নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৈশ্বিক নেটওয়ার্ক আরও বিস্তৃত করার লক্ষ্যে এশিয়ার নতুন তিনটি গন্তব্যে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে এমিরেটস এয়ারলাইন। নতুন গন্তব্যগুলোতে ফ্লাইট চালু হলে এশিয়ার ২৪টি গন্তব্যে এমিরেটসের সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা ২৬৯ টিতে উন্নীত হবে।
আগামী ২ জুন থেকে ভিয়েতনামের ডা-নাংয়ে সপ্তাহে চারটি এবং ৩ জুন থেকে কম্বোডিয়ার সিয়েম রীপে তিনটি সাপ্তাহিক ফ্লাইট পরিচালিত হবে। এই ফ্লাইটগুলো ভায়া ব্যাংকক চলাচল করবে। পরে আগামী ১ জুলাই দুবাই থেকে চীনের শেনঝেনে দৈনিক বিরতিহীন এমিরেটসের ফ্লাইট চলাচল করবে।
শেনঝেন চীনের মূল ভূখণ্ডে এমিরেটসের চতুর্থ গেটওয়ে, ডা-নাং ভিয়েতনামের তৃতীয় এবং সিয়েম রীপ কম্বোডিয়ায় দ্বিতীয়।
২০০২ সালে সাংহাইয়ে ফ্লাইট শুরুর মাধ্যমে এমিরেটস প্রথম এয়ারলাইন হিসেবে মধ্যপ্রাচ্যের সঙ্গে চীনের মূল ভূখণ্ডকে সরাসরি ফ্লাইটের মাধ্যমে যুক্ত করে। বর্তমানে এয়ারলাইনটি বেইজিং, সাংহাই ও গুয়াংজুতে নিয়মিতভাবে ফ্লাইট পরিচালনা করছে। এমিরেটস প্রতি সপ্তাহে চীনের মূল ভূখণ্ড থেকে দুই হাজার টন কার্গো পরিবহন করে থাকে।
ভিয়েতনামে এমিরেটসের তৃতীয় গন্তব্য ডা-নাং। বর্তমানে হ্যানয় ও হো চি মিন সিটিতে নিয়মিত চলাচল করছে এয়ারলাইনটি। প্রতি সপ্তাহের সোম, বুধ, শুক্র ও রবিবার ভায়া ব্যাংকক ফ্লাইটটি পরিচালিত হবে। অন্যদিকে, কম্বোডিয়ার সিয়েম রীপে প্রতি মঙ্গল, বৃহস্পতি ও শনিবার ভায়া ব্যাংকক ফ্লাইট পরিচালনা করা হবে।
এমিরেটসের ২৪টি কোডশেয়ার এবং ইন্টারলাইন পার্টনার চুক্তির অধীনে ভায়া শেনঝেন, ডা-নাং, সিয়েম রীপ অথবা ব্যাংকক যাত্রীরা বিভিন্ন গন্তব্যে সুবিধাজনকভাবে ভ্রমণ সুবিধা পাবেন।
বৈশ্বিক নেটওয়ার্ক আরও বিস্তৃত করার লক্ষ্যে এশিয়ার নতুন তিনটি গন্তব্যে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে এমিরেটস এয়ারলাইন। নতুন গন্তব্যগুলোতে ফ্লাইট চালু হলে এশিয়ার ২৪টি গন্তব্যে এমিরেটসের সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা ২৬৯ টিতে উন্নীত হবে।
আগামী ২ জুন থেকে ভিয়েতনামের ডা-নাংয়ে সপ্তাহে চারটি এবং ৩ জুন থেকে কম্বোডিয়ার সিয়েম রীপে তিনটি সাপ্তাহিক ফ্লাইট পরিচালিত হবে। এই ফ্লাইটগুলো ভায়া ব্যাংকক চলাচল করবে। পরে আগামী ১ জুলাই দুবাই থেকে চীনের শেনঝেনে দৈনিক বিরতিহীন এমিরেটসের ফ্লাইট চলাচল করবে।
শেনঝেন চীনের মূল ভূখণ্ডে এমিরেটসের চতুর্থ গেটওয়ে, ডা-নাং ভিয়েতনামের তৃতীয় এবং সিয়েম রীপ কম্বোডিয়ায় দ্বিতীয়।
২০০২ সালে সাংহাইয়ে ফ্লাইট শুরুর মাধ্যমে এমিরেটস প্রথম এয়ারলাইন হিসেবে মধ্যপ্রাচ্যের সঙ্গে চীনের মূল ভূখণ্ডকে সরাসরি ফ্লাইটের মাধ্যমে যুক্ত করে। বর্তমানে এয়ারলাইনটি বেইজিং, সাংহাই ও গুয়াংজুতে নিয়মিতভাবে ফ্লাইট পরিচালনা করছে। এমিরেটস প্রতি সপ্তাহে চীনের মূল ভূখণ্ড থেকে দুই হাজার টন কার্গো পরিবহন করে থাকে।
ভিয়েতনামে এমিরেটসের তৃতীয় গন্তব্য ডা-নাং। বর্তমানে হ্যানয় ও হো চি মিন সিটিতে নিয়মিত চলাচল করছে এয়ারলাইনটি। প্রতি সপ্তাহের সোম, বুধ, শুক্র ও রবিবার ভায়া ব্যাংকক ফ্লাইটটি পরিচালিত হবে। অন্যদিকে, কম্বোডিয়ার সিয়েম রীপে প্রতি মঙ্গল, বৃহস্পতি ও শনিবার ভায়া ব্যাংকক ফ্লাইট পরিচালনা করা হবে।
এমিরেটসের ২৪টি কোডশেয়ার এবং ইন্টারলাইন পার্টনার চুক্তির অধীনে ভায়া শেনঝেন, ডা-নাং, সিয়েম রীপ অথবা ব্যাংকক যাত্রীরা বিভিন্ন গন্তব্যে সুবিধাজনকভাবে ভ্রমণ সুবিধা পাবেন।
আন্তর্জাতিক তেল বাজারে আজ মঙ্গলবারও দরপতন অব্যাহত আছে। এর পেছনে প্রধান কারণ ছিল—তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাসের পরিকল্পিত উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কানাডা, মেক্সিকো ও চীনের ওপর শুল্ক আরোপের প্রভাব। একই সঙ্গে বেইজিংও পাল্টা শুল্ক আরোপ করেছে, যা বাজারে উদ্বেগ বাড়িয়
৩ ঘণ্টা আগেকানাডার ওপর শেষ পর্যন্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেই ফেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা শুল্ক আরোপ এবং কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি নেওয়া কানাডা প্রতিক্রিয়ায় এবার কী করতে যাচ্ছে সেদিকে চোখ সবার। এদিকে বিশ্ববাণিজ্য বিশ্লেষকেরা মনে করছেন, শীর্ষ বাণিজ্য অংশীদার দেশের ওপর যুক্তরাষ্ট্রের উচ্চ
৩ ঘণ্টা আগেমাইন্ডশেয়ার বাংলাদেশ, বাংলাদেশে প্রথমবারের মতো অর্জন করল মর্যাদাপূর্ণ ‘অরিজিনাল মিডিয়া ইনোভেশন অব দ্য ইয়ার’ পুরস্কার | প্রত্যেক বছর শেষে মাইন্ডশেয়ার গ্লোবাল এই পুরস্কারের ঘোষণা করে। প্রায় ৩৫০টি এন্ট্রি এবং ৩২টি মার্কেট –এর প্রতিযোগিতার মধ্য থেকে ‘রিন বিপ কল ক্যাম্পেইন’ অর্জন করে এই অভূতপূর্ণ সাফল্
৫ ঘণ্টা আগেজাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বেশ কয়েকটি পণ্যে ভ্যাট অব্যাহতির ঘোষণা দিয়েছে, যা বাজার স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এ তালিকায় রয়েছে দেশে উৎপাদিত বিস্কুট, লবণ, সরিষার তেল, আটা, ময়দা, এলপি গ্যাসসহ বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য। কিছু পণ্যে উৎপাদন পর্যায়ে ও কিছুতে...
১৮ ঘণ্টা আগে