Ajker Patrika

ইউএস বিসিসিআইয়ের বাংলাদেশ অংশের কো-অর্ডিনেটর হলেন সুজন

অনলাইন ডেস্ক
Thumbnail image

ইউএস বিসিসিআইয়ের (ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি) বাংলাদেশ অংশের কো-অর্ডিনেটর হয়েছেন ঢাকার এনামুল কবির সুজন।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইউএস বিসিসিআইয়ের কার্যালয়ে এ বিষয়ক একটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এ সময় ইউএস বিসিসিআই প্রেসিডেন্ট মো. লিটন আহমেদ, পরিচালক শেখ ফরহাদ ও এক্সপো কমিটির চেয়ারম্যান মো. বদরুদ্দোজা সাগর উপস্থিত ছিলেন। 

ইউএস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউএস বিসিসিআই) হলো যুক্তরাষ্ট্রে নিবন্ধিত প্রথম সারির একটি ট্রেড বডি বা সংস্থা, যা বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পারস্পরিক ব্যবসায়িক সমৃদ্ধি বাড়ানোর জন্য কাজ করে থাকে। এ ছাড়া ক্রমবর্ধমান ব্যবসায়ী সম্প্রদায়ের চাহিদা পূরণে সংস্থাটি প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাঝে ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধি ও উদ্যোক্তা পরিবেশ তৈরি করা ইউএস বিসিসিআইয়ের অন্যতম লক্ষ্য। তথ্য, সহায়তা, সাংস্কৃতিক অনুষ্ঠান, উৎসব, ব্যবসায়িক রেফারেল, বিনিয়োগ পরিবেশ, নেটওয়ার্কিং, সামাজিকীকরণ এবং আরও অনেক কিছুর উৎস এই ব্যবসায়িক সংগঠনটি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত