Ajker Patrika

বন্যার্তদের পাশে ইউআইইউ

বিজ্ঞপ্তি
আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১৩: ৪৩
Thumbnail image

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যায় মানুষের জীবন ও জীবিকার ব্যাপক ক্ষতি হয়েছে। অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ)। গতকাল বুধবার কুমিল্লার বুড়িচং উপজেলায় বন্যাদুর্গত মানুষের কাছে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেয় ইউআইইউ শিক্ষার্থীরা।

ইউআইইউ সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সহযোগিতায় ক্যাম্পাসে ক্যাম্পেইন চালিয়ে নগদ অর্থ এবং ত্রাণ সামগ্রী সংগ্রহ করা হয়। এতে শিক্ষার্থী এবং অভিভাবকদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। তাঁরা বিভিন্ন ত্রাণ সামগ্রী দিয়ে সহায়তা করছেন। তাঁদের সংগৃহীত শুকনো খাবার এবং প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন এবং পোশাক বিতরণ করা হবে বন্যার্ত এলাকাগুলোতে। ইউআইইউ শিক্ষার্থীর ২৩ সদস্যের একটি দলের মাধ্যমে কুমিল্লার বুড়িচং উপজেলায় বন্যা দুর্গত প্রায় ১ হাজার ৫০০ পরিবারের মধ্যে এগুলো দেওয়া হয়।

বর্তমানে ইউআইইউর চারটি দল বন্যা কবলিত এলাকাগুলোতে (ফেনী, নোয়াখালী ও কুমিল্লা) রয়েছে। এর মধ্যে দুইটি দল উদ্ধার কাজ এবং বাকি দুটি দল ত্রাণ সহায়তা প্রদান করছে। পুরো কাজটি তদারক করছেন ইউআইইউ’র সোশ্যাল সার্ভিস ক্লাবের সদস্যরা। তাঁরা বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম চালানোর পরিকল্পনা নিয়েও কাজ করছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের থেকে প্রাপ্ত সহযোগিতায় এই কার্যক্রমটি সম্পন্ন করা সম্ভব হয়েছে।

ইউআইইউ’র উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘ইউআইইউ বানভাসি অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্বের অংশ এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম বা সহযোগিতা চলমান থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টুঙ্গিপাড়া থানা-পুলিশকে নিরাপত্তা দিতে রাতভর সেনাবাহিনীর পাহারা

গণ-অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতি নিয়ে যা বললেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম

বগুড়ায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

ব্যবসা গুটিয়ে নিচ্ছেন সিরামিক শিল্পের মালিকেরা

ভারতকে নিয়ে বাংলাদেশসহ প্রতিবেশীদের এত সন্দেহ কেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত