িয়েছে (গত বছরের তুলনায় ১০ শতাংশ বৃদ্ধি), পাশাপাশি গ্রুপটির লোন পোর্টফোলিও বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৮৫৭ কোটি টাকায় (গত বছরের তুলনায় ৪শতাংশ বৃদ্ধি)।

ব্যবসায়ের লাভজনকতা ও শেয়ারহোল্ডার মূলধনের যথাযথ উপযোগিতা নিশ্চিতের মাধ্যমে আইডিএলসি’র বাৎসরিক রিটার্ন অন এক্যুইটি (আরওই) বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ০২ শতাংশ-এ; অন্যদিকে বাৎসরিক রিটার্ন অন অ্যাসেটস (আরওএ) বেড়ে ১ দশমিক ৩৫শতাংশ হয়েছে, যা প্রতিষ্ঠানের মূল সম্পদের কার্যকরী ও লাভজনক ব্যবহারের প্রমাণ।

উল্লেখিত প্রান্তিকে ১০৩ দশমিক ২১ শতাংশ মন্দ ঋণের কভারেজ অনুপাত সহ আইডিএলসির মন্দ ঋণের (এনপিএল) অনুপাত ছিল ৪ দশমিক ৬০ শতাংশ, যা প্রতিষ্ঠানটির গত বছরের একই প্রান্তিকের তুলনায় কম এবং আর্থিক খাতের গড়ের তুলনায়ও উল্লেখযোগ্যভাবে কম।

৮ মে, ২০২৫ তারিখে রাজধানীর গুলশানে আইডিএলসি করপোরেট হেড অফিসে আয়োজিত প্রতিষ্ঠানটির ৩৫২তম পরিচালনা পর্ষদ সভায় ২০২৫ সালের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত