অনলাইন ডেস্ক
প্রথমবারের মতো হাঁটু বা হিপ রিপ্লেসমেন্ট সার্জারিতে ‘ম্যাকো রোবোটিকস’ নিয়ে এসেছে অ্যাপোলো হসপিটালস চেন্নাই। তিন দশক ধরে প্রচলিত হাঁটু বা হিপ রিপ্লেসমেন্ট সার্জারি রোগীদের জীবনকে কার্যকরভাবে উন্নত করছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
অ্যাপোলো হসপিটালস চেন্নাইয়ের সিনিয়র কনসালট্যান্ট অর্থোপেডিক সার্জন ডা. কুনাল পাটেল বলেন, ‘ম্যাকো রোবোটিকস’ সার্জারিকে প্রায় শতভাগ নিখুঁত করতে সাহায্য করবে। এই ব্যবস্থায় সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে হাড় কাটা, হাড় এবং নরম টিস্যু সংরক্ষণ, পোস্ট-অপারেশনে কম ব্যথা, দ্রুত রিকভারি, দ্রুত হাসপাতাল থেকে রিলিজ পাওয়া এবং কম রক্তক্ষরণ হবে।
ডা. কুনাল পাটেল আরও জানান, হাঁটু বা হিপের সার্জারির ক্ষেত্রে, ‘ম্যাকো সিস্টেম’-এর সফটওয়্যার রোগীর সিটি স্ক্যানের ওপর ভিত্তি করে রোগাক্রান্ত জয়েন্টের একটি থ্রিডি মডেল তৈরি করতে সহায়তা করে। পরে সফটওয়্যারটি প্রতিটি রোগীর জন্য তাদের রোগের নির্দিষ্ট অবস্থার ওপর ভিত্তি করে একটি পার্সোনালাইজড ভার্চুয়াল সার্জিক্যাল প্ল্যান তৈরি করে। এই প্রযুক্তির মাধ্যমে সার্জারির সময় প্রয়োজনে সার্জন পরিকল্পনায় কিছু পরিবর্তন আনতে পারেন। যেহেতু রোবোটিক এই আর্মকে শারীরিকভাবে ভার্চুয়াল সীমানার বাইরে সরানো যায় না, তাই এটি নরম টিস্যু সংরক্ষণ করতে সক্ষম।
সম্পূর্ণ হাঁটু প্রতিস্থাপন করতে হবে এমন যেকোনো রোগীই এই অপারেশন করিয়ে নিতে পারবেন বলে জানিয়েছেন ডা. কুনাল পাটেল। রোবোটিকস সার্জারির ব্যয় প্রসঙ্গে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাড়তি স্ক্যান এবং প্রয়োজনীয় জিনিসপত্রের কারণে সাধারণ সার্জারির তুলনায় ১০ থেকে ১৫ শতাংশ বেশি খরচ হতে পারে।
শরীরের হাড় সুস্থ রাখতে ডা. কুনাল পাটেল কিছু পরামর্শ দিয়েছেন। যেমন শাকসবজি ও তাজা ফল খেতে হবে এবং চিনি কম খেতে হবে এবং কার্বোনেটেড ড্রিংকস খাওয়া যাবে না। এ ছাড়া খাবার রাখার জন্য প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা যাবে না; কারণ, এটি শরীরের পাশাপাশি হাড়ের জন্যও ক্ষতিকর। পাশাপাশি নিয়মিত এক্সারসাইজ যেমন—হাঁটাহাঁটি করা, যেকোনো স্পোর্টসে অংশ নেওয়ার পরামর্শ দেন তিনি।
প্রথমবারের মতো হাঁটু বা হিপ রিপ্লেসমেন্ট সার্জারিতে ‘ম্যাকো রোবোটিকস’ নিয়ে এসেছে অ্যাপোলো হসপিটালস চেন্নাই। তিন দশক ধরে প্রচলিত হাঁটু বা হিপ রিপ্লেসমেন্ট সার্জারি রোগীদের জীবনকে কার্যকরভাবে উন্নত করছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
অ্যাপোলো হসপিটালস চেন্নাইয়ের সিনিয়র কনসালট্যান্ট অর্থোপেডিক সার্জন ডা. কুনাল পাটেল বলেন, ‘ম্যাকো রোবোটিকস’ সার্জারিকে প্রায় শতভাগ নিখুঁত করতে সাহায্য করবে। এই ব্যবস্থায় সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে হাড় কাটা, হাড় এবং নরম টিস্যু সংরক্ষণ, পোস্ট-অপারেশনে কম ব্যথা, দ্রুত রিকভারি, দ্রুত হাসপাতাল থেকে রিলিজ পাওয়া এবং কম রক্তক্ষরণ হবে।
ডা. কুনাল পাটেল আরও জানান, হাঁটু বা হিপের সার্জারির ক্ষেত্রে, ‘ম্যাকো সিস্টেম’-এর সফটওয়্যার রোগীর সিটি স্ক্যানের ওপর ভিত্তি করে রোগাক্রান্ত জয়েন্টের একটি থ্রিডি মডেল তৈরি করতে সহায়তা করে। পরে সফটওয়্যারটি প্রতিটি রোগীর জন্য তাদের রোগের নির্দিষ্ট অবস্থার ওপর ভিত্তি করে একটি পার্সোনালাইজড ভার্চুয়াল সার্জিক্যাল প্ল্যান তৈরি করে। এই প্রযুক্তির মাধ্যমে সার্জারির সময় প্রয়োজনে সার্জন পরিকল্পনায় কিছু পরিবর্তন আনতে পারেন। যেহেতু রোবোটিক এই আর্মকে শারীরিকভাবে ভার্চুয়াল সীমানার বাইরে সরানো যায় না, তাই এটি নরম টিস্যু সংরক্ষণ করতে সক্ষম।
সম্পূর্ণ হাঁটু প্রতিস্থাপন করতে হবে এমন যেকোনো রোগীই এই অপারেশন করিয়ে নিতে পারবেন বলে জানিয়েছেন ডা. কুনাল পাটেল। রোবোটিকস সার্জারির ব্যয় প্রসঙ্গে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাড়তি স্ক্যান এবং প্রয়োজনীয় জিনিসপত্রের কারণে সাধারণ সার্জারির তুলনায় ১০ থেকে ১৫ শতাংশ বেশি খরচ হতে পারে।
শরীরের হাড় সুস্থ রাখতে ডা. কুনাল পাটেল কিছু পরামর্শ দিয়েছেন। যেমন শাকসবজি ও তাজা ফল খেতে হবে এবং চিনি কম খেতে হবে এবং কার্বোনেটেড ড্রিংকস খাওয়া যাবে না। এ ছাড়া খাবার রাখার জন্য প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা যাবে না; কারণ, এটি শরীরের পাশাপাশি হাড়ের জন্যও ক্ষতিকর। পাশাপাশি নিয়মিত এক্সারসাইজ যেমন—হাঁটাহাঁটি করা, যেকোনো স্পোর্টসে অংশ নেওয়ার পরামর্শ দেন তিনি।
কাগুজে ও ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে ঋণের নামে নেওয়া হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এস আলম গ্রুপ। পাচারের এই অর্থ ফেরাতে তোড়জোড় শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক।) দুদকের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, ইতিমধ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিভিন্ন দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএ
৭ ঘণ্টা আগেপশ্চিমের বলয় থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টায় বিকল্প অর্থনৈতিক জোট হিসেবে ব্রিকসের জন্ম। এই জোটের সদস্য দেশগুলো হলো—ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। সাম্প্রতিক সময়ে মিসর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছে।
১৪ ঘণ্টা আগেগার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড দেশের একটি সুপরিচিত বিমা প্রতিষ্ঠান, সম্প্রতি বিমা কার্যক্রম পরিচালনায় নিয়ম লঙ্ঘনের জন্য সমালোচিত হয়েছে। প্রায় চার বছর ধরে সিইও (মুখ্য নির্বাহী কর্মকর্তা) ছাড়া প্রতিষ্ঠানটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ২০২১ সালের জানুয়ারি মাস থেকে সিইও পদটি শূন্য, যা বিমা আইন..
১ দিন আগেজাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এখনো রাজস্ব আহরণের আধুনিক ব্যবস্থার সঙ্গে তাল মেলাতে পারছে না। বিশেষ করে আয়কর ব্যবস্থার ডিজিটালাইজেশন এখনো অনেক পিছিয়ে। ২০০৫ সালে অটোমেশনের উদ্যোগ নেওয়া হলেও দুই দশক পরেও তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি।
১ দিন আগে