বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) লালমনিরহাটের কৃষি উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি করেছে। আজ শনিবার সকালে জেলার সরকারি কলেজ অডিটোরিয়ামে সিএসআর প্রকল্প ভরসার নতুন জানালার আওতায় এই প্রশিক্ষণ কর্মসূচি করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি। তিনি বলেন, ‘বাংলাদেশের কৃষি এগিয়ে যাচ্ছে। দেশের পরিশ্রমী ও সৃজনশীল কৃষকদের অক্লান্ত পরিশ্রম এবং সরকারের কৃষিবান্ধব নীতি ও সহায়তার জন্য বাংলাদেশের কৃষি এখন রপ্তানিমুখী।’
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অর্থনীতিতে কৃষিকে বরাবরই অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করা হয়েছে। বর্তমান গণতান্ত্রিক সরকারের বহুমুখী পদক্ষেপ ও পরিকল্পনায় কৃষি আমাদের কাছে বিস্ময়কর সাফল্য নিয়ে এসেছে। বিশেষ করে কৃষিতে প্রযুক্তির ব্যবহার।’
লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউসুফ আলীর সভাপতিত্বে দিনব্যাপী কৃষি-উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচিতে লালমনিরহাটের পাঁচটি উপজেলার প্রায় ২৫০ জন উৎসাহী কৃষি উদ্যোক্তা অংশ নেন। ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম ভূইয়া, বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক ও কৃষিতথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক, জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হামিদুর রহমানসহ ব্যাংক কর্মকর্তা অনুষ্ঠানে বক্তব্য দেন।
একই দিনে নীলফামারীতে ডেনিশ লেপ্রসি মিশন মিলনায়তনে জেলার ৬টি উপজেলার ১৫০ জন কৃষি উদ্যোক্তাকে নিয়ে একই ধরনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট ও নীলফামারী উভয় প্রশিক্ষণেই সহায়তাকারীরা কৃষি উদ্যোক্তা হওয়ার উপায়, মূলধন, বিপণন, ব্যবস্থাপনা, ব্যাংকিং এবং উদ্যোক্তা হিসেবে বিকশিত হওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) লালমনিরহাটের কৃষি উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি করেছে। আজ শনিবার সকালে জেলার সরকারি কলেজ অডিটোরিয়ামে সিএসআর প্রকল্প ভরসার নতুন জানালার আওতায় এই প্রশিক্ষণ কর্মসূচি করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি। তিনি বলেন, ‘বাংলাদেশের কৃষি এগিয়ে যাচ্ছে। দেশের পরিশ্রমী ও সৃজনশীল কৃষকদের অক্লান্ত পরিশ্রম এবং সরকারের কৃষিবান্ধব নীতি ও সহায়তার জন্য বাংলাদেশের কৃষি এখন রপ্তানিমুখী।’
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অর্থনীতিতে কৃষিকে বরাবরই অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করা হয়েছে। বর্তমান গণতান্ত্রিক সরকারের বহুমুখী পদক্ষেপ ও পরিকল্পনায় কৃষি আমাদের কাছে বিস্ময়কর সাফল্য নিয়ে এসেছে। বিশেষ করে কৃষিতে প্রযুক্তির ব্যবহার।’
লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউসুফ আলীর সভাপতিত্বে দিনব্যাপী কৃষি-উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচিতে লালমনিরহাটের পাঁচটি উপজেলার প্রায় ২৫০ জন উৎসাহী কৃষি উদ্যোক্তা অংশ নেন। ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম ভূইয়া, বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক ও কৃষিতথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক, জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হামিদুর রহমানসহ ব্যাংক কর্মকর্তা অনুষ্ঠানে বক্তব্য দেন।
একই দিনে নীলফামারীতে ডেনিশ লেপ্রসি মিশন মিলনায়তনে জেলার ৬টি উপজেলার ১৫০ জন কৃষি উদ্যোক্তাকে নিয়ে একই ধরনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট ও নীলফামারী উভয় প্রশিক্ষণেই সহায়তাকারীরা কৃষি উদ্যোক্তা হওয়ার উপায়, মূলধন, বিপণন, ব্যবস্থাপনা, ব্যাংকিং এবং উদ্যোক্তা হিসেবে বিকশিত হওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অসুস্থতা, দুর্ঘটনাসহ বিপদে-আপদে বিশ্বজুড়ে মানুষের ভরসার কেন্দ্র ‘বিমা’। বিমা পলিসি করা থাকলেই হাসপাতালের বিল পরিশোধ বা দুর্ঘটনার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কোনো চিন্তা করতে হয় না গ্রাহককে। গ্রাহকের হয়ে বিমা কোম্পানিই সব শোধ করে দেয়। কিন্তু বাংলাদেশের বিমা খাত এখনো সেই ভরসার জায়গা হয়ে উঠতে পারেনি।
২ ঘণ্টা আগেপেঁয়াজের মৌসুম এখনো শেষ হয়নি। তার আগেই দাম বাড়তে শুরু করেছে। বাজারে দাম আরও বাড়বে; সেই আশায় কৃষক, ফড়িয়া, ব্যবসায়ী—সবাই সাধ্যমতো পেঁয়াজ ধরে রাখছেন, সুবিধামতো সময়ে ছাড়ছেন অল্প অল্প করে। আর এতেই মোকামে বাড়ছে পণ্যটির দাম, যার প্রভাব পড়ছে পাইকারি ও খুচরা বাজারে।
২ ঘণ্টা আগেদক্ষিণ এশিয়ার বাণিজ্য মানচিত্রে বাংলাদেশের অবস্থান বদলে দিতে যাচ্ছে মাতারবাড়ী। বহুল কাঙ্ক্ষিত গভীর সমুদ্রবন্দর প্রকল্পটি এখন আর কাগজে আঁকা স্বপ্ন নয়, সেটি বাস্তবায়নের মোক্ষম বাঁক পেরিয়ে প্রবেশ করতে যাচ্ছে নির্মাণপর্বে। এ লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার ঢাকায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে জাপানের দুটি
৩ ঘণ্টা আগে৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড় নিয়ে বাংলাদেশ সফর শেষ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদল। তবে এবারের মিশনে পূর্বের মতো সফরের শেষে ‘স্টাফ লেভেল অ্যাগ্রিমেন্ট’ হয়নি। আইএমএফের এই সিদ্ধান্ত, অর্থাৎ চুক্তি ছাড়াই মিশন শেষ করা, পূর্বের রীতি থেকে একটি বড়
৩ ঘণ্টা আগে