Ajker Patrika

বন্ধু দিবসে বাংলাদেশি ফুটবলপ্রেমীদের শুভেচ্ছা জানালেন মার্টিনেজ-অ্যালিস্টার

বিজ্ঞপ্তি
Thumbnail image

আর্জেন্টিনার ফুটবল দলের প্রতি দেশের মানুষের ভালোবাসার মাধ্যমে তৈরি হয়েছে বাংলাদেশ-আর্জেন্টিনার বন্ধুত্বমূলক সম্পর্ক। সম্প্রতি বিকাশের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের রিজওনাল ব্র্যান্ড পার্টনার হওয়ার মাধ্যমে দুই দেশের এই সম্পর্কের ভিত শক্তিশালী হয়েছে। 

তারই ধারাবাহিকতায় বন্ধু দিবস উপলক্ষে আর্জেন্টিনা ফুটবল দলের পক্ষ থেকে বাংলাদেশি ফুটবলপ্রেমীদের শুভেচ্ছা জানিয়েছে আর্জেন্টিনার জাতীয় দলের খেলোয়াড়রা। ‍আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ও বিকাশের ফেসবুক পেজের মাধ্যমে শুভেচ্ছা জানান এমিলিয়ানো মার্টিনেজ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। ফেসবুক পেজের লিংক: https://fb.watch/mf 182 bxnRL/ এবং https://fb.watch/mf1 hOGnyO2 /। 

শুভেচ্ছা বার্তায় এমিলিয়ানো মার্টিনেজ বলেন, ‘বিশ্বকাপের পাশাপাশি সব সময়ই স্বতঃস্ফূর্ত সমর্থনের জন্য বাংলাদেশের ফুটবলপ্রেমীদের ধন্যবাদ। বিকাশকে স্বাগতম আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রথম রিজওনাল পার্টনার হিসেবে।’ 

আলেক্সিস ম্যাক অ্যালিস্টার বলেন, ‘এত ভালোবাসা ও সাপোর্টের জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আর বাংলাদেশের আমাদের প্রথম রিজওনাল পার্টনার বিকাশ-কে স্বাগতম। সবার জন্য ভালোবাসা।’ 

উল্লেখ্য, খেলাধুলার মধ্য দিয়ে আর্থিক অন্তর্ভুক্তিকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং বিকাশ গত মে মাসে ব্র্যান্ড পার্টনারশিপের ঘোষণা দেয়। বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তিতে অবদান রাখা শীর্ষ প্রতিষ্ঠান বিকাশ, এই উদ্যোগের মাধ্যমে প্রথম ও একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের ব্র্যান্ড পার্টনার হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত