Ajker Patrika

আইএফসি ও ল্যাবএইডের উদ্যোগে উত্তরায় হচ্ছে আন্তর্জাতিক মানের হাসপাতাল

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ২১: ২৩
আইএফসি ও ল্যাবএইডের উদ্যোগে উত্তরায় হচ্ছে আন্তর্জাতিক মানের হাসপাতাল

উত্তরায় ল্যাবএইড কার্ডিয়াক অ্যান্ড জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠার লক্ষ্যে ল্যাবএইড গ্রুপ ও ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত  হয়েছে। প্রস্তাবিত এই অত্যাধুনিক হাসপাতালটি চালু হলে রাজধানীর উত্তরা ও এর আশপাশের জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসার দুয়ার খুলবে।

আইএফসি বা ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের একটি সদস্য। এর প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। বাংলাদেশের কোনো স্বাস্থ্যসেবা খাতে এবারই প্রথম তারা সরাসরি অর্থায়ন করল। ২০২৬ সাল নাগাদ হাসপাতালটি চালু করা হবে। হাসপাতালটি চালু হলে সেবাপ্রার্থীরা ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা পাবেন।

হাসপাতালে থাকবে ১০০টি বিশেষায়িত শয্যা এবং ২৪ ঘণ্টা জরুরি সেবা। আরও থাকবে কার্ডিয়াক ক্যাথ ল্যাব, সিসিইউ বা করোনারি কেয়ার ইউনিট, অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে আধুনিক মডুলার অপারেশন থিয়েটার এবং সার্বক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা নিবিড় পর্যবেক্ষণব্যবস্থা। বাংলাদেশে স্ট্রোক ও হার্ট অ্যাটাকে মৃত্যুর হার দিন দিন বাড়ছে। উত্তরায় ল্যাবএইড কার্ডিয়াক অ্যান্ড জেনারেল হাসপাতাল চালু হলে উত্তরা, মিরপুর, গাজীপুর ও সাভারের মানুষ সংকটময় মুহূর্তে হাতের নাগালে বিশেষায়িত জরুরি স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ পাবেন। ল্যাবএইড কার্ডিয়াক অ্যান্ড জেনারেল হাসপাতাল বিশেষায়িত সেবা প্রদানের মাধ্যমে মানুষের মূল্যবান জীবন বাঁচাতে সাহায্য করবে।

বর্তমানে উত্তরাতে দুটি ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টার চালু রয়েছে। ল্যাবএইড কার্ডিয়াক অ্যান্ড জেনারেল হাসপাতাল চালু হলে সেবাপ্রার্থীরা এক ছাদের নিচে সব ধরনের অত্যাধুনিক চিকিৎসাসেবা প্রাপ্তির সুযোগ পাবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

জাপায় নতুন মোড়: আনিসুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বহিষ্কৃতদের পুনর্বহাল

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ: ৫ নেতাকে শোকজ করল এনসিপি

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত