Ajker Patrika

বিজিএমইএ নির্বাচন

সম্মিলিত পরিষদের উদ্যোগে মেজবানি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি  
Thumbnail image
সম্মিলিত পরিষদের উদ্যোগে মেজবানি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

আসন্ন বিজিএমইএ নির্বাচন উপলক্ষে সম্মিলিত পরিষদের উদ্যোগে এবং চৈতী গ্রুপের সিইও আবুল কালামের ব্যবস্থাপনায় সম্প্রতি আলোচনা সভা ও মেজবানি অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত পরিষদের সভাপতি ও বিজিএমইএয়ের সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চৈতী গ্রুপের সিইও ও সম্মিলিত পরিষদের সাধারণ সম্পাদক আবুল কালাম।

রশিদ গ্রুপের চেয়ারম্যান এম কফিল উদ্দিন আহমেদের সঞ্চালনায় আয়োজনে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, বিসিবির সভাপতি ফারুক আহমেদ, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, সাবেক মন্ত্রী ও বিজিএমইএয়ের সাবেক সভাপতি রেদোয়ান আহমেদ, বিজিএমইএয়ের সাবেক সভাপতি মো. মোস্তফা গোলাম কুদ্দুস, বিজিএমইএয়ের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কুতুব উদ্দিন আহমেদ, বিজিএমইএয়ের সাবেক সভাপতি এস এম ফজলুল হক, বিজিএমইএয়ের সাবেক সভাপতি খন্দকার রফিকুল ইসলাম, বিটিএমএয়ের সভাপতি শওকত আজিজ রাসেল, বিকেএমইএয়ের নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসানসহ প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশের বৃহৎ গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানের সহস্রাধিক মালিক অনুষ্ঠানে অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, তৈরি পোশাক শিল্পের অর্জন ও অগ্রযাত্রায় আগামীর সম্ভাবনা এবং সংকটে, অর্জনে দুর্জয় ১৯৯৩ সালে প্রতিষ্ঠা হওয়া এই সম্মিলিত পরিষদ। পোশাক শিল্পে সবুজ বিপ্লব ঘটাতে সর্বদাই পরিশ্রমী যোগ্য নেতার প্রয়োজন। সম্মিলিত পরিষদ একটি পরিবার, আমরা সবাই এক ও অভিন্ন। এ যাবৎকালের গার্মেন্টস শিল্পে যত অর্জন সবই সম্মিলিত পরিষদ থেকে এসেছে বলেও বক্তারা উল্লেখ করেন। অনুষ্ঠান শেষে আগত সব অতিথি মেজবানিতে অংশগ্রহণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত