Ajker Patrika

বিকাশে যুক্ত হলো আরও দুই ব্যাংক, সেবা আরও বিস্তৃত

বিকাশে যুক্ত হলো আরও দুই ব্যাংক, সেবা আরও বিস্তৃত

বিকাশ ব্যাংকিং নেটওয়ার্কে যুক্ত হয়েছে উরি ব্যাংক বাংলাদেশ ও সিটিজেনস ব্যাংক পিএলসি। নতুন এ দুটি ব্যাংক যুক্ত হওয়ায় বিকাশের সাড়ে ৬ কোটি গ্রাহকের অ্যাকাউন্টে টাকা আনার সুযোগ আরও বিস্তৃত হয়েছে। এ নিয়ে সর্বমোট দেশের শীর্ষস্থানীয় ৪০টি বাণিজ্যিক ব্যাংক বিকাশের সঙ্গে যুক্ত হলো। 

গ্রাহকেরা এই দুটি ব্যাংক থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারের পর সেন্ড মানি, ইউটিলিটি বিল পরিশোধ, কেনাকাটার পেমেন্ট, মোবাইল রিচার্জ, স্কুল কলেজের বেতন পরিশোধ, ই-টিকেটিং, বিভিন্ন অনলাইন নিবন্ধনের ফি পরিশোধ, সেভিংসসহ দৈনন্দিন প্রায় সমস্ত লেনদেন করতে পারছেন ক্যাশলেস পদ্ধতিতে।

বিকাশের অ্যাড মানি নেটওয়ার্কে নতুন যুক্ত উরি ও সিটিজেনস ব্যাংক থেকে বিকাশে টাকা আনার পদ্ধতি খুব সহজ। দুটি ব্যাংকের ক্ষেত্রে অ্যাড মানির পদ্ধতি একইরকম। প্রথমেই ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিংয়ে নিবন্ধিত গ্রাহককে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এরপর নিজের বা প্রিয়জনের বিকাশ নম্বর বেনিফিশিয়ারি হিসেবে যুক্ত করতে হবে। 

বেনিফিশিয়ারি যোগ করা হয়ে গেলে ইন্টারনেট ব্যাংকিং থেকে ‘ট্রান্সফার’ অপশনের ‘ওয়ালেট ট্রান্সফার’ অংশ থেকে ‘বিকাশ’ আইকনে ট্যাপ করে বিকাশ নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, টাকার পরিমাণ ইত্যাদি প্রয়োজনীয় তথ্য পূরণ করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে। এরপর ওটিপি এবং পিন নম্বর দিলেই তাৎক্ষণিকভাবে ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা চলে আসবে। লেনদেন সম্পন্ন হলে গ্রাহক এসএমএস নোটিফিকেশন পাবেন। 

উল্লেখ্য, ‘অ্যাড মানি’ বা ‘বিকাশ টু ব্যাংক’ উভয় ক্ষেত্রেই বাংলাদেশ ব্যাংক নির্ধারিত লিমিট প্রযোজ্য হবে। 

অ্যাড মানি ও বিকাশ টু ব্যাংক সেবার পাশাপাশি সম্প্রতি দেশে বহুল ব্যবহৃত ভিসা ডেবিট কার্ডে টাকা পাঠানোর সেবাও যুক্ত করেছে বিকাশ। এই লেনদেন সেবা পেতে ‘বিকাশ টু ব্যাংক’ আইকনে ট্যাপ করে ‘কার্ড’ অপশনে প্রবেশ করতে হবে। সেখানে ‘ভিসা’ লোগোতে ট্যাপ করে ১৬ ডিজিটের ভিসা ডেবিট কার্ড নম্বর, এরপর টাকার পরিমাণ টাইপ করে পরের ধাপে বিকাশ পিন দিলেই টাকা ট্রান্সফার সম্পন্ন হবে সর্বোচ্চ তিন কার্যদিবসের মধ্যে। 

‘অ্যাড মানি’ এবং ‘বিকাশ টু ব্যাংক’ সেবার ফলে ব্যাংকের সঙ্গে বিকাশের দ্বিমুখী লেনদেন আরও স্বাচ্ছন্দ্যময় হয়েছে গ্রাহকের জন্য। ব্যাংকিং সময়সীমার মধ্যে নির্ধারিত শাখায় গিয়ে লেনদেনের বাধ্যবাধকতা এড়িয়ে গ্রাহকেরা এখন প্রয়োজন অনুযায়ী যেকোনো স্থান থেকে যেকোনো সময় বিকাশে টাকা আনতে পারছেন। আবার দরকার হলে বিকাশ থেকে ব্যাংকে টাকা জমা দেওয়াসহ ডিপিএস, ঋণের কিস্তি ইত্যাদি নানা সেবা ঘরে বসেই নিতে পারছেন ‘বিকাশ টু ব্যাংক’ এর মাধ্যমে। ফলে গ্রাহকদের লেনদেনে এসেছে আরও স্বাধীনতা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত