Ajker Patrika

ফরচুন ম্যাগাজিনে প্রকাশিত সেরা ১০০টি প্রতিষ্ঠানের তালিকায় মেটলাইফ

ফরচুন ম্যাগাজিনে প্রকাশিত সেরা ১০০টি প্রতিষ্ঠানের তালিকায় মেটলাইফ

কর্মীদের উন্নত সুযোগ ও কর্মপরিবেশ তৈরিতে প্রতিনিয়ত কাজ করে ফরচুন ম্যাগাজিনে প্রকাশিত সেরা ১০০টি প্রতিষ্ঠানের তালিকায় স্থান পেয়েছে মেটলাইফ। এ তালিকায় এমন প্রতিষ্ঠানসমূহকে স্বীকৃতি দেওয়া হয়, যারা কর্মীদের উন্নত সুযোগ ও কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রতিনিয়ত কাজ করে। 

 ২০২৩ সালের এ তালিকা নির্ধারণের জন্য ৫ লাখের বেশি কর্মীদের কাছ থেকে প্রতিষ্ঠানের সংস্কৃতি, ব্যবস্থাপনার প্রতি আস্থা, সহকর্মীদের মধ্যে বন্ধন এবং প্রতিষ্ঠানের প্রতি আনুগত্যের মতো বিষয়গুলোকে বিবেচনা করা হয়েছে।

এ প্রসঙ্গে মেটলাইফের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী মিশেল খালাফ বলেছেন, ‘মেটলাইফে আমরা এমন একটি কর্মক্ষেত্র গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ যেখানে প্রত্যেককে সম্মান দেওয়া হয় ও সবার বক্তব্যকে স্বীকৃতি দেওয়া হয়। আমাদের সহকর্মীরাই প্রতিদিন এ রকম একটি পরিবেশ তৈরি করছেন।’ 

তিনি আরও বলেন, ‘এ স্বীকৃতি অর্জন করতে পেরে আমরা গর্বিত এবং আরও শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতি গড়ে তোলার ব্যাপারে আমরা অবিচল থাকব যেখানে প্রতিটি কর্মচারী পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে পারেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত