Ajker Patrika

সময়মতো শুল্ক-কর দিলে রাজস্ব ঘাটতির শঙ্কা নেই: এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১২: ১৫
সময়মতো শুল্ক-কর দিলে রাজস্ব ঘাটতির শঙ্কা নেই: এনবিআর চেয়ারম্যান

সময়মতো শুল্ক-কর দিলে রাজস্ব ঘাটতির শঙ্কা নেই বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘দেশ আমাদের সবার, তাই জুলাই-আগস্টে যেভাবে সবাই একসঙ্গে কাজ করেছেন, এ রকম কাজ করলে সমস্যা হবে না।’ কাস্টমসে যাতে ব্যবসায়ীরা হয়রানির শিকার না হন, তা খেয়াল রাখতে হবে। সার্ভার জটিলতা নিরসন করা হবে। জালিয়াতির ঘটনাগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল বুধবার চট্টগ্রাম কাস্টম হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ও সার্ভার জটিলতায় জুলাই ও আগস্টে জট বেড়েছে চট্টগ্রাম বন্দরে। কমেছে রাজস্ব আদায়ের পরিমাণ। রাজস্ব আদায়ের গুরুত্বপূর্ণ এ বন্দরে গতি আনতে দুই দিনের সফরে চট্টগ্রাম এসেছেন এনবিআর চেয়ারম্যান। তাঁকে পেয়ে বিভিন্ন দাবি উপস্থাপন করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে চট্টগ্রাম বন্দর ভবনের কনফারেন্স রুমে বন্দর ও কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান বলেন, ‘আমরা চিঠিপত্র চালাচালির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই। প্রয়োজনকে প্রাধান্য দিয়ে কাজ করতে চাই। এ জন্য পানগাঁওসহ বিভিন্ন অফডকে ৩৮টির বেশি পণ্য রাখার প্রয়োজন। বন্দরে পড়ে থাকা কনটেইনারের পণ্য দ্রুততার সঙ্গে নিলাম প্রক্রিয়ায় যাওয়া প্রয়োজন। বিশেষ করে বিস্ফোরক পণ্য যেগুলো বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে আছে, সেগুলো ধ্বংস করার প্রক্রিয়া শুরু করা প্রয়োজন।’

এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের সার্ভারের সংকট নিরসন ও পূর্ণাঙ্গ অটোমেশনে জোর দিচ্ছে এনবিআর। এই সিস্টেমে জালিয়াতি ও কারসাজির মাধ্যমে শুল্ক ফাঁকির অপচেষ্টা রোধ ও জালিয়াত চক্র চিহ্নিত করতে কাজ করছে এনবিআর। কোনো হয়রানি ছাড়া ব্যবসায়ীদের দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতে কর্মকর্তাদের দক্ষতাও বাড়াতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত