Ajker Patrika

দেশে এআই ও ক্লাউড নিয়ে হুয়াওয়ের কর্মশালা

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৮ মে ২০২৫, ২২: ৫৩
‘ক্লাউড টেকওয়েভ বাংলাদেশ ২০২৫’ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণকারীরা। ছবি: সংগৃহীত
‘ক্লাউড টেকওয়েভ বাংলাদেশ ২০২৫’ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণকারীরা। ছবি: সংগৃহীত

দেশের প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কারিগরি ও সেবার দক্ষতা বাড়াতে ‘ক্লাউড টেকওয়েভ বাংলাদেশ ২০২৫’ শীর্ষক কর্মশালার আয়োজন করেছে হুয়াওয়ে। ঢাকার হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে আয়োজিত এ কর্মশালায় হুয়াওয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের কেন্দ্রীয় কার্যালয়ের বিশেষজ্ঞ দল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ক্লাউড প্রযুক্তির উদ্ভাবন ও বিগ ডেটাবিষয়ক এ কর্মশালা পরিচালনা করে। এতে দেশের প্রায় ১০০ জন প্রযুক্তি পেশাজীবী অংশ নেন। আজ রোববার হুয়াওয়ে বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

হুয়াওয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের কেন্দ্রীয় অফিস থেকে আগত প্রশিক্ষকদের মধ্যে ছিলেন হুয়াওয়ের সিনিয়র সলিউশন আর্কিটেক্ট নিও জিন শেং ক্যাসন, সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার সান বিং ও ক্লাউড সার্ভিস ইঞ্জিনিয়ার জিয়াং ঝেং। তাঁরা এই কর্মশালায় ডেটাবেইস, এআই কনটেইনার + ল্যান্ডিং-জোন, বিগ ডেটা, সিকিউরিটি, পিএএএস (PaaS) বিষয়ে আলোচনা করেন এবং অংশগ্রহণকারীদের প্রাত্যহিক কাজের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তাঁরা মনে করেন, এই আলোচনা ক্লাউড ও এআই খাতের পেশাজীবীদের দক্ষতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশের আধুনিকায়ন ত্বরান্বিত করবে।

হুয়াওয়ে সাউথ এশিয়ার বোর্ড মেম্বার হ্যাভেন লিন বলেন, ‘বাংলাদেশ দ্রুত আধুনিকায়নের পথে এগিয়ে যাচ্ছে। এই যাত্রায় ক্লাউড ও এআই প্রযুক্তির একটি বড় ভূমিকা রয়েছে, যা ভবিষ্যতের বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা দেশের আইসিটি অবকাঠামোকে আরও শক্তিশালী করতে চাই, যাতে প্রযুক্তিনির্ভর বিভিন্ন শিল্পে অন্তর্ভুক্তি ও উদ্ভাবনমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করা যায়। এরই পরিপ্রেক্ষিতে আমরা এ ধরনের কর্মশালার আয়োজন করি, যা এই খাতের প্রতিষ্ঠান ও পেশাজীবীদের দক্ষতা বাড়াতে ভূমিকা রাখে।’

ফ্লোরা টেলিকম লিমিটেডের সিডিও শামসুল আলম নিজামী বলেন, ‘হুয়াওয়ে ক্লাউড টেকওয়েভ বাংলাদেশ ২০২৫ আমাদের ক্লাউড প্রযুক্তি ও এআইয়ের সর্বশেষ উদ্ভাবনগুলো সম্পর্কে জানতে সহায়তা করেছে। এর ফলে আমরা আইসিটি অবকাঠামোতে ক্লাউড ইন্টিগ্রেশনের বিষয়ে আরও গভীরভাবে চিন্তা করতে পারব।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে ক্লাউড মার্কেট সময়ের সঙ্গে বাড়ছে। বাংলাদেশের ক্লাউড মার্কেট ৪৫ মিলিয়ন মার্কিন ডলারের বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে এআই ও ক্লাউডভিত্তিক সমাধান সংযুক্ত করার হারও বাড়বে।

এতে আরও বলা হয়, ৩০ বছরের বেশি আইসিটির অভিজ্ঞতা, সর্বাধুনিক পণ্য ও সেবা নিয়ে হুয়াওয়ে ক্লাউড ২০২৩ গার্টনার ম্যাজিক কোয়াড্রেন্টসহ বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা সংস্থার স্বীকৃতি অর্জন করেছে। এশিয়া প্যাসিফিক পাবলিক ক্লাউড মার্কেটে এটি গত চার বছরে ২০ গুণ বেড়েছে, যার ফলে হাইব্রিড ক্লাউড সেগমেন্টে এটি শীর্ষ পাঁচ সেবাদাতার মধ্যে দ্রুত বর্ধনশীল সেবাদাতার স্থান অর্জন করেছে। হাইব্রিড ক্লাউড সেগমেন্টে শীর্ষ স্থান ধরে রাখার সঙ্গে সঙ্গে হুয়াওয়ে ক্লাউড স্ট্যাক থাইল্যান্ড, বাংলাদেশ ও হংকংয়ে প্রথম অবস্থানে রয়েছে। বাংলাদেশে প্রথম ই-গভর্নমেন্ট ক্লাউড ‘বিসিসি’ ও ‘রবি’র জন্য প্রথম হাইব্রিড ক্লাউড চালু করার মাধ্যমে হুয়াওয়ে ক্লাউড সফল যাত্রা অব্যাহত রেখেছে। বর্তমানে হুয়াওয়ে ক্লাউড ও এআই সমাধানের মাধ্যমে একাধিক শিল্পে সেবা দিচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের পোস্টে কমেন্ট করে বরখাস্ত মৎস্য মন্ত্রণালয়ের কর্মচারী

‘৩ শর্তে’ সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুতদের বিক্ষোভ স্থগিত

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

ভারতের সঙ্গে টক্কর দিলে বাঁচতে পারবে না বাংলাদেশ: বিজেপি নেতা

চিরকুটে শিক্ষাব্যবস্থাকে দায়ী করে ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত